প্রেস ব্রিফিংঃ অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব-বিএনপি


সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ,
সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী ৬ মে ২০২৫, মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিট বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অবস্থান।
সংগঠনের নাম অবস্থান
মহানগর উত্তর বিএনপি বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল
ছাত্রদল লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত
যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিশন
মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিশন থেকে আর্মি স্টেডিয়াম
স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান
কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলী মোড়
শ্রমিক দল কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল
ওলামা দল + তাঁতী দল + জাসাস + মৎসজীবী দল বনানী শেরাটন হোটেল থেকে বনানীকাঁচাবাজার
মুক্তিযোদ্ধা দল + সকল পেশাজীবী সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২
মহিলা দল গুলশান-২ গোলচত্তর থেকে গুলশান এভিনিউ রোড
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ গুলশান-২ গোলচত্তর থেকে গুলশান এভিনিউ রোড
বিভিন্ন জেলা থেকে আগত নেতা-কর্মী যার যার সুবিধামতস্থানে অবস্থান করবেন
বি:দ্র: বিমানবন্দর এবং মাননীয় চেয়ারপার্সনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না। সকল নেতা-কর্মী দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে রাস্তার একপাশে দাঁড়াবে। মাননীয় চেয়ারপার্সনের গাড়ির সঙ্গে মোটর সাইকেল এবং হাটা সম্পূর্ণরূপে নিষেধ।