০১ মে রোজ বৃহস্পতিবার একদিনের সংক্ষিপ্ত সফরে নিজ এলাকায় আসেন আইনজীবী সমাজকর্মী ও বিএনপি নেতা এডভোকেট এম হেলাল উদ্দিন।সফরের শুরুতে মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের মৃধার হাট কুরবান জামে মসজিদ পরিদর্শন করেন। দীর্ঘ দিনের পুরনো এই মসজিদটির নতুন ভবন নির্মাণের জন্য আস্বস্থ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে এই মানবিক নেতা বলেন আপনারা আদর্শিক সন্তান গড়ে তুলুন তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিবে। মানবিক নেতা আরো বলেন আপনারা ভুলে যাবেন না দীর্ঘ সতের বছর লড়াই করে আওয়ামী নামের জালেম সরকারকে হঠাতে আমরা সবাই মিলে লড়াই করেছি। একসাথে দেশ থেকে সকল এমপি মন্ত্রী পালাতে বাধ্য হয়েছে যা বাংলার ইতিহাসে বিরল ঘটনা। আপনার সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। ইনশাআল্লাহ আমি সব সময় আপনাদের সাথে আছি।
সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে কমিটির হাতে নতুন মসজিদ নির্মাণ কাজের জন্য ফরম তুলে দেন। এরপর আল কারীম কাওমী মাদ্রাসার নতুন ভিত্তি প্রস্তর উদ্বোধনের জন্য নেতাকর্মীদের সাথে নিয়ে সেখানে ছুটে যান এই মানবিক নেতা।সেখানেও এক সংক্ষিপ্ত বক্তব্যে দেন এই মানবিক নেতা।
সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন বিএনপি নেতা , রফিকুল ইসলাম মুন্সি, এনায়েত হোসেন, মোঃ ফিরোজ মেম্বার,মাসুদ জেমস,ফারুক জমদ্দার, ওয়াসিম রানা, জাফর তালুকদার,খলিলুর রহমান, সুমন খান, মিজানুর ঢালী,আঃরশিদ সহ আরো স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। মেহেন্দিগঞ্জ থেকে মোঃ আতিকুর রহমান এর রিপোর্ট।