রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

শীতের আগেই ত্বক ঠোঁটের যত্নে আন্না’র পরামর্শ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ এএম | 61 বার পড়া হয়েছে
শীতের আগেই ত্বক ঠোঁটের যত্নে আন্না’র পরামর্শ

শীতের আগেই সব ধরনের ত্বক ও ঠোঁটের যত্নের ঘরোয়া কিছু টিপস দিয়েছেন সাবেক চিত্রনায়িকা, বিউটি এক্সপার্ট ও আন্না’স মেকওভার অ্যান্ড স্কুল অব বিউটিফিকেশন এর কর্ণধার নাহিদা আশরাফ আন্না।
শীত মানেই ঠান্ডা হাওয়া, শুষ্কতা আর নিস্তেজ ত্বক। কিন্তু একটু যত্ন নিলেই যেকোনো ধরনের ত্বক শুষ্ক, তৈলাক্ত, মিশ্র বা সংবেদনশীল হলেও থাকতে পারে কোমল ও উজ্জ্বল। চলুন জেনে নিই ঘরে বসে নেওয়া সহজ কিছু যত্নের উপায়।
১. ত্বক প্রস্তুত করুন :
#ক্লিনজিং ও স্ক্রাবিং :
ক্লিনজিং (ত্বক পরিষ্কার রাখা)। শুষ্ক ত্বকে দুধ বা ক্রিমভিত্তিক ক্লিনজার ব্যবহার করুন। ঘরোয়া বিকল্প হিসেবে কাঁচা দুধে তুলা ভিজিয়ে মুখ মুছে নিন।
#তৈলাক্ত ত্বক :
গোলাপজল বা টক দই ব্যবহার করুন। এটি তেল নিয়ন্ত্রণে সাহায্য করে।
#সংবেদনশীল ত্বক : অ্যালোভেরা জেল বা মৃদু ফেসওয়াশ বেছে নিন।
#স্ক্রাবিং (মৃত কোষ দূর করা) :
সবার জন্য ঘরোয়া স্ক্রাব: ১ চা চামচ চিনি + ১ চা চামচ মধু + সামান্য অলিভ অয়েল মিশিয়ে হালকা ম্যাসাজ করুন ৩/৪ মিনিট, তারপর ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বক হলে লেবুর রসের এক ফোঁটা দিতে পারেন; শুষ্ক ত্বক হলে কয়েক ফোঁটা নারকেল তেল দিন।
২. হাইড্রেশন :
#আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজিং টিপস :
#শুষ্ক ত্বক :
অলিভ অয়েল, নারকেল তেল বা দুধ – মধুর প্যাক ব্যবহার করুন।
#তৈলাক্ত ত্বক :
হালকা ওজনযুক্ত জেল – ক্রিম বা অ্যালোভেরা জেল দিন ও রাতে।
#মিশ্র ত্বক :
গাল ও ঠোঁটের চারপাশে ক্রিম, আর টি জোনে (নাক ও কপাল) হালকা জেল ব্যবহার করুন।
#ঘরোয়া মাস্ক :
দই ও মধু মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি সব ধরনের ত্বকেই আর্দ্রতা যোগায় ও ত্বক মসৃণ রাখে।
৩. ঠোঁটের যত্ন :
#সবার জন্য প্রাকৃতিক টিপস :
শীতকালে ত্বকের মতো ঠোঁটও শুষ্ক হয়ে যায়, তাই নিয়মিত যত্ন জরুরি।
#ঠোঁট নরম রাখার উপায় :
মধু ও চিনি স্ক্রাব: ঠোঁটে হালকা ম্যাসাজ করুন ২ মিনিট, তারপর ধুয়ে ফেলুন।
#প্রাকৃতিক লিপবাম :
মোম (beeswax), নারকেল তেল ও ভিটামিন ই তেল মিশিয়ে সংরক্ষণ করুন।
#রাতে ঘুমানোর আগে :
গ্লিসারিন বা বাদাম তেল লাগান।
#অতিরিক্ত যত্ন :
#শুষ্ক ঠোঁটে কাঁচা দুধের ক্রিম লাগিয়ে রাখলে ফাটা ঠোঁট দ্রুত সারবে।
#লেবুর রস ব্যবহার করবেন না, এটি ঠোঁট আরও শুষ্ক করে।
৪. ভেতর থেকে যত্ন :
#খাবার ও পানীয় :
দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করুন, শীতেও পানি পানের অভ্যাস রাখুন।
#ভিটামিন এ, সি, ও ই সমৃদ্ধ ফলমূল ও সবজি খান। গাজর, বিট, টমেটো, কমলালেবু, আপেল।
বাদাম, ফ্ল্যাক্সসিড ও মাছের মতো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার ত্বককে ভিতর থেকে ময়েশ্চারাইজ করে।
৫. ঘরের পরিবেশ ও অভ্যাস :
#রুমে হিউমিডিফায়ার ব্যবহার করলে বাতাসে আর্দ্রতা বজায় থাকে। তবে সরাসরি হিটারের সামনে বসবেন না।
#ডিম কুসুম গরম পানিতে গোসল করুন, অতিরিক্ত গরম পানি ত্বককে শুষ্ক করে দেয়।
৬. অতিরিক্ত যত্নের টিপস :
#বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন। কারণ, শীতে সূর্যের রশ্মিও ত্বক পোড়াতে পারে।
#সুগন্ধিযুক্ত সাবান বা হার্ড কেমিক্যাল এড়িয়ে চলুন।
#রাতে ঘুমানোর আগে মুখ ও ঠোঁট পরিষ্কার করে ময়েশ্চারাইজ করুন।
শেষ কথা :
#ত্বক যেকোনো ধরনের হোক না কেনো নিয়মিত যত্ন, সঠিক খাবার, আর প্রাকৃতিক উপাদানের ব্যবহারে শীতে ত্বক ও ঠোঁট দুটোই থাকবে উজ্জ্বল, নরম ও প্রাণবন্ত।

আমার কাছে সরাসরি সেবা নিতে চলে আসতে পারেন –
#আন্না’স মেকওভার এন্ড স্কুল অফ বিউটিফিকেশন :
বাড়ি নং : ৩৭৫/১ (২য় তলা) ডি.আই.টি.রোড, পশ্চিম রামপুরা, ঢাকা – ১২১৯

মডেল : লাজিনা

ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:৩৩ পিএম
ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বিএনপি কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা পল্লী চিকিৎসক দলের সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা জেলা পল্লী চিকিৎসক দলের সভাপতি মোঃ ফারুক খান হিমেল,অনুষ্ঠানের উদ্বোধক ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহব্বায়ক নুর মোজাহিদ স্বপন,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পাবনা জেলা পল্লী চিকিৎসক দলের সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব খান,সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোঃ আব্দুল আজিজ,যুগ্ম আহব্বায়ক মোঃ বরাত আলী, আবু হেনা মোস্তফা কামাল রেজা,আলতাব হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম বুরুজ, পল্লী চিকিৎসক দলের ইশ্বরদী উপজেলা শাখার সভাপতি জুয়েল সরকার,আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোঃ হুমায়ুন কবির প্রমুখ৷

আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত ও পরে ভাঙ্গুড়া উপজেলা পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের অনুমোদিত ২১ সদস্য বিশিষ্ট কমিটির কাগজ নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দিয়ে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ

নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নতুন চর জেগে ওঠায় নাব্যতা সংকট দেখা দিয়েছে

নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০২ পিএম
কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নতুন চর জেগে ওঠায় নাব্যতা সংকট দেখা দিয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নতুন চর জেগে ওঠায় নাব্যতা সংকট দেখা দিয়েছে, যা মনসুরনগর চরের শিক্ষার্থীদেরসহ স্থানীয়দের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি করছে; বিশেষ করে স্বাস্থ্যকেন্দ্রে যেতে ও স্কুলে যেতে তাদের ডুবোচরের উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে, যা একটি বড় সমস্যায় পরিণত হয়েছে।
মূল সমস্যা: শুষ্ক মৌসুমে জেগে ওঠা অসংখ্য ডুবোচর যাতায়াতে বাধা দিচ্ছে।
প্রভাব: ছাত্রছাত্রী, রোগীসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
উদাহরণ: মনসুরনগর চরের লোকজন কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে চরম ভোগান্তির শিকার হচ্ছে।

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৫০ এএম
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস। এ দিবস পালন উপলক্ষ্যে সকালে হানাদার মুক্ত দিবসের বিজয় মিছিল,পুস্প্যমাল্য অর্পন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত হয়। এই দিন মুক্তিযোদ্ধাদের প্রবল চাপের মুখে পাকিস্তানি সেনারা পরাজয় মেনে নিয়ে কুড়িগ্রাম ছেড়ে পালিয়ে যায়। ৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস। কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার বীর প্রতীকের নেতৃত্বে কুড়িগ্রাম ওভারহেড পানির টাংকির উপর প্রথম স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করা হয়।
এই দিবসের শুরুতে সকাল ৯ টায় একটি বিজয় মিছিল কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতে বেড় হয়ে শহর পদক্ষিন করে। পরে কলেজ মোড় স্বাধীনতার বিজয় স্থম্ভে পুস্প্য মাল্য অর্পণ করে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সদর কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকারের সঞ্চালনায় এক স্মৃতি চারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা,কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন,এনডিসি এবিএম মেজবাহ উদ্দিন,সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্যা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা মেজর আব্দুস সালাম(অবঃ), বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ,প্রবীন সাংবাদিক সফি খান,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা সভাপতি মাহবুবুর রশীদ তালুকদার স্বপন,সহ সভাপতি নব কুমার সরখেল ববি,সাধারণ সম্পাদক আমানুর রহমান খোকন,উদীচী শিল্পিগোষ্ঠির অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক,১৯ সংগঠনের রাজ্য জ্যোতি,জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সদস্য সচিব হেলাল আহমেদ,প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সদস্য সচিব আব্দুল মুমিন বাবু প্রমুখ ।