সোনাগাজীতে সিআইপি কিসলু খাঁনের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময়


ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের এ আর খাঁন ও নুরজাহান বেগম ফাউন্ডেশন এর উদ্যোগে সোনাগাজীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৪ এপ্রিল,শুক্রবার সন্ধ্যায় ফাউন্ডেশন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সমাজসেবক দাউদ খাঁন এর সভাপতিত্বে ও সাংবাদিক আমির হোসেন জনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঢাকাস্থ সোনাগাজী সমিতির সভাপতি,বিশিষ্ট শিল্পপতি, সিআইপি মেজবাহ উদ্দিন খাঁন কিসলু।তিনি বলেন আমাদের সমাজের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন।আমি বিশ্বাস করি,সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে আমরা উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারব।তিনি আরও বলেন,সোনাগাজীর মানুষের জীবনমানের উন্নয়নের জন্য শিক্ষা,স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে কাজ করার জন্যই এই ফাউন্ডেশন গঠন করা হয়েছে।ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে।সভায় উপস্থিত সাংবাদিকগণ সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং উন্নয়নমূলক কার্যক্রমে সাংবাদিকদের সম্পৃক্ততার বিষয়ে মতামত প্রদান করেন।তারা মেজবাহ উদ্দিন কিসলু খাঁনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি সমর্থন জানান।সভায় আরও উপস্থিত ছিলেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ব্যবসায়ী,শিক্ষাবিদ ও সমাজ সেবক বৃন্দ। মতবিনিময় সভা শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার ঘোষণা দেওয়া হয়,যার মধ্যে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি,বিনামূল্যে চিকিৎসাসেবা,প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টি করা।