রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

শীতের আগেই ত্বক ঠোঁটের যত্নে আন্না’র পরামর্শ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ এএম | 60 বার পড়া হয়েছে
শীতের আগেই ত্বক ঠোঁটের যত্নে আন্না’র পরামর্শ

শীতের আগেই সব ধরনের ত্বক ও ঠোঁটের যত্নের ঘরোয়া কিছু টিপস দিয়েছেন সাবেক চিত্রনায়িকা, বিউটি এক্সপার্ট ও আন্না’স মেকওভার অ্যান্ড স্কুল অব বিউটিফিকেশন এর কর্ণধার নাহিদা আশরাফ আন্না।
শীত মানেই ঠান্ডা হাওয়া, শুষ্কতা আর নিস্তেজ ত্বক। কিন্তু একটু যত্ন নিলেই যেকোনো ধরনের ত্বক শুষ্ক, তৈলাক্ত, মিশ্র বা সংবেদনশীল হলেও থাকতে পারে কোমল ও উজ্জ্বল। চলুন জেনে নিই ঘরে বসে নেওয়া সহজ কিছু যত্নের উপায়।
১. ত্বক প্রস্তুত করুন :
#ক্লিনজিং ও স্ক্রাবিং :
ক্লিনজিং (ত্বক পরিষ্কার রাখা)। শুষ্ক ত্বকে দুধ বা ক্রিমভিত্তিক ক্লিনজার ব্যবহার করুন। ঘরোয়া বিকল্প হিসেবে কাঁচা দুধে তুলা ভিজিয়ে মুখ মুছে নিন।
#তৈলাক্ত ত্বক :
গোলাপজল বা টক দই ব্যবহার করুন। এটি তেল নিয়ন্ত্রণে সাহায্য করে।
#সংবেদনশীল ত্বক : অ্যালোভেরা জেল বা মৃদু ফেসওয়াশ বেছে নিন।
#স্ক্রাবিং (মৃত কোষ দূর করা) :
সবার জন্য ঘরোয়া স্ক্রাব: ১ চা চামচ চিনি + ১ চা চামচ মধু + সামান্য অলিভ অয়েল মিশিয়ে হালকা ম্যাসাজ করুন ৩/৪ মিনিট, তারপর ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বক হলে লেবুর রসের এক ফোঁটা দিতে পারেন; শুষ্ক ত্বক হলে কয়েক ফোঁটা নারকেল তেল দিন।
২. হাইড্রেশন :
#আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজিং টিপস :
#শুষ্ক ত্বক :
অলিভ অয়েল, নারকেল তেল বা দুধ – মধুর প্যাক ব্যবহার করুন।
#তৈলাক্ত ত্বক :
হালকা ওজনযুক্ত জেল – ক্রিম বা অ্যালোভেরা জেল দিন ও রাতে।
#মিশ্র ত্বক :
গাল ও ঠোঁটের চারপাশে ক্রিম, আর টি জোনে (নাক ও কপাল) হালকা জেল ব্যবহার করুন।
#ঘরোয়া মাস্ক :
দই ও মধু মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি সব ধরনের ত্বকেই আর্দ্রতা যোগায় ও ত্বক মসৃণ রাখে।
৩. ঠোঁটের যত্ন :
#সবার জন্য প্রাকৃতিক টিপস :
শীতকালে ত্বকের মতো ঠোঁটও শুষ্ক হয়ে যায়, তাই নিয়মিত যত্ন জরুরি।
#ঠোঁট নরম রাখার উপায় :
মধু ও চিনি স্ক্রাব: ঠোঁটে হালকা ম্যাসাজ করুন ২ মিনিট, তারপর ধুয়ে ফেলুন।
#প্রাকৃতিক লিপবাম :
মোম (beeswax), নারকেল তেল ও ভিটামিন ই তেল মিশিয়ে সংরক্ষণ করুন।
#রাতে ঘুমানোর আগে :
গ্লিসারিন বা বাদাম তেল লাগান।
#অতিরিক্ত যত্ন :
#শুষ্ক ঠোঁটে কাঁচা দুধের ক্রিম লাগিয়ে রাখলে ফাটা ঠোঁট দ্রুত সারবে।
#লেবুর রস ব্যবহার করবেন না, এটি ঠোঁট আরও শুষ্ক করে।
৪. ভেতর থেকে যত্ন :
#খাবার ও পানীয় :
দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করুন, শীতেও পানি পানের অভ্যাস রাখুন।
#ভিটামিন এ, সি, ও ই সমৃদ্ধ ফলমূল ও সবজি খান। গাজর, বিট, টমেটো, কমলালেবু, আপেল।
বাদাম, ফ্ল্যাক্সসিড ও মাছের মতো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার ত্বককে ভিতর থেকে ময়েশ্চারাইজ করে।
৫. ঘরের পরিবেশ ও অভ্যাস :
#রুমে হিউমিডিফায়ার ব্যবহার করলে বাতাসে আর্দ্রতা বজায় থাকে। তবে সরাসরি হিটারের সামনে বসবেন না।
#ডিম কুসুম গরম পানিতে গোসল করুন, অতিরিক্ত গরম পানি ত্বককে শুষ্ক করে দেয়।
৬. অতিরিক্ত যত্নের টিপস :
#বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন। কারণ, শীতে সূর্যের রশ্মিও ত্বক পোড়াতে পারে।
#সুগন্ধিযুক্ত সাবান বা হার্ড কেমিক্যাল এড়িয়ে চলুন।
#রাতে ঘুমানোর আগে মুখ ও ঠোঁট পরিষ্কার করে ময়েশ্চারাইজ করুন।
শেষ কথা :
#ত্বক যেকোনো ধরনের হোক না কেনো নিয়মিত যত্ন, সঠিক খাবার, আর প্রাকৃতিক উপাদানের ব্যবহারে শীতে ত্বক ও ঠোঁট দুটোই থাকবে উজ্জ্বল, নরম ও প্রাণবন্ত।

আমার কাছে সরাসরি সেবা নিতে চলে আসতে পারেন –
#আন্না’স মেকওভার এন্ড স্কুল অফ বিউটিফিকেশন :
বাড়ি নং : ৩৭৫/১ (২য় তলা) ডি.আই.টি.রোড, পশ্চিম রামপুরা, ঢাকা – ১২১৯

মডেল : লাজিনা

মো : রাজিকুল ইসলাম, ​সিংড়া (নাটোর) প্রতিনিধি

সিংড়ায় প্রফেসর সাইদুর রহমানের পক্ষে জামায়াতের উঠান বৈঠক

মো : রাজিকুল ইসলাম, ​সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৮ এএম
সিংড়ায় প্রফেসর সাইদুর রহমানের পক্ষে জামায়াতের উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিংড়া উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

​১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়ন ৮নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান। ইউনিয়ন জামায়াতের আমীর হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শহিদুল ইসলামের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
​অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আফছার আলী, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, উপজেলা সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​সভায় বক্তারা আগামী নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলা করে ন্যায় এবং ইনসাফ এর প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মধ্য দিয়ে দুর্নীতি চান্দাবাজ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও এলাকার বিভিন্ন সমস্যা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী প্রফেসর সাইদুর রহমানের পক্ষে সাধারণ মানুষের কাছে সমর্থন ও দোয়া কামনা করেন।

প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া

হ্নীলা নৌবাহিনীর অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৫ এএম
হ্নীলা নৌবাহিনীর অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টেকনাফের হ্নীলায় নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে হ্নীলা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উলুচামারি কোনাপাড়া এলাকার শির্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজানের বাড়ীতে এ অভিযান চালানো হয়।
মিজান ওরফে লম্বা মিজানের বসতবাড়িতে বিপুল অস্ত্র মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কনটিনজেন্ট টেকনাফ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
১টি বিদেশি ও ২টি দেশি পিস্তল, ১টি একনলা বন্দুক,১০ টি গ্রেনেড,গোলাবারুদসহ দেশী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ময়মনসিং জেলা প্রতিনিধি মোঃ আবুল কালাম

মুক্তাগাছায় জনতার মুখোমুখি এডভোকেট মতিউর রহমান আকন্দ

ময়মনসিং জেলা প্রতিনিধি মোঃ আবুল কালাম প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৩ এএম
মুক্তাগাছায় জনতার মুখোমুখি এডভোকেট মতিউর রহমান আকন্দ

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে মুক্তাগাছা পৌর শহরের লক্ষীখোলা এলাকায় জনতার মুখোমুখি হন। নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ঘিরে তাদের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

স্থানীয় বাসিন্দারা মৌখিকভাবে উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, দুর্নীতি, জাতীয় রাজনৈতিক সংকট এবং মুক্তাগাছার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো নিয়ে প্রশ্ন করেন। প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে শোনার পর তিনি তার পরিকল্পনা, প্রতিশ্রুতি ও বাস্তব সমস্যাগুলোর সমাধানে সম্ভাব্য কৌশল তুলে ধরেন।

এড. মতিউর রহমান আকন্দ বলেন—
“মুক্তাগাছার উন্নয়ন থেমে থাকবে না। দীর্ঘদিন ধরে যেসব সমস্যা অবহেলিত আছে, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে সমাধান করতে চাই। জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ই পরিবর্তনের পথ দেখায়।”

মাদক ও দুর্নীতি বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন—
“মাদক একটি পরিবারই নয়, পুরো সমাজকে ধ্বংস করে। এজন্য পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করাই আমার অবস্থান।”

শিক্ষা ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন—
“যুব সমাজকে দক্ষ করে তোলা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মুক্তাগাছায় কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।”

জনতার সঙ্গে এ ধরনের উন্মুক্ত মতবিনিময় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশাকে সামনে রেখে নেতার এভাবে সরাসরি কথা বলা রাজনৈতিক আস্থাকে আরও দৃঢ় করবে।