শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ধামইরহাটে বিএনপি ও জামায়াতের আন্তর্জাতিক মে দিবস উদযাপন

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৫:৩৮ পিএম | 51 বার পড়া হয়েছে
ধামইরহাটে বিএনপি ও জামায়াতের আন্তর্জাতিক মে দিবস উদযাপন

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে বর্ণাঢ্য রেলি ও শ্রমিক সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১লা মে) দুপুর বারোটার সময় উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে আমাইতাড়া বাজার থেকে এক শোভাযাত্রা বের করা হয়। এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ চত্বরে এসে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, আল্লাহর আইন ও কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর ও শ্রমিকদের অধিকার নিশ্চিত সম্ভব। একারণে এমপি মনোনয়ন প্রত্যাশী জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হককে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিপুল ভোটে নির্বাচন করার আহ্বান জানান।

বাসস্ট্যান্ড টেম্পু এবং ইজি বাইক স্ট্যান্ডে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করো করতে হবে স্লোগানে ব্যানার ও ফেস্টুন নিয়ে সকাল থেকে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে শ্রমিকদের উপস্থিতি হতে দেখা যায়। এ সময় শ্রমিকেরা তাদের অধিকার আদায়ের দাবি জানান।

এতে অংশগ্রহণ করে, উপজেলা শাখা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, উপজেলা মৎস্যজীবী জেলে শ্রমিক ইউনিয়ন, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা ইজিবাইক শ্রমিক সংগঠন।

অন্যদিকে দিবসটি উদযাপন উপলক্ষে বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য রেলি বের করে ধামইরহাট উপজেলা শাখা শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের সহকারি সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, মারুফ আহম্মেদ, জেলা ওলামা কর্ম পরিষদের সভাপতি মাওলানা একেএম ফজলুর রহমান, উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মো. কামরুজ্জামান, উপজেলা শাখা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমান, মাওলানা মো. আমানুল্লাহ, মাওলানা মো. আব্দুল আজিজ, উপজেলা শাখা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মো. হাফেজ রেজুওয়ান প্রমুখ।

ভাঙ্গুরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ভাঙ্গুরা প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ২:৪৯ পিএম
ভাঙ্গুরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুরা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার শহীদ মওনার গোল চত্বর এলাকা থেকে র‍্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার গোল চত্বরে শেষ হয়।
র‍্যালীতে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে অংশগ্রহণ করেন শ্রমিক নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য এবং সাধারণ শ্রমজীবী মানুষ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা শাখার সেক্রেটারি মোঃ বদিউজ্জামান । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির পাবনা -৩ এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আলী আছগর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার উপদেষ্টা উপজেলা জাাময়াতের আমির মাওলানা মহির উদ্দিন সমাবেশটি পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আব্দুল মালেক অন্যান্যরা।
সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ভাঙ্গুরা উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার কুদরতুল্লাহ উদ্দিন শাহ।
বক্তারা বলেন, “মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। বিশ্বব্যাপী শ্রমিকেরা আজও ন্যায্য মজুরি ও মর্যাদার জন্য সংগ্রাম করছে। আমাদের সমাজেও শ্রমজীবী মানুষের সুরক্ষা ও কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শ্রমিকদের সুখ, শান্তি ও উন্নত জীবনের কামনা করা হয়।

মুখ খুললেন তারেক রহমান

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ২:০৬ পিএম
মুখ খুললেন তারেক রহমান

সম্প্রতি সংঘাতপূর্ণ মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর দেওয়া না দেওয়া নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মিয়ানমারকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত জনগণ ও নির্বাচিত সরকারের কাছে থেকে আসতে হবে।

বৃহস্পতিবার (১ মে) ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিদেশি স্বার্থ রক্ষা নয়, সবার আগে জনগণের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার নিশ্চিত করতে পারলেই বাংলাদেশকে কেউ তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে পারবে না। সবার আগে বাংলাদেশ এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য।

সংস্কারের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন সংস্কারে আপত্তি নেই, প্রয়োজনীয় সংস্কার শেষে সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ করুন।

এর আগে ‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’- এই স্লোগানের মধ্য দিয়ে নয়া পল্টনে শুরু হয় জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ। দুপুর ২টা ১০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের লম্বা সড়ক সেই ফকিরাপুল থেকে শুরু করে কাকরাইল মোড় পর্যন্ত হাজারো শ্রমিকের উপস্থিতিতে সমাবেশটি রূপ নেয় জনসমুদ্রে।

সমাবেশে মাথায় লাল টুপি, গায়ে লাল গেঞ্জি পড়ে আসা শ্রমিকদের কণ্ঠের অন্যতম স্লোগান ছিল, ‘দুনিয়া মজদুর এক হও, লড়াই করো’। আন্তর্জাতিক শ্রমিকদের এই সার্বজনীন স্লোগানের পাশাপাশি ‘অবিলম্বে সংসদ নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে দিতে হবে’ এই স্লোগানও উচ্চারিত হয়েছে সর্বক্ষণ।

জাতীয়তাবাদী শ্রমিক দলের ১২ দফা দাবিগুলো হচ্ছে-অবিলম্বে সংসদ নির্বাচন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার, সব প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার, বন্ধ শিল্প চালু, নতুন শিল্প প্রতিষ্ঠান, আউট সোর্সিং বন্ধ করে স্থায়ী পদ সৃষ্টি, অবাধ, গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রমিক হত্যার বিচার, শ্রমিক নির্যাতন বন্ধ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুরক্ষা নিশ্চিত করা, জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, বৈষম্যহীন জাতীয় পে-স্কেল ও মজুরি হার ঘোষণা, জরুরি পরিষেবা আইনসহ সব কালাকানুন বাতিল এবং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো।

রিয়াজ, শাওন, চঞ্চলসহ ১৪ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ২:০২ পিএম
রিয়াজ, শাওন, চঞ্চলসহ ১৪ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার ১৪ অভিনয় শিল্পী হলেন- অভিনেতা রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী ও মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও অভিনেতা জায়েদ খান।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ২০১ জনকে আসামি করা হয়েছে। এসব আসামির মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন নিউজের মুন্নী সাহাসহ ১৫ জন সাংবাদিকের নাম রয়েছে।

শিক্ষকদের মধ্যে জাফর ইকবাল, জবির সাবেক ভিসি মিজানুর রহমান, মুনতাসির মামুনসহ ১৩ জনের নাম রয়েছে। এছাড়া ইমরাম এইচ সরকার ও লাকী আক্তারেরও এ মামলার আসামি হিসেবে নাম রয়েছে।

এর আগে, গত বছরের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার এলাকায় একটি হত্যাচেষ্টা মামলায় সম্প্রতি অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, নুসরাত ফারিয়া, রোকেয়া প্রাচী, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

error: Content is protected !!