শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

আবু সাঈদ বাঘা (রাজশাহী) প্রতিনিধি

বাঘাতে শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

আবু সাঈদ বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৫:০৮ পিএম | 53 বার পড়া হয়েছে
বাঘাতে শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

রাজশাহীর বাঘাতে দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সারে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে “বাঘা উপজেলা শিক্ষা পরিবার”-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ব্যানার হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা বেতন-ভাতা বৈষম্যের শিকার হয়ে আসছেন। সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা নিয়মিতভাবে সুযোগ-সুবিধা পেলেও, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এখনও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছেন শিক্ষকরা, অথচ তারাই সবচেয়ে অবহেলিত শ্রেণি। শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নত না হলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। বক্তারা ২০% বাড়িভাতা, মাসিক ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া তারা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের প্রতি প্রশাসনিক হয়রানি ও ভীতিপ্রদর্শনের নিন্দা জানান। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলনে নেমেছেন কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের জন্য। এ আন্দোলনকে দমন না করে বরং সরকারের উচিত তাদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়া।

ভালবাসার গভীরতা

রুবিনা শেখ, সম্পাদক, উজ্জ্বল বাংলাদেশ আইপি টিভি প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:১৪ পিএম
ভালবাসার গভীরতা

পাওয়ার ভালোবাসা
না পাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা,
যা পেলে মিশে যায় অভ্যেসে,
আর যা হারায়, তা রয়ে যায় স্মৃতির মন্দিরে
অমলিন কোনো উপাসনায়।
যাকে পাইনি, তাকেই চাই আরও একবার,
কারণ হারিয়ে যাওয়াই তো চিরস্থায়ী হয়,
যা ছুঁই তা মুছে যায় সময়ের ধুলায়, আর যা পাইনি, তা বেঁচে থাকে হৃদয়ের ছায়ায়।
না-পাওয়া ভালোবাসা সবচেয়ে নির্মল,তার কোনো হিসাব নেই, নেই দাবিও, শুধু আছে এক অনন্ত কামনা যদি আর একবার…” এই নিঃশব্দ আকুলতা।
যা হারিয়েছি, তাইতো সবচেয়ে প্রিয়, যা পাইনি, তাইতো সবচেয়ে আপন, ভালোবাসা আসলে প্রাপ্তির নয়, ভালোবাসা তো এক অনন্ত অপ্রাপ্তির আর্তনাদ।

 

তাড়াশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৫৭ পিএম
তাড়াশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কালীবাড়ি, ঝুরঝুরি ও কৃষ্ণনাদিঘী বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সলংগা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সোহন সহ তাড়াশ উপজেলা ও মাধাইনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

 

তাড়াশ উপজেলার ভিবিন্ন ইউনিয়ন ও বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৪৭ পিএম
তাড়াশ উপজেলার ভিবিন্ন ইউনিয়ন ও বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

 

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সলংগা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সোহন সহ তাড়াশ উপজেলা ও মাধাইনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।