মতিহার থানা হস্তশিল্প শ্রমিক ইউনিয়নের
নারীদের সাথে প্রতারনার ফাঁদ


মতিহার থানা হস্তশিল্প শ্রমিক ইউনিয়নের ” নামে সারাদেশে নারীদের প্রতারণার ফাঁদে জড়িয়ে টাকা আত্মসাৎ, হয়রানি সহ নানা অভিযোগ পাওয়া গেছে। সংঘঠনের সভাপতি সাহানা খান সাথী ও তার স্বামী আহসান উল্লাহ রাসেলের বিরুদ্ধে। এমন অভিযোগে রাজশাহী মহানগরীর মতিহার থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে বলেও জানা যায়।
জানা যায়, মতিহার থানা হস্তশিল্প শ্রমিক ইউনিয়নের ” সারাদেশের বিভিন্ন উপজেলার গ্রামের সহজ সরল বেকার নারীদের কর্মসংস্থানের নামে প্রতারনার ফাঁদ পাতে। সেই সংঘঠনের নামে বিভিন্ন সময় ঋণ সুবিধা দেওয়া, বিদেশি প্রজেক্ট নিয়ে দেয়া নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া, সেলাই মেশিন দেয়ার নামে টাকা আত্মসাৎ, নারীদের কাজ করানোর পরে বেতনের টাকা না দেয়া সহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায় ওই সংগঠনের সভাপতি সাহানা খান সাথী ও তার স্বামী আহসান উল্লাহ রাশেলের বিরুদ্ধে।
এ সকল অভিযোগ আর অনিয়ম থেকে বাঁচতে প্রতারক দম্পতি সাহানা খাঁন সাথী ও আহসান উল্লাহ রাসেল আত্মগোপন করে রাখেন।
অতঃপর সাহানা খান সাথী ও তার স্বামী আহসান উল্লাহ রাসেলকে গ্রেফতারের দাবিতে রবিবার ২২শে জুন সকালে নগরীর সিএন্ডবি মোড়ে এক মানববন্ধন করেন প্রতারণার শিকার ভুক্তভোগী সকল পরিবার।