শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ইলেকট্রিশিয়ানস কল্যাণ ফাউন্ডেশন এর বার্ষিক মিলন মেলা ২০২৫ ইং অনুষ্ঠিত।

বোরহানউদ্দিন প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৮ পিএম | 69 বার পড়া হয়েছে
বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ইলেকট্রিশিয়ানস কল্যাণ ফাউন্ডেশন এর বার্ষিক মিলন মেলা ২০২৫ ইং অনুষ্ঠিত।

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুর ইসলামপুর রিভারভিউ ফুড পার্কে ,বাংলাদেশ ইঞ্জিনিয়ার অ্যান্ড ইলেকট্রিশিয়ান কল্যাণ ফাউন্ডেশন এর বার্ষিক মিলন মেলা ২০২৫ ইং অনুষ্ঠিত হয়।
উক্ত মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ফারুক হোসেন
সভাপতি বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এন্ড ইলেকট্রিশিয়ান কল্যাণ ফাউন্ডেশন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মোহাম্মদ শাহাবুদ্দিন খান জেনারেল ম্যানেজার পাওয়ার লিমিটেড।
প্রধান আলোচক জনাব মোঃ নাসির মাহমুদ পারভেজ জেনারেল ম্যানেজার এইচআর ডিপার্টমেন্ট এন্ড উপদেষ্টা বাংলাদেশ ফাউন্ডেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন‌।
ইঞ্জিনিয়ার নিরঞ্জন রায় সিইও নিউটন এনার্জি সিস্টেম,
ইমরান হোসেন ম্যানেজিং ডিরেক্টর ফিল্ড পাওয়ার লিমিটেড, মোহাম্মদ হৃদয় হোসেন ম্যানেজিং ডিরেক্টর এইচকে অটোমেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, মোহাম্মদ জাফর ইকবাল সোহেল চেয়ারম্যান নবাবপুর বয়লার হাউজ, মোহাম্মদ জাহিদুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ার নুরুন্নবী সুমন ডেপুটি ম্যানেজার লেভিন পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড,
মোঃ শাহিন শেখ ম্যানেজিং ডিরেক্টর এস এফ এম ইঞ্জিনিয়ারিং, মোহাম্মদ শাহাদাত হোসেন ম্যানেজিং ডিরেক্টর সামিহা ইলেকট্রিক হাউস,
মোহাম্মদ নাসিরুল্লাহ বনি ম্যানেজিং ডিরেক্টর গ্লোবাল কনসালটেন্সি এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড,
মোহাম্মদ রহিদুল ইসলাম মন্ডল ম্যানেজিং ডিরেক্টর নিউ মডেল বয়লার কোম্পানি, মোঃ ইমন হাসান প্রতিষ্ঠাতা সভাপতি বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ ও উপদেষ্টা বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ইলেকট্রিশিয়ান্স কল্যাণ ফাউন্ডেশন, এম মাসুদ রানা সুমন প্রকাশক দৈনিক মুক্তি সমাচার
মো:জামাল উদ্দিন সৈকত অপারেশন এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার নবাবপুর বয়লার হাউজ, আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী অঞ্জনা চৌধুরী ।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইঞ্জিনিয়ার আল-আমিন খান।
উক্ত মিলন মেলাটি ,সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলানানা সহ নানা বিনোদন মূলক আয়োজনের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়॥

ভূঞাপুরে জামায়াতে ইসলামের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

খন্দকার আউয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৫ পিএম
ভূঞাপুরে জামায়াতে ইসলামের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় শনিবার বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পাঁচ দফা দাবি তুলে ধরে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি বাদ আসর নামাজ শেষে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে এলাকাজুড়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন , উপজেলা আমির আবদুল্লাহ আল মামুন, নায়েবে আমির মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আমিরসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। সমাবেশে বক্তারা সরকারের প্রতি পাঁচ দফা দাবি জানান এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে পি,আর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা জোরালোভাবে তুলে ধরেন।

নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই একমাত্র পথ। এজন্য নির্বাচনকালীন সময়ে নির্দলীয় সরকার গঠন, গণহত্যার বিচার কার্যকর করা, জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং রাষ্ট্র সংস্কারের মতো বিষয়গুলোও এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় জামায়াতে ইসলাম সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এ আন্দোলন অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত নেতাকর্মীরা পাঁচ দফা দাবির পক্ষে স্লোগান দেন এবং সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি

ভাঙ্গুড়ায় গরু বোঝাই নছিমন উল্টে ৩টি গরুর মৃত্যু

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম
ভাঙ্গুড়ায় গরু বোঝাই নছিমন উল্টে ৩টি গরুর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় গরু বোঝাই একটি নছিমন উল্টে ৩টি গরুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ) দুপুর ২টার দিকে ভাঙ্গুড়া টু নওগাঁ সড়কের খানমরিচ ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে। গরু গুলো তারাশ থানার নওগাঁ এলাকার এক ব্যবসায়ী বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ভাঙ্গুড়া শরৎনগর গরুর হাট থেকে ৯টি গরু বোঝাই একটি নম্বর ও অনুমোদনহীন নছিমন দিয়ে নওগাঁ যাচ্ছিল। এই সময় পরমানন্দপুর মোড়ে গাড়িটি ব্রেক করে ঘুরাতে গেলে ব্রেক থেকে পা সরে গেলে উল্টে পাশের খাদে পড়ে যায়। নছিমনে থাকা ৯টি গরুর মধ্যে ৩টি গরু মারা যায়।এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। জানা যায় লছিমনে থাকা মানুষের কোন ক্ষতি হয়নি।

প্রধান অতিথি কর্ণেল (অব.) জয়নাল আবেদীন

মনোহরদীতে বিএনপির উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০২ পিএম
মনোহরদীতে বিএনপির উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোহরদী উপজেলা প্রাধান কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নতুন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) জয়নাল আবেদিন। তিনি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীও বটে।

প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল (অব.) জয়নাল আবেদিন বলেন, বিএনপি হচ্ছে দেশের গণমানুষের দল। এ দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিকে শক্তিশালী করতে হবে। আমরা ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নামবো।

অনুষ্ঠানে বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন কার্যালয় থেকে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এ কার্যালয় হবে শক্তিশালী কেন্দ্রবিন্দু।

সভায় নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।