জুম্মা বারের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহ


জুম্মা বারের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহ
১) ফাজরের সলাতে সূরা আস-সাজদাহ ও সূরা আদ দাহর / আল ইনসান পড়া। -সহীহ বুখারী ৮৯১
২) মিসওয়াক করা। -সুনান ইবনু মাজাহ ১০৯৮
৩) গোসল করা এবং যথাসাধ্য পবিত্রতা অর্জন করা। -সহীহ বুখারী ৮৮৩,৮৭৭
৪) উত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি লাগানো। -সুনান আবূ দাউদ ৩৪৩
৫) জুমু’আহ সলাতের জন্য আগে আগে রওয়ানা হওয়া। -সহীহ বুখারী ৮৮১
৬) বেশি বেশি দরূদ পাঠ করা। -সুনান আবূ দাউদ ১০৪৭
৭) সূরা আল-কাহফ পাঠ করা। -দারেমী, হা/৩৪০৭, সহীহুল জামে হা/৬৪৭১
৮) নীরব থেকে খুতবা শোনা ও জুমু’আহর সলাত আদায় করা। -সহীহ বুখারী ৯৩৪
৯) জুমু’আহর সলাত এর পর হাল্কা নিদ্রায় যাওয়া। -সহীহ বুখারী ৯৪০
১০) বেশি করে দু’আ করা,বিশেষ করে আসরের শেষের দিকে। -সুনান আবূ দাউদ ১০৪৮