উন্নয়নের রুপকার নাগডেমরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান


হাফেজ মোঃ হাফিজুর রহমান,নাগডেমরা ইউনিয়নের সফল চেযারম্যান ।তিনি গত ইউপি নির্বাচনে অংশ গ্রহন করে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হবার পর থেকেই দৃঢ অবস্হানের কারনে নিজ নির্বাচিত এলাকায় তিনি আজ অবধি জনপ্রিয়তার তুঙ্গে।বর্তমানে তার বিকল্প হিসেবে অন্য কাউকে দেখছে না এলাকাবাসী। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া মেধাবী এই মানুষটি হলেন পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেযারম্যান হাফেজ মোঃ হাফিজুর রহমান।
এক সময়ের অবহেলিত এই ইউনিয়নে সাধারন মানুষের চলাফেরার জন্য পাকা রাস্তার ছিল বড়ই অভাব। তিনি ইউপি চেয়ারম্যান হয়ে ইতিমধ্যেই এই এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজের শতকরা আশি ভাগ সম্পন্ন করেছেন। পাল্টে দিয়েছেন সমগ্র ইউনিয়নের সামগ্রিক চিত্র।
নাগডেমরা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকেই তিনি মাদক , জুয়া , বাল্যবিবাহ ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষে কাজ করেছেন নিষ্ঠার সাথে। গ্রাম আদালতে তার বিচার পরিচালনা অসাধারন। চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকেই সমাজের বিডিন্ন উন্নয়নমুলক কাজে নিয়োজিত রাখেন নিজেকে। যার ফলে স্বল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
তবে কিছু কুচক্রী মহল তার সেই জনপ্রিয়তা নষ্ট করার জন্য উঠে পরে লাগে। তার উন্নয়ন মুলক কাজগুলির মধ্যে এল জি এস পি ,টি আর ও অন্যান্য প্রকল্প গুলোর কাজে তার কোন দুর্নীতি নেই বলে জানান তিনি। তিনি ভিজিএফ , ভিজিডি , দুঃস্হ ও বিধবা ভাতা,প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরনেও তার কোন দুর্নীতি নেই। তিনি চেয়ারম্যান নির্বাচিত হবার পর মসজিদ , মাদ্রাসা সহ এলাকার ব্রীজ কালভার্ট রাস্তা মেরামত সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে গেছেন।
তার এলাকায় গজিয়ে ওঠা সন্ত্রাসী সংগঠন গুলিও তিনি দমন করেন কঠোর হস্তে।
এলাকার কয়েকজন সাধারন মানুষের সাথে কথা বলে জানা যায় মোঃ হাফিজুর রহমান চেয়ারম্যান হলেন নাগডেমরা ইউনিয়নের উন্নয়নের রুপকার ।চেয়ারম্যান হিসেবে তার কোন বিকল্প ভাবার অবকাশ নেই।
চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান বলেন , আমি নাগঠেমরা ইউনিয়ন বাসীর ভালবাসায় বেঁচে থাকতে চাই আজীবন।