সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

জীবন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:৫৫ এএম | 74 বার পড়া হয়েছে
জীবন

জীবন হলো শুক্লপক্ষ। আলো আঁধারে ছায়াপথ।
আলোর সামন্তরালেই অন্ধকারে সূচনা। অথবা জীবন
একটি পূর্ণাঙ্গ পুস্তক। এক একটি পরিচ্ছেদে এক
একটি গল্পের অবতারণা । হাসির গভীরেই কান্নার গোঙ্গানির শব্দ,
কখনো বিদ্যুৎ, কখনো শান্ত জলের ধারা।
জীবনের পথে চলতে চলতেই মানুষের
অভিজ্ঞতার, জ্ঞানের পরিপক্কতার সমন্বয়েই একজন
মানুষ জ্ঞানী হয়ে উঠেন। যে শিশু সবেমাত্র চলতি পথে
পা বাড়িয়েছে। আরেকজন বয়সী মানুষ বহু পথ
অতিক্রম করে বাস্তব জ্ঞানে নিজেকে জ্ঞানী করেছেন।
তাকে সমকক্ষ করে দেখা কেবল মাত্র নির্বোধরাই
করে। শিক্ষার জ্ঞানের চাইতে বাস্তবতার জ্ঞান সবচেয়ে
পরিপূর্ণ, পরিপক্ক এবং কার্যকর। জীবন, রাষ্ট্র, সমাজ কোথাও
তার বিকল্প নাই। যেকোনো পরিস্থিতি থেকে উত্তোরণ
পরিত্রাণে আমাদের বুদ্ধি, বিবেচনা, বিচক্ষণতা এবং
জ্ঞানের আলোকে তা মোকাবেলার প্রয়োজন সবচেয়ে
বেশি।
বিশ্ববিদ্যালয়ের শেষ সার্টিফিকেট আপনাকে জ্ঞানী
বলেই স্বীকৃতি দিতে পারবে না। সার্টিফিকেট
আপনাকে সহযোগী বন্ধু হয়ে সহযোগিতা করবে। কিন্তু
সময়ের সাথে আপনি যে জ্ঞান অর্জন করেছেন, সেটাই
আপনার সত্যিকারের শিক্ষা। মূল্যবান সার্টিফিকেট।
জীবন হলো একটি মহাকাব্য। এক এক অধ্যায় এক
একটি নতুন নতুন গল্পের শুরু। একটির সঙ্গে
আরেকটি কোন সামঞ্জস থাকেনা।
জীবন ও আপনাকে নতুন নতুন গল্পের রচনা করে দেখাবে।
শুধু যে মন্দ হবে তা কিন্তু নয়। আবার শুধু
মঙ্গলময় হবে তাও নয়। মঙ্গল অমঙ্গল নিয়েই
আমাদের জীবন। পূর্ণতার সাথে অপূর্ণতা। নিঃসঙ্গতার
সাথে একাকীত্বতা।সফলতার সাথে ব্যর্থতার সহযোগ।
এইতো জীবন।

অন্তর জামী জানুক মনের ব্যথা

কলমে:- কামরুন তানিয়া প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬ এএম
অন্তর জামী জানুক মনের ব্যথা

মনের গহীনের শত ব্যথা অন্তর জামী জানুক,
বাহিরের চাকচিক্য মিশ্রিত মেকি হাসিটা
অবশিষ্ট থাকোক পৃথিবীর মিচে মায়ায়।
তুমি শব্দের মাঝে আজ আর নেই চাওয়ার প্রাপ্তি।
মিথ্যে কোলাহলে জমে থাকা
সব সাধ আহ্লাদের হোক মৃত্যু।
তবুও ভালো থাকোক
ভালোবাসা,তবুও ভালো থাকোক
তুমার তুমিতে বিরাজমান মিচে মায়া কান্না,মিচে ভালোবাসা।
এই আমার অভিমান নয়,নয় কোন অভিযোগ,নয় কোন অভিশাপ,
পৃথিবীর রঙ্গ লীলায় আমি বেমানান এক পরাজিত সৈনিক।
ভালোবাসা নাইবা পেলাম পৃথিবীর তরে
ওপারে যেনো পাইগো যেনো ব্যথাহীন ভালোবাসা
অন্তর জামী জানুক আমার মনের আকুলতা 💔💔

কামরুন তানিয়া

নারী নির্যাতন: গ্রামীণ বাংলাদেশে স্বাভাবিক নাকি অস্বাভাবিক?

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম
নারী নির্যাতন: গ্রামীণ বাংলাদেশে স্বাভাবিক নাকি অস্বাভাবিক?

🟦 নারী নির্যাতন—গ্রামীণ বাংলাদেশে স্বাভাবিক নাকি অস্বাভাবিক?
মানবাধিকার সংস্থার কর্মকর্তারা মনে করেন—
“এটি শুধু একটি পরিবারের সমস্যা নয়; এমন ঘটনা গ্রামীণ নারীদের নিরাপত্তা ও অধিকারকে প্রশ্নবিদ্ধ করে। স্বর্ণ চুরির মতো আর্থিক শোষণের অভিযোগও অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে।”

🟦 আইন–শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও তদন্তের ধাপ
থানা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন—
“এটি সংবেদনশীল মামলা। সাক্ষ্য–প্রমাণ সংগ্রহ, ফোন কল রেকর্ড যাচাই, স্বর্ণ চুরি তদন্ত, মেডিকেল রিপোর্ট—এসব কিছু মিলিয়েই পূর্ণাঙ্গ তদন্ত হবে। কোনো পক্ষকে ছাড় দেওয়া হবে না।”

আইনজীবীরা মনে করছেন—
নাজমার অভিযোগ সত্য হলে মামলা ধারা–নির্ভরভাবে শারীরিক নির্যাতন, চুরি, হত্যাচেষ্টা, অবৈধ আটক—সব মিলিয়ে বেশ কয়েকটি গুরুতর দণ্ডবিধির ধারা যুক্ত হতে পারে।

🔶 শেষ অংশ – মানবিক গল্প
আলমপুর গ্রামের একটি ছোট উঠানে বসে নাজমা আক্তার এখনো ঘটনাটির মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারেননি। তার কথায়—
“মারধর তো সইলাম, কিন্তু জানে মারার হুমকি শুনে মনে হয়েছে সব শেষ হয়ে যাবে…। আমি শুধু ন্যায়বিচার চাই।”

পরিবার, আইন–শৃঙ্খলা বাহিনী, মানবাধিকার সংগঠন—সবার নিজস্ব বক্তব্য আছে।
কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সত্য পুরোপুরি স্পষ্ট হবে না।

মো: রাজিবুল করিম রোমিও

ইশ 💔

মো: রাজিবুল করিম রোমিও প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:০৯ এএম
ইশ 💔

আপনারে পাইতে পাইতেই হারাইলাম—
এমনটাই হয় বোধহয়,
যারে সবচেয়ে বেশি চাই,
সেই মানুষটাকেই সময় কেমন করে যেন
আঙুল ফসকে ছাই বানাইয়া দেয়…

আপনি গেলে বুকের ভিতর
একটা পোড়া গ্রামের মতো নীরবতা নামছে,
যেখানে বাতাস বইলেই
মন কেমন করে কেঁপে উঠে—
ঠিক ৯০ দশকের পুরান ব্যথার সিনেমাখানা মতো…

কানে বাজে রেডিওর হালকা সোঁ সোঁ শব্দ,
মনের ভিতর বাজে একটাই নাম—আপনি…
যেন পুরান চিঠিতে শুকায়ে থাকা গোলাপের গন্ধ,
যারে ছুঁইলে আজও বুকের ভেতরটা
হঠাৎ কেমন করে ব্যথায় ভিজে যায়…

আপনি জানেন?
হারানো প্রেমের সুর আজও গলির মাথায়
দুপুরবেলা গরম হাওয়া দিয়া যায়,
আর সেই বাতাসেই আমি শুনি—
আপনার চলে যাওয়ার কাহিনী…

মানুষ কই? কেউ বলে ভুলে যাও,
কেউ বলে সময় সব ঠিক করে দিবে…
কিন্তু আমার ভাঙা বুকের ভেতর এখনও
আপনারই নামের ধুলো জমছে,
এখনও রাত নামলেই মনে হয়—
আপনি বুঝি ফের ডাক দেবেন…

হয়তো সেই ডাক আর কোনোদিন আসবে না,
তবুও আমার মন আপনারে কই—
একবার থাইকা যান,
আবার হারাইয়া যাইয়েন না…

কারণ কিছু প্রেম পাইতে পাইতেও শেষ হয়,
কিছু মানুষ হারাইয়াও বুকের ভিতর রইয়া যায়—
আর কিছু ব্যথা…
আজীবন ৯০ দশকের গল্প বইয়া যায়…

আপনি হারাইয়া গিয়াছেন ভালই হইছে
আপনি না হারাইলে
আমার এই দেখা হয়তো কখনো পূর্ণই হইতো না..

মো: রাজিবুল করিম রোমিও