ধামইরহাটে বিএনপি ও জামায়াতের আন্তর্জাতিক মে দিবস উদযাপন


নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে বর্ণাঢ্য রেলি ও শ্রমিক সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) দুপুর বারোটার সময় উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে আমাইতাড়া বাজার থেকে এক শোভাযাত্রা বের করা হয়। এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ চত্বরে এসে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আল্লাহর আইন ও কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর ও শ্রমিকদের অধিকার নিশ্চিত সম্ভব। একারণে এমপি মনোনয়ন প্রত্যাশী জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হককে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিপুল ভোটে নির্বাচন করার আহ্বান জানান।
বাসস্ট্যান্ড টেম্পু এবং ইজি বাইক স্ট্যান্ডে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করো করতে হবে স্লোগানে ব্যানার ও ফেস্টুন নিয়ে সকাল থেকে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে শ্রমিকদের উপস্থিতি হতে দেখা যায়। এ সময় শ্রমিকেরা তাদের অধিকার আদায়ের দাবি জানান।
এতে অংশগ্রহণ করে, উপজেলা শাখা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, উপজেলা মৎস্যজীবী জেলে শ্রমিক ইউনিয়ন, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা ইজিবাইক শ্রমিক সংগঠন।
অন্যদিকে দিবসটি উদযাপন উপলক্ষে বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য রেলি বের করে ধামইরহাট উপজেলা শাখা শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের সহকারি সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, মারুফ আহম্মেদ, জেলা ওলামা কর্ম পরিষদের সভাপতি মাওলানা একেএম ফজলুর রহমান, উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মো. কামরুজ্জামান, উপজেলা শাখা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমান, মাওলানা মো. আমানুল্লাহ, মাওলানা মো. আব্দুল আজিজ, উপজেলা শাখা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মো. হাফেজ রেজুওয়ান প্রমুখ।