শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ

ময়মনসিংহ বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫১.৫৪ শতাংশ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩:১৪ পিএম | 48 বার পড়া হয়েছে
ময়মনসিংহ বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫১.৫৪ শতাংশ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৫৪ শতাংশ। এতে মোট পাশ করেছে ৩৯ হাজার ৯৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১৬ হাজার ৬৭৬ জন এবং মেয়ে ২২ হাজার ৪২০ জন। ফলে এবারও পাশের হারে এগিয়ে মেয়েরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর২০২৫) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ বোর্ড মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, এবারের পরীক্ষায় বোর্ডের অধীনে মোট ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী—ছেলে ১ হাজার ১১৭ জন এবং মেয়ে ১ হাজার ৫৬৭ জন।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান শাখায় পাশের হার সর্বোচ্চ ৭৬ দশমিক ৯০ শতাংশ। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ফলাফল তুলনামূলকভাবে দুর্বল। মানবিকে পাশের হার ৪৫ দশমিক ৬৪ এবং ব্যবসায় শিক্ষায় ৪১ দশমিক ১২ শতাংশ।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বোর্ডের অধীনে এবার মাত্র ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ঈশ্বরগঞ্জের চরজিথর হাই স্কুল অ্যান্ড কলেজ এবং নেত্রকোণার খালিয়াজুরির আব্দুল জব্বার রাবেয়া খাতুন হাই স্কুল অ্যান্ড কলেজ।

অন্যদিকে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি। এর মধ্যে ময়মনসিংহ জেলার ৭টি, জামালপুরের ২টি, নেত্রকোণার ৪টি এবং শেরপুর জেলার ২টি প্রতিষ্ঠান রয়েছে।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল্লাহ বলেন, “ফলাফল আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার মানোন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

এ সময় বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ভালবাসার গভীরতা

রুবিনা শেখ, সম্পাদক, উজ্জ্বল বাংলাদেশ আইপি টিভি প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:১৪ পিএম
ভালবাসার গভীরতা

পাওয়ার ভালোবাসা
না পাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা,
যা পেলে মিশে যায় অভ্যেসে,
আর যা হারায়, তা রয়ে যায় স্মৃতির মন্দিরে
অমলিন কোনো উপাসনায়।
যাকে পাইনি, তাকেই চাই আরও একবার,
কারণ হারিয়ে যাওয়াই তো চিরস্থায়ী হয়,
যা ছুঁই তা মুছে যায় সময়ের ধুলায়, আর যা পাইনি, তা বেঁচে থাকে হৃদয়ের ছায়ায়।
না-পাওয়া ভালোবাসা সবচেয়ে নির্মল,তার কোনো হিসাব নেই, নেই দাবিও, শুধু আছে এক অনন্ত কামনা যদি আর একবার…” এই নিঃশব্দ আকুলতা।
যা হারিয়েছি, তাইতো সবচেয়ে প্রিয়, যা পাইনি, তাইতো সবচেয়ে আপন, ভালোবাসা আসলে প্রাপ্তির নয়, ভালোবাসা তো এক অনন্ত অপ্রাপ্তির আর্তনাদ।

 

তাড়াশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৫৭ পিএম
তাড়াশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কালীবাড়ি, ঝুরঝুরি ও কৃষ্ণনাদিঘী বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সলংগা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সোহন সহ তাড়াশ উপজেলা ও মাধাইনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

 

তাড়াশ উপজেলার ভিবিন্ন ইউনিয়ন ও বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৪৭ পিএম
তাড়াশ উপজেলার ভিবিন্ন ইউনিয়ন ও বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

 

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সলংগা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সোহন সহ তাড়াশ উপজেলা ও মাধাইনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।