সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

জীবন

✍️ দিলরুবা আক্তার পারভীন

জীবন হলো শুক্লপক্ষ। আলো আঁধারে ছায়াপথ।
আলোর সামন্তরালেই অন্ধকারে সূচনা। অথবা জীবন
একটি পূর্ণাঙ্গ পুস্তক। এক একটি পরিচ্ছেদে এক
একটি গল্পের অবতারণা । হাসির গভীরেই কান্নার গোঙ্গানির শব্দ,
কখনো বিদ্যুৎ, কখনো শান্ত জলের ধারা।
জীবনের পথে চলতে চলতেই মানুষের
অভিজ্ঞতার, জ্ঞানের পরিপক্কতার সমন্বয়েই একজন
মানুষ জ্ঞানী হয়ে উঠেন। যে শিশু সবেমাত্র চলতি পথে
পা বাড়িয়েছে। আরেকজন বয়সী মানুষ বহু পথ
অতিক্রম করে বাস্তব জ্ঞানে নিজেকে জ্ঞানী করেছেন।
তাকে সমকক্ষ করে দেখা কেবল মাত্র নির্বোধরাই
করে। শিক্ষার জ্ঞানের চাইতে বাস্তবতার জ্ঞান সবচেয়ে
পরিপূর্ণ, পরিপক্ক এবং কার্যকর। জীবন, রাষ্ট্র, সমাজ কোথাও
তার বিকল্প নাই। যেকোনো পরিস্থিতি থেকে উত্তোরণ
পরিত্রাণে আমাদের বুদ্ধি, বিবেচনা, বিচক্ষণতা এবং
জ্ঞানের আলোকে তা মোকাবেলার প্রয়োজন সবচেয়ে
বেশি।
বিশ্ববিদ্যালয়ের শেষ সার্টিফিকেট আপনাকে জ্ঞানী
বলেই স্বীকৃতি দিতে পারবে না। সার্টিফিকেট
আপনাকে সহযোগী বন্ধু হয়ে সহযোগিতা করবে। কিন্তু
সময়ের সাথে আপনি যে জ্ঞান অর্জন করেছেন, সেটাই
আপনার সত্যিকারের শিক্ষা। মূল্যবান সার্টিফিকেট।
জীবন হলো একটি মহাকাব্য। এক এক অধ্যায় এক
একটি নতুন নতুন গল্পের শুরু। একটির সঙ্গে
আরেকটি কোন সামঞ্জস থাকেনা।
জীবন ও আপনাকে নতুন নতুন গল্পের রচনা করে দেখাবে।
শুধু যে মন্দ হবে তা কিন্তু নয়। আবার শুধু
মঙ্গলময় হবে তাও নয়। মঙ্গল অমঙ্গল নিয়েই
আমাদের জীবন। পূর্ণতার সাথে অপূর্ণতা। নিঃসঙ্গতার
সাথে একাকীত্বতা।সফলতার সাথে ব্যর্থতার সহযোগ।
এইতো জীবন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন