সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ

সুস্থ থাকব, টিকা নেব’- শ্লোগানে ‘চট্টগ্রাম মডেল স্কুল’-এ টাইফয়েড টিকা ক্যাম্পেইন সম্পন্ন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এএম | 102 বার পড়া হয়েছে
সুস্থ থাকব, টিকা নেব’- শ্লোগানে ‘চট্টগ্রাম মডেল স্কুল’-এ টাইফয়েড টিকা ক্যাম্পেইন সম্পন্ন

“সুস্থ থাকব, টিকা নেব” — এই শ্লোগানকে সামনে রেখে ‘চট্টগ্রাম মডেল স্কুল-এ স্কুলভিত্তিক টাইফয়েড টিকা ক্যাম্পেইন–২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্যাম্পেইনটি পরিচালনা করে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) অধিদপ্তর।
চট্টগ্রাম মডেল স্কুলের ম্যানেজিং কমিটি (SMC) সম্মানিত সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজীর সভাপতিিত্বে শিশুদের মধ্যে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করেন ‘ বাংলাদেশ সাংবাদিক ক্লাবে’র সম্মানিত চেয়ারম্যান,সাংবাদিক মোঃ খলিলুর রহমান,
বিপুল উৎসব উদ্দীপনার মাধ্যমে এ কর্মসূচি সফল করতে, শিশুদের মধ্যে উৎস প্রদান করতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা বৃন্দ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সহকারী সীমা সিংহ, স্বাস্থ্য সহকারি মোঃ আবু তাহের, স্বাস্থ্য সহকারী বেবি আক্তার। চট্টগ্রাম মডেল স্কুলের পরিচালক,সহকারী প্রধান শিক্ষক মোসা. ইয়াসমিন ইসলাম, সাংবাদিক মোঃ কায়সার,সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, রুমানা পারভীন, কণিকা দাস, লাকি আক্তার, মোহাম্মদ মেহেদী হাসান ছোটন,লাকি দাস, সুপন দেবনাথ,মমিনা আক্তার প্রমুখ।
ক্যাম্পেইনে বিদ্যালয়ের প্রাক- প্রাথমিক থেকে থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী বলেন, “শিশুদের সুস্থতা নিশ্চিত করা আমাদের প্রথম দায়িত্ব। টাইফয়েড প্রতিরোধে এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবেনিয়মিতভাবে স্কুলে উপস্থিত হতে পারবে শিশুরা।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক
কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার এমন উদ্যোগ অব্যাহত থাকবে এ আশাবাদ ব্যক্ত করছি।
উল্লেখ্য যে,যারা আজ টিকা নিতে পারেনি তারা আগামী নভেম্বর মাসের রবিবার ও বুধবার ৩৮ ওয়ার্ডের কলসি দীঘির পাড়’ আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ গিয়ে টিকা নিতে পারবে।নিয়ম মতে সবাইকেই টিকা দেয়া হবে, সিটি করপোরেশনের আওতাভুক্ত যে কোন কেন্দ্রে যোগাযোগ করে টিকা নিতে পারেন,কোন সমস্যা মনে হলে স্কুলে যোগাযোগ করে নিন।

অন্তর জামী জানুক মনের ব্যথা

কলমে:- কামরুন তানিয়া প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬ এএম
অন্তর জামী জানুক মনের ব্যথা

মনের গহীনের শত ব্যথা অন্তর জামী জানুক,
বাহিরের চাকচিক্য মিশ্রিত মেকি হাসিটা
অবশিষ্ট থাকোক পৃথিবীর মিচে মায়ায়।
তুমি শব্দের মাঝে আজ আর নেই চাওয়ার প্রাপ্তি।
মিথ্যে কোলাহলে জমে থাকা
সব সাধ আহ্লাদের হোক মৃত্যু।
তবুও ভালো থাকোক
ভালোবাসা,তবুও ভালো থাকোক
তুমার তুমিতে বিরাজমান মিচে মায়া কান্না,মিচে ভালোবাসা।
এই আমার অভিমান নয়,নয় কোন অভিযোগ,নয় কোন অভিশাপ,
পৃথিবীর রঙ্গ লীলায় আমি বেমানান এক পরাজিত সৈনিক।
ভালোবাসা নাইবা পেলাম পৃথিবীর তরে
ওপারে যেনো পাইগো যেনো ব্যথাহীন ভালোবাসা
অন্তর জামী জানুক আমার মনের আকুলতা 💔💔

কামরুন তানিয়া

নারী নির্যাতন: গ্রামীণ বাংলাদেশে স্বাভাবিক নাকি অস্বাভাবিক?

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম
নারী নির্যাতন: গ্রামীণ বাংলাদেশে স্বাভাবিক নাকি অস্বাভাবিক?

🟦 নারী নির্যাতন—গ্রামীণ বাংলাদেশে স্বাভাবিক নাকি অস্বাভাবিক?
মানবাধিকার সংস্থার কর্মকর্তারা মনে করেন—
“এটি শুধু একটি পরিবারের সমস্যা নয়; এমন ঘটনা গ্রামীণ নারীদের নিরাপত্তা ও অধিকারকে প্রশ্নবিদ্ধ করে। স্বর্ণ চুরির মতো আর্থিক শোষণের অভিযোগও অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে।”

🟦 আইন–শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও তদন্তের ধাপ
থানা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন—
“এটি সংবেদনশীল মামলা। সাক্ষ্য–প্রমাণ সংগ্রহ, ফোন কল রেকর্ড যাচাই, স্বর্ণ চুরি তদন্ত, মেডিকেল রিপোর্ট—এসব কিছু মিলিয়েই পূর্ণাঙ্গ তদন্ত হবে। কোনো পক্ষকে ছাড় দেওয়া হবে না।”

আইনজীবীরা মনে করছেন—
নাজমার অভিযোগ সত্য হলে মামলা ধারা–নির্ভরভাবে শারীরিক নির্যাতন, চুরি, হত্যাচেষ্টা, অবৈধ আটক—সব মিলিয়ে বেশ কয়েকটি গুরুতর দণ্ডবিধির ধারা যুক্ত হতে পারে।

🔶 শেষ অংশ – মানবিক গল্প
আলমপুর গ্রামের একটি ছোট উঠানে বসে নাজমা আক্তার এখনো ঘটনাটির মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারেননি। তার কথায়—
“মারধর তো সইলাম, কিন্তু জানে মারার হুমকি শুনে মনে হয়েছে সব শেষ হয়ে যাবে…। আমি শুধু ন্যায়বিচার চাই।”

পরিবার, আইন–শৃঙ্খলা বাহিনী, মানবাধিকার সংগঠন—সবার নিজস্ব বক্তব্য আছে।
কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সত্য পুরোপুরি স্পষ্ট হবে না।

মো: রাজিবুল করিম রোমিও

ইশ 💔

মো: রাজিবুল করিম রোমিও প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:০৯ এএম
ইশ 💔

আপনারে পাইতে পাইতেই হারাইলাম—
এমনটাই হয় বোধহয়,
যারে সবচেয়ে বেশি চাই,
সেই মানুষটাকেই সময় কেমন করে যেন
আঙুল ফসকে ছাই বানাইয়া দেয়…

আপনি গেলে বুকের ভিতর
একটা পোড়া গ্রামের মতো নীরবতা নামছে,
যেখানে বাতাস বইলেই
মন কেমন করে কেঁপে উঠে—
ঠিক ৯০ দশকের পুরান ব্যথার সিনেমাখানা মতো…

কানে বাজে রেডিওর হালকা সোঁ সোঁ শব্দ,
মনের ভিতর বাজে একটাই নাম—আপনি…
যেন পুরান চিঠিতে শুকায়ে থাকা গোলাপের গন্ধ,
যারে ছুঁইলে আজও বুকের ভেতরটা
হঠাৎ কেমন করে ব্যথায় ভিজে যায়…

আপনি জানেন?
হারানো প্রেমের সুর আজও গলির মাথায়
দুপুরবেলা গরম হাওয়া দিয়া যায়,
আর সেই বাতাসেই আমি শুনি—
আপনার চলে যাওয়ার কাহিনী…

মানুষ কই? কেউ বলে ভুলে যাও,
কেউ বলে সময় সব ঠিক করে দিবে…
কিন্তু আমার ভাঙা বুকের ভেতর এখনও
আপনারই নামের ধুলো জমছে,
এখনও রাত নামলেই মনে হয়—
আপনি বুঝি ফের ডাক দেবেন…

হয়তো সেই ডাক আর কোনোদিন আসবে না,
তবুও আমার মন আপনারে কই—
একবার থাইকা যান,
আবার হারাইয়া যাইয়েন না…

কারণ কিছু প্রেম পাইতে পাইতেও শেষ হয়,
কিছু মানুষ হারাইয়াও বুকের ভিতর রইয়া যায়—
আর কিছু ব্যথা…
আজীবন ৯০ দশকের গল্প বইয়া যায়…

আপনি হারাইয়া গিয়াছেন ভালই হইছে
আপনি না হারাইলে
আমার এই দেখা হয়তো কখনো পূর্ণই হইতো না..

মো: রাজিবুল করিম রোমিও