বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বদলে গেলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৩:০২ এএম | 52 বার পড়া হয়েছে
বদলে গেলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম

দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের ধারাবাহিকতায় আরও দুটি আন্তর্জাতিক স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম।

এছাড়া, নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে।

কদিন আগে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম বদলে করা হয়েছে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স। গত জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে ছয় বছরের রিয়া গোপের।

পাঁচ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায় সে। তার স্মরণে এবার নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নাম বদলে হলো শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম।

সব মিলিয়ে এদিন বিভাগীয় পর্যায়ে দুটি ক্রীড়া স্থাপনা/স্টেডিয়াম, জেলা পর্যায়ে ১৬টি ও উপজেলা পর্যায়ে দুটি স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের নাম বদলে করা হয়েছে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু স্টেডিয়ামের নাম বদল করেছে। উপজেলা পর্যায়ে ১৫০টি স্টেডিয়ামের নাম বদল হয় ১২ ফেব্রুয়ারি। এগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল। স্ব–স্ব উপজেলার নামে এগুলোর নতুন নামকরণ হয়েছে।

জলঢাকায় বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

জসিনুর রহমান নীলফামারী প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ২:৪৫ এএম
জলঢাকায় বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

নীলফামারীর জলঢাকায় বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনৈতিক আচরণ বৈষম্য এবং নানাবিধ ফ্যাসিস্ট মনোভাবের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন, ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, ভুক্তভোগী এবং সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার ৩০ এপ্রিল সকল ১০টা হতে বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় বক্তারা প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের
দূর্নীতি,অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অনৈতিক আচরণ, নানাবিধ বৈষম্যসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আক্ষা দিয়ে তাঁকে দ্রুত সময়ের মধ্যে অপসারণের দাবি করেন।
দেখা গেছে ছাত্র /ছাত্রীরা হাতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রধান শিক্ষিকার অপসারণের দাবীতে মাঠে নামে।

মেহেন্দিগঞ্জে মিয়াজি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮:১২ পিএম
মেহেন্দিগঞ্জে মিয়াজি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মেহেন্দিগঞ্জে মিয়াজি ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ শত অসহায়, গরীব, দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উত্তর উলানিয়া ইউনিয়নের উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সারিবদ্ধ ভাবে বসিয়ে প্রত্যেক পরিবারের হাতে ২ কেজি ডাল, ২ কেজি চিনি,১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি,১ কেজি তৈল,২ কেজি পিয়াজ, লবন ১কেজি, ৫ কেজি চাল, ৩ কেজি আলুর সমন্বয়ে ১টি করে বস্তা তুলে দেয়া হয়। আল-নুর আই হাসপাতাল,বাংলাদেশ এবং সম্মানিত দাতা আবু খালেদ (হাফিযাহুল্লাহ) এর অর্থায়নে “বাংলাদেশে খাদ্য ঝুড়ি বিতরন প্রকল্পের আওতায়”- এই খাদ্য সামগ্রী বিতরনের শুভ উদ্বোধন করেন, মিয়াজি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহীদুল ইসলাম, হোগলটুলি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, আল-নুর আই হাসপাতালের পক্ষে মোঃ মোজাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা নুরে রাব্বি, পৌর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হাফেজ মোঃ রফিকুল ইসলাম, উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, মাষ্টার আমজাদ হোসেন, মেহেন্দিগঞ্জ পূর্বাঞ্চল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি রিয়াজ উদ্দিন প্রমুখ।

সাঘাটায় যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ এর  সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৮ পিএম
সাঘাটায় যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ এর  সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কর্মই জীবন এরই প্রেক্ষিতে“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” Change the Country, Change the Worldতারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সাঘাটা, গাইবান্ধা এ “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস্ ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ-টেকাব (২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান “কম্পিউটার এন্ড নেটওয়াকিং” বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে ৪৪ কর্মদিবস শেষ করা হয়েছে।সাঘাটায় যুব উন্নয়ন অফিসারের কার্যালয় হল রুমে মোট ৪০জন যুব প্রশিক্ষনার্থীদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন সাঘাটা  যুব উন্নয়ন অফিসার মো: আবু বক্কর সিদ্দীক।এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।মোঃ দানেশ আলী ও মোঃ ফারাইজুল ইসলাম প্রশিক্ষক,“টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস্ ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ-টেকাব (২য় পর্যায়)”। সাঘাটায় যুব উন্নয়ন পরিষদ সম্মেলন কক্ষে সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন সাঘাটার সহ-যুব উন্নয়ন অফিসার , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।দীর্ঘ ৪৪ দিন প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনার্থীদের দৈনিক সম্মানীভাতা বাবদ ২০০/=দুইশত টাকা করে ৮৮০০/= ( আট হাজার আটশত টাকা),নাস্তা বাবদ ১৭৫০/= মোট= ১০,৫৫০/= দশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা) নগদ প্রদান করা হয়।প্রশিক্ষনার্থীদের পরীক্ষার মাধ্যমে গ্রেড অনুযায়ী সার্টিফিকেট প্রদান করা হয়।অপ্রতিরোধ্য বাংলাদেশ ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এর সমাপণী অনুষ্ঠান সফলভাবে শেষ হয়।আয়োজনেঃ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সাঘাটা, গাইবান্ধা ।

error: Content is protected !!