মিলন হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নিয়ামতপুরে নির্বাচিত বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু
মিলন হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীন সিনোড়া সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান বাবু।
সোমবার (০৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে আনন্দ মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে অস্থায়ী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরী। নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, সাবেক সহ-সভাপতি ও হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা ছাত্র দলের আহবায়ক সালাউদ্দিন গাজি, নিয়ামতপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক সুলতান মাহমুদ সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআরডিবি নির্বাচনে চেয়ারম্যান পদে নিকটতম কোন প্রতিদ্বন্দ্বি না থাকা গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে আব্দুর রহমানকে চেয়ারম্যান পদে ৩ বছর মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন।
বাকি সাত পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন, সহসভাপতি মামুনুর রশীদ, পরিচালকের ছয়টি সদস্য পদে আলতাফ হোসেন, জাহাঙ্গীর আলম, সিরাজুল, মেহেদী হাসান চৌধুরী, মোবারক হোসেন, অহির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এর আগে ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নিয়ামতপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেন।