বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ

মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ) প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৯:৪৫ পিএম | 61 বার পড়া হয়েছে
গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলা  সফরের শুরুতেই তিনি রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।এসময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি ফলক উন্মোচন করেন।বিকেলে তিনি রাধানগর ইউনিয়নে পল্লী সঞ্চয় ব্যাংকর কার্যক্রম পরিদর্শন ও দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা,ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আলিম,পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইফতেখারুল আলম সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে  তিনি চৌডালা ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা,ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১২:৪৯ এএম
কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক

কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি করার সময় জনতার সহায়তায় ৫ ডাকাতকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ১. মোঃ রুবেল (৫০),২.আরিফ (৩৫),৩.শরিফুল ইসলাম (৪২),৪.উৎপল দেবনাথ (৩৮)৫. দুলু মিয়া (৩৯)। আজ ( ০৭ মে ) দুপুরে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনি জানান, গতকাল ৬ মে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে ছেড়ে আসা নবাবগঞ্জ গামী নবকলি পরিবহনের একটি যাত্রীবাহী বাস রোহিতপুর ইউনিয়নের তুলসীখালী ব্রিজের কাছাকাছি আসলে র‍্যাব পরিচয়ে ডাকাত দল বাসটি থামিয়ে ফেলে। এ সময় ডাকাতরা বাসের ভিতর প্রবেশ করে যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে সুমন সরকার নামে এক যাত্রীকে মারধর করে বাস থেকে নামাতে থাকে। এতে সুমন সরকারের সাথে থাকা অন্তর পাল ওরফে প্রার্থ নামে ওর এক যাত্রী তার কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডালুর নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ৫ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে হাইস মাইক্রোবাস, দুইটি ওয়াকিটকি, দুইটি র‍্যাবের জ্যাকেট, একটি হ্যান্ডকাপ, একটি লেজার লাইট, পাঁচটি চাকু, একটি ইলেকট্রিক শকমেশিন ও একটি লোহার বাটন লাঠি উদ্ধার করা হয়।

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১২:৪৬ এএম
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কলিম উদ্দিন নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মিরডাঙ্গি গ্রামের বাসিন্দা।

বুধবার ৭মে বিকেল সারে ৫ টার দিকে রাণীশংকৈল মহাসড়ক আরডিআরএস অফিসের সামনে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত কলিমউদ্দিন একাই ভ্যান নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন,চলতি অবস্থায় তার ভ্যানের স্কেল ভেঙে চাকা খুলে যাওয়ায় তিনি পাকা রাস্তার উপরে ছিটকে পড়ে,অপর দিকথেকে আসা ভেডভেডির সামনে। মূহুর্তেই পৃষ্ঠ হয় চাকার নিচে।
এলাকাবাসী কলিমউদ্দিনকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষণা করেছেন।

“মেলা হোক কিন্তু গাঁজা নয়” স্লোগানে মানবাধিকার অ্যাসোসিয়েশনের বগুড়া সাতমাথায় মানববন্ধন

জেলা প্রতিনিধি) বগুড়াঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১২:৪৪ এএম
“মেলা হোক কিন্তু গাঁজা নয়” স্লোগানে মানবাধিকার অ্যাসোসিয়েশনের বগুড়া সাতমাথায় মানববন্ধন

বগুড়া মহাস্থান গড়ে শাহ সুলতান বলখী (রহ.) এর মাজারের পবিত্রতা রক্ষায় শেষ বৈশাখের মেলাকে কেন্দ্র করে মাদক সেবন ও বিক্রয় বন্ধের দাবিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখা উদ্যোগে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা বেলা ১১ ঘটিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন এর সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির আহবায়ক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা কমিটির যুগ্ন আহবায়ক ডাঃ এ এস এম রায়হান, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ মাহাবুব জ্জামান খান মিলন, ইঞ্জিনিয়ার মোঃ ইলিয়াস হোসেন, মোছাঃ হাফসা পারভিন হ্যাপি, মোঃ আলিম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মুসাব্বির হোসেন শাফিন, প্রভাষক মোঃ জহুরুল ইসলাম, মোঃ ইমরান তালুকদার নিপু, মোঃ রিমন হোসেন, মোঃ নাঈম ইসলাম, মোঃ সেলিম কাজী, মোঃ আশরাফুল, মোঃ তোহা, মোঃ সাব্বির হোসেন ছাবদুল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ফজলু প্রমুখ।

মানববন্ধন শেষে বগুড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয়, র‍্যাপিড একশন ব্যাটালিয়ান র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার এবং বগুড়া সেনা ক্যাম্পে স্মারকলিপি প্রদান করা হয়।।

error: Content is protected !!