বেতাগী উপজেলা আহবায়ক জনাব হুমায়ুন কবির মল্লিক সহ-বিএনপি নেতাকর্মী সঙ্গে শুভেচ্ছা বিনিময়


বেতাগী উপজেলা আহবায়ক জনাব হুমায়ুন কবির মল্লিক৷ ,সহ-বিএনপি নেতাকর্মী সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জনাব ইসহাক সরকার বিএনপির কার্যালয়। সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও যুবদল কেন্দ্রীয় সংসদ।
ঢাকা ৭ আসনের ধানের শীষের মনোনায়ন প্রত্যাসী জনাব ইসহাক সরকার।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হুমায়ন কবির মল্লিক।
বেতাগী উপজেলা বিএনপির সদস্য সচিব, জনাব, গোলাম সরোয়ার রিয়াদ খান।, বেতাগী উপজেলা বিএনপির যুগ্না আহব্বায়ক বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি
জনাব, রেজাউল করিম নেছার খান।
সিনিয়র যুগ্না আহব্বায়ক মোঃ বেলাল হোসেন রাঢ়ি,
যুবদলের যুগ্না আহব্বায়ক জনাব
মিন্টু হাওলাদার, মো: শাহীন খান
সাবেক আহবায়ক বেতাগী পৌর ছাত্রদল।
যুগ্ম আহবায়ক বেতাগী পৌর যুবদল।
বিএনপি নেতা মিজানুর রহমান খান,
যুবদলের যুগ্ন আহব্বায়ক প্রভাষক মাসুদ পারভেস।
কৃষক দলের সভাপতি মোঃ মাহামুদুল হোসেন সোহাগ , যুবদলের সভাপতি যুগ্ন আহব্বাহক জামাল হোসেন খান। বেতাগী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহাআলম হাওলাদার,
বরগুনা জেলা সদস্য মোঃ রহিম খান।সহ
বিএনপি সকল পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন,
উপস্থিত বক্তব্যে বলেন গতো ১৭ বছর পরে সুন্দর একটি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পেরে আমরা সবাই আনন্দোতিতো।
সবার সাথে কুশাল বিনিময় করেন। সবাই মিলেমিশে আনন্দ উপভোগ করতে পেরে আমরা আনন্দোতি,বিএনপি নেতা একে অপরে ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করে নিয়েছে। পাশাপাশি ফ্যাসিস্ট খুনি সরকার হাসিনার শাসন আমলে বিএনপির উপর বর্বর রচিত ও নির্যাতনের কথা তুলে ধরেন উপস্থিত নেতাকর্মীরা। এবং খুনি হাসিনাক দেশে ফিরিয়ে এনে তাকে শাস্তির দাবি জানানো হয়। উপজেলা বিএনপি সকল নেতাকর্মীরা সাথে।