মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ফরমুসা পলিকটন টেক্সটাইল বিডি লিমিটেড জনকল্যাণে কাঁচা রাস্তা পাকা করে দিলেন নিজস্ব অর্থায়নে

গাজীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৩:৩২ পিএম | 31 বার পড়া হয়েছে
ফরমুসা পলিকটন টেক্সটাইল বিডি লিমিটেড জনকল্যাণে কাঁচা রাস্তা পাকা করে দিলেন নিজস্ব অর্থায়নে

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা পূর্ব পাড়া সাবাহ্ গার্ডেন রোডের উত্তর পার্শ্বে অবস্হিত ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেড (চায়না) ফ্যাক্টরি।

ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডে এর ২ নং গেইট হতে দক্ষিণ দিকে ব্যাটারি ফ্যাক্টরি সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত প্রায় ৩০০ ফিট দৈর্ঘ্য এবং ১১ ফিট প্রশস্ত কাচা রাস্তাটি দিয়ে দীর্ঘ দিন যাবত এলাকা বাসীর অতি কষ্টের সাথে চলাফেরা করতে হতো। এই কাঁচা রাস্তাটির এমন বেহাল দশা ছিলো বর্ষাকালে চলাচলের অনুপযোগী রাস্তা দিয়েই প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করতো। বিশেষ করে বর্ষার দিনে নোংরা পানি আর কাদার কারণে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, শিশু বাচ্চা এবং বৃদ্ধ লোকেদের এই রাস্তাটি দিয়ে হাঁটতে অনেক দুর্ভোগ পোহাতে হতো।

এমতাবস্থায় দীর্ঘদিন যাবত অসহায় এলাকাবাসী সবাই এক সাথে সম্মিলিত হয়ে ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের সম্মানিত নির্বাহী পরিচালক খন্দকার মো: খোরশেদ আলম এর নিকট বিনয়ের সাথে আবেদন করে আসছে রাস্তাটি পাকা করে দেওয়ার জন্য। এলাকা বাসীর ভালোবাসার এই আবদারে খন্দকার খোরশেদ আলম এর হৃদয়কে নাড়া দেয়। তাই গরিব,অসহায়,ও সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবেই রাস্তাটি ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের নিজস্ব অর্থায়নে পাকা করন করা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এলাকা বাসী আর ও জানিয়েছে যে রাস্তাটি কাজ বাস্তবায়ন করতে সার্বিক সহযোগিতা অত্যন্ত ভূমিকা রেখেছেন, ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের ২ নং গেইট সংলগ্ন নিবাসী মরহুম চাঁন মিয়া আকন্দ এর বড় মেয়ে এবং একুশের সংবাদের স্টাফ রিপোর্টার;- খাদিজা আক্তার রওজা ও ছেলে মোঃ মোমেন আকন্দ, মরহুম হাজী সোলাইমান আকন্দ এর দুই জামাতা মোঃ এ,আর,সুলতান, মোঃ সোহান মিয়া, মোঃ নুরু মিয়া আকন্দ এর ছেলে মোঃ মামুন মিয়া আকন্দ ও মোঃ আলমগীর হোসেন আকন্দ, মরহুম আব্বাছ আলী মুন্সির ছেলে আব্দুল হাদিত সহ আর ও অনেকেই।

ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হয় এলাকাবাসীর স্বপ্নের এই রাস্তাটি । দীর্ঘ দিনের দুর্ভোগ যেন শেষ হলো আজ তাই সবার মুখে ফুটে উঠেছে সুখের হাসি মেতে উঠেছে সকলেই আনন্দ উল্লাসে। বুক ভরা আনন্দ আর আত্মবিশ্বাস নিয়ে ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের মাননীয় ব্যাবস্হাপনা পরিচালক ও নির্বাহী পরিচালক খন্দকার মো: খোরশেদ আলম এর প্রতি চির কৃতজ্ঞ প্রকাশ করেন এলাকাবাসীরা।

ময়মনসিংহে ‘জেলা ছাত্রশিবির’র উদ্যোগে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির-অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৮:১১ পিএম
ময়মনসিংহে ‘জেলা ছাত্রশিবির’র উদ্যোগে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির-অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে
জেলা ছাত্রশিবির কার্যালয়ে
গেলো ২৬, ও ২৭ শে এপ্রিল -২৫ ইং।
২দিন ব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
জেলা শাখা কর্তৃক আয়োজিত ‘সাথী শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
❝প্রধান অতিথি তার বক্তব্য বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথীদের সর্বপ্রধান কর্তব্য হলো নিজের জীবনের পুনর্বিন্যাস সাধন করে মানুষের জীবনের পুনর্বিন্যাস সাধনের জন্য প্রচেষ্টা চালানো❞

শিক্ষাশিবিরে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মিসবাহুল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফখরুল আলম সিফাত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ময়মনসিংহ মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সভাপতি ফখরুল ইসলাম। ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম ও ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান সোহেল প্রমূখ।

এছাড়াও সাবেক ও বর্তমান জেলা সভাপতিবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ ফারুক হোসাইন, লালমনিরহাট। প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:১৯ পিএম
কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

গতকাল ২৮ এপ্রিল (রবিবার) বিকেলে উপজেলার মদাতী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।

জানা গেছে, মদাতী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করায় জাকিরুল হক নামের একজনকে ২০১০ সালের মাটি কাটা ও বালু উত্তোলন নিয়ন্ত্রণ আইনের ১৪ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন ওসি সেলিম মালিক, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়।

উপজেলা প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা  বলেন, এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।

ভাঙ্গুড়ায় কাবিটা নিয়ে মিথ্যা সংবাদ: আইনশৃংখলা মিটিং এ ক্ষোভ

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৪:৩৫ পিএম
ভাঙ্গুড়ায় কাবিটা নিয়ে মিথ্যা সংবাদ: আইনশৃংখলা মিটিং এ ক্ষোভ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কাবিটা ও টিআর প্রকল্প নিয়ে সম্প্রতি দু’টি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায় আইন শৃংখলা মিটিং এ সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সভায় একজন সদস্য টিআর-কাবিটা নিয়ে দুটি সংবাদপত্রে জালিয়াতি ও অনিয়মের সংবাদ প্রকাশের বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন,টিআর ও কাবিটা সবগুলোর প্রকল্পের কাজ চলমান। অনেক অগ্রগতি থাকলেও কোনো প্রকল্পের কাজ শেষ হয়নি। ফলে চুড়ান্ত বিলও কাউকে দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজের শুরুতেই কিছু বিল প্রদানের নিয়ম রয়েছে। সেগুলোর কাজও চলছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং তিনি নিজে এসব প্রকল্প মনিটরিং করছেন। দু’একটি প্রকল্প এলাকায় ধান থাকায় পাকা ও কাটা পর্যন্ত কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। তবে আগামী জুন মাসের মধ্যে এসব কাজ শেষ হওয়ার আশা করছেন তিনি।

এখানে কোনো প্রকার দুর্নীতির ঘটনা নেই দাবি করে ইউএনও বলেন সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থে দুজন স্থানীয় সাংবাদিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঐ সংবাদ পরিবেশন করেছেন। যার মধ্যে সব ভূয়া তথ্য ও আক্রোশ মূলক বক্তব্য স্পষ্ট হয়ে উঠেছে। তিনি আরো বলেন,“আপনারা প্রকল্পগুলো ভিজিট করে দেখেন,তাহলে বুঝতে পারবেন সংবাদটি কতটা বানোয়াট” ! সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আইন শৃংখলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এব্যাপারে উপস্থিত সদস্যরাও ঐ সংবাদের প্রতি অসন্তোষ ও ক্ষুব্দ প্রতিক্রিয়া জানান। ইউপি সদস্য,রাজনীতিবিদ,সরকারি কর্মকর্তা ও সুশিল সমাজের প্রতিনিধিরা ঐ সংবাদকর্মীদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকার সাধারণ মানুষের ব্যাপক অংশ গ্রহনে মানববন্ধন,সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালনের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। কেউ কেউ অপসাংবাদিকতা প্রতিরোধ ও মিথ্যা সংবাদ প্রকাশের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়ে যথাযথ কতৃৃপক্ষের নিকট অভিযোগ প্রেরণের সুপারিশ করেন।

এছাড়া মিটিং এ মাদক নিয়ে আলোচনা হয়। পুলিশকে তৎপরতার সাথে মাদক ‍নির্মুলে কার্যকরি ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়। আইন শৃংখলা সভায় অন্যান্যের মধ্যে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল করিম,সাবেক উপজেলা বিএনপি সভাপতি এড.মজিবর রহমান,উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,কৃষক দলের সভাপতি আখিরুল ইসলাম মাসুম,যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম,গণ অধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল,ইউপি চেয়ারম্যানগণ,সরকারি কর্মকর্তা ও সুশিল সমাজের প্রতিনিধি প্রমুখ বক্তব্য রাখেন।

error: Content is protected !!