গাজায় গণহত্যার প্রতিবাদে তাড়াশ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ


ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তাড়াশ ডিগ্রী কলেজ শাখার ছাত্রদল। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ ডিগ্রী কলেজ গেটের সামনে মুখে কালো কাপড় বেঁধে ওই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ দিন বেলা ১২টার দিকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলের নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরাপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মম ভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকায় পরিনত হয়েছে। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। এই বর্বরোচিত হত্যাযজ্ঞের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। পরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে তাড়াশ ডিগ্রী কলেজ গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অবস্থান ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহম্মেদ মাসুম, যুগ্ম আহবায়ক মিলন খা, শুকুর মির্জা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদৎ হোসেন, সদস্য সচিব সাইফুল খাঁ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদৎ হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব হেলাল মাহমুদ হিরা, যুগ্ম সম্পাদক নাজমুল, ইমরান হাসান সজিব, তানভির মাসুদ, রাসেল রানা শাহিন, তাড়াশ ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক জে এম আসিফ, সাংগঠনিক সম্পাদক হাবিব খন্দাকার, দপ্তর সম্পাদক রাসেল রানা প্রমূখ।