শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আগামী সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ১:৫৯ পিএম | 83 বার পড়া হয়েছে
আগামী সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া

বেগম খালেদা জিয়ার দেশ ফেরার দিনক্ষণ ঠিক হয়েছে। চার মাস পরে আগামী সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন। শুক্রবার (২ মে) এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। সবকিছু ঠিক থাকলে তিনি আগামী সোমবার ঢাকায় ফিরবেন। দেশে ফেরার সময় খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী থাকছেন তার দুই পুত্রবধূ ডা. জোবায়দা রহমান (তারেক রহমানের স্ত্রী) ও সৈয়দা শামিলা রহমান সিঁথি (আরাফাত রহমান কোকোর স্ত্রী)।

আরও থাকছেন খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা ডা. আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

এর আগে, এ বছরের সাতই জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান তিনি।

৭৯ বছর বয়স্ক বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্‌রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।

তাড়াশে জোড়পূর্বক অন্যের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

মোঃ জিপরুল হোসাইন চলনবিল প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫, ১:৫৩ এএম
তাড়াশে জোড়পূর্বক অন্যের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে জোড়পূর্বক অন্যের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ৬ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃপস্পতিবার রাতে উপজেলার চকজয়কৃষ্ণপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী জাবেদ আলী শুক্রবার সকালে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চকজয়কৃষ্ণপুর মৌজায় ৮৩ শতাংশ ফসলী জমি জাবেদ আলী গং ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। কিন্তু ঘটনার দিন একই গ্রামের বক্কার আলী, তফের আলী, নাসির উদ্দিন, ফরিদ, মানিক ও সবুজ নামের ৬ ব্যক্তি সংঘবদ্ধ হয়ে উক্ত জমির ২০ শতাংশের মালিকানা দাবী করে ধান কেটে নেয়।
এ ব্যাপারে জমির মালিক জাবেদ আলী বলেন, আমরা লোক মারফত জানতে পেরে ধান কাটাতে নিষেধ করলে উক্ত ব্যক্তিগণ দেশীয় অস্ত্র, কাঁচি, হাসুয়া, বাশেঁর লাঠি নিয়ে আমাদের আক্রমন করে। আমরা জীবন রক্ষার্থে ঘটনাস্থল ত্যাগ করি।
অভিযুক্ত আক্কাস আলী, তফের আলী ও নাসির উদ্দিন জানান, জাবেদ আলী গং জমিটি ভোগদখল করলেও সেটি আমাদের দাদীর সম্পত্তি। তাই আমরা ধান কেটে এনেছি।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনাদের সন্তান কে আর্দশিক সন্তান হিসেবে গড়ে তুলুন ভবিষ্যতে এরা সুন্দর রাষ্ট্র পরিচালনা করবে, এডভোকেট এম হেলাল উদ্দিন

মোঃ আতিকুর রহমান মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫, ১:৪৯ এএম
আপনাদের সন্তান কে আর্দশিক সন্তান হিসেবে গড়ে তুলুন ভবিষ্যতে এরা সুন্দর রাষ্ট্র পরিচালনা করবে, এডভোকেট এম হেলাল উদ্দিন

০১ মে রোজ বৃহস্পতিবার একদিনের সংক্ষিপ্ত সফরে নিজ এলাকায় আসেন আইনজীবী সমাজকর্মী ও বিএনপি নেতা এডভোকেট এম হেলাল উদ্দিন।সফরের শুরুতে মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের মৃধার হাট কুরবান জামে মসজিদ পরিদর্শন করেন। দীর্ঘ দিনের পুরনো এই মসজিদটির নতুন ভবন নির্মাণের জন্য আস্বস্থ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে এই মানবিক নেতা বলেন আপনারা আদর্শিক সন্তান গড়ে তুলুন তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিবে। মানবিক নেতা আরো বলেন আপনারা ভুলে যাবেন না দীর্ঘ সতের বছর লড়াই করে আওয়ামী নামের জালেম সরকারকে হঠাতে আমরা সবাই মিলে লড়াই করেছি। একসাথে দেশ থেকে সকল এমপি মন্ত্রী পালাতে বাধ্য হয়েছে যা বাংলার ইতিহাসে বিরল ঘটনা। আপনার সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। ইনশাআল্লাহ আমি সব সময় আপনাদের সাথে আছি।

সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে কমিটির হাতে নতুন মসজিদ নির্মাণ কাজের জন্য ফরম তুলে দেন। এরপর আল কারীম কাওমী মাদ্রাসার নতুন ভিত্তি প্রস্তর উদ্বোধনের জন্য নেতাকর্মীদের সাথে নিয়ে সেখানে ছুটে যান এই মানবিক নেতা।সেখানেও এক সংক্ষিপ্ত বক্তব্যে দেন এই মানবিক নেতা।

সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন বিএনপি নেতা , রফিকুল ইসলাম মুন্সি, এনায়েত হোসেন, মোঃ ফিরোজ মেম্বার,মাসুদ জেমস,ফারুক জমদ্দার, ওয়াসিম রানা, জাফর তালুকদার,খলিলুর রহমান, সুমন খান, মিজানুর ঢালী,আঃরশিদ সহ আরো স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। মেহেন্দিগঞ্জ থেকে মোঃ আতিকুর রহমান এর রিপোর্ট।

সরকারি শারীরিক শিক্ষা আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫, ১:৪৫ এএম
সরকারি শারীরিক শিক্ষা আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সরকারি শারীরিক শিক্ষা অন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা২০২৫ইং ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সরকারি শারীরিক শিক্ষা কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ এর সার্বিক সহযোগিতা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মুক্তাগাছা, ময়মনসিংহে ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ইং সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আজ ২ মে শুক্রবার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকসুদ জাহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ,মোস্তফা জামান,পরিচালক ক্রীড়া পরিদপ্তর।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম।

error: Content is protected !!