বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১:৪২ পিএম | 118 বার পড়া হয়েছে
টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে ক্লাবের সকল সদস্য ও টুঙ্গিপাড়া উপজেলা সকল সাংবাদিক এবং দেশবাসীকে। এই শুভেচ্ছা জানিয়েছেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন মুকুল (দৈনিক যায়যায়দিন), সাধারণ সম্পাদক আফজাল হোসেন (দৈনিক খবরপত্র) সহ অন্যান্য সদস্যবৃন্দ।

আজ, প্রেস ক্লাবের পক্ষ থেকে শওকত হোসেন মুকুল এবং আফজাল হোসেন এক বিবৃতিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবার সুখ-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন। তারা জানিয়েছেন, ঈদ মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। এই শুভ মুহূর্তে আমরা সকলকে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানাই।

এছাড়া, তারা টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সকল সদস্যদের এবং দেশবাসীকে ঈদের খুশি ও আনন্দ উপভোগ করার জন্য অভিনন্দন জানান এবং তাদের পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এ সময় শওকত হোসেন মুকুল বলেন, “ঈদ হলো আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব, ভালবাসা এবং শান্তি ভাগ করে নেওয়ার দিন। সবাই যাতে এই ঈদে ভালো থাকে, পরিবারে সুখ-শান্তি বিরাজমান থাকে, সেই কামনাই করি।”

আফজাল হোসেন তার বক্তব্যে বলেন, “ঈদুল ফিতর আমাদেরকে ভালোবাসা, সৌহার্দ্য এবং সহানুভূতির শিক্ষা দেয়। ঈদ আমাদেরকে একে অপরের পাশে থাকার এবং একতা প্রতিষ্ঠা করার উৎসাহ দেয়।”প্রেস ক্লাবের সদস্যরা এই শুভেচ্ছা বার্তা পেয়েই একে অপরকে ঈদের আনন্দের শুভেচ্ছা জানান এবং এই খুশির সময়টিকে একসাথে উদযাপন করার মনোভাব প্রকাশ করেন।

টুঙ্গিপাড়া প্রেস ক্লাব থেকে এবারের ঈদকে সবার জীবনে এক আনন্দমুখর এবং শান্তিপূর্ণ উৎসব হিসেবে দেখার আশা ব্যক্ত করা হয়।

error: Content is protected !!