আপনাদের ভাবনা ভুল: যারা ভাবছেন প-লা-ত-ক হাসিনার মৃ-ত্যু-দ-ন্ডে-র রায় গুরুত্বপূর্ণ না
যারা ভাবছেন প-লা-ত-ক হাসিনার মৃ-ত্যু-দ-ন্ডে-র রায় গুরুত্বপূর্ণ না, কারণ সে ভাতারের (ভারতের) কোলে বসে আছে।
আপনাদের ভাবনা ভুল!
এই রায় এর বিশেষ তাৎপর্য রয়েছে-
শেখ হাসিনা এখন আন্তর্জাতিক ভাবে মৃ-ত্যু-দ-ন্ডে-র আসামী..ভারতও ইচ্ছে মতো মুভমেন্ট করতে পারবে না তাকে নিয়ে..অল্প কিছুদিনের মধ্যেই কথার সুর পাল্টে যাবে। দেখতে পাবেন, অপেক্ষা করুন।
শেখ হাসিনা এই রায়ের বিপক্ষে আপিল করতে পারবে না..আর্ন্তজাতিক অ-প-রা-ধ ট্রাই-বুনালের রায়ের বিপক্ষে আপিল করতে হলে আ-সামীকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে গ্রেফতার হয়ে আত্মসমর্পণ করতে হবে..সময়সীমা ৩০ দিন..এরপর আপিল করার সুযোগ শে-ষ হয়ে যাবে..
শেখ হাসিনাকে দেশে আনা সম্ভব হলে অথবা সে নিজ ইচ্ছায় দেশে আসলেই রাতারাতি ফাঁ-সি কা-র্য-ক-র করতে আইনি কোনো বাঁধা থাকবে না..শেখ মুজিব হ-ত্যা মা-ম-লা-র সা-জা-প্রাপ্ত আসামী কলকাতা ফেরত ক্যাপ্টেন মাজেদকে যেভাবে রাতারাতি ফাঁ-সি কা-র্য-ক-র করেছিলো ২০২০ সালে ঠিক তেমনটাই হবে হাসিরান ক্ষেত্রেও!
এই রায় এর মধ্য দিয়ে অফিসিয়ালি শেখ হাসিনা এবং আওয়ামিলীগের পায়ের তলার মাটি সরে গেলো।













