শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কোরআনের আইন বাস্তবায়ন অপরিহার্য

✍️ মুফতি মাওলানা শামীম আহমেদ সাংবাদিক, ইসলামিক কলামিস্ট, আলোচক — বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:৩৯ পিএম | 50 বার পড়া হয়েছে
ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কোরআনের আইন বাস্তবায়ন অপরিহার্য

 

আল্লাহ তাআলা মানবজাতিকে পৃথিবীতে প্রেরণ করেছেন ন্যায়, সত্য ও শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে।
কিন্তু মানুষ যখন নিজের মনগড়া আইন ও স্বার্থনির্ভর বিচারব্যবস্থায় আবদ্ধ হয়, তখন সমাজে অশান্তি, অন্যায় ও অবিচার ছড়িয়ে পড়ে।
অতএব, প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন বাস্তবায়নই একমাত্র সমাধান।

إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ
“নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার ও উত্তম আচরণের আদেশ দেন।”
— সূরা আন-নাহল (১৬:৯০)

📖 এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে, ন্যায় প্রতিষ্ঠা আল্লাহর আদেশ।
যেখানে কোরআনের বিধান চলবে, সেখানেই প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠিত হবে।

মানুষের তৈরি আইন যুগে যুগে পরিবর্তিত হয়, স্বার্থে কলঙ্কিত হয়।
কিন্তু কোরআনের আইন চিরন্তন, নিরপেক্ষ ও আল্লাহপ্রদত্ত।
এ আইনেই দুর্বল-শক্তিশালী, ধনী-গরিব, শাসক-প্রজা— সকলের জন্য সমান বিচার নিশ্চিত হয়।

রাসূলুল্লাহ ﷺ যখন বিচার করতেন, তখন তিনি আত্মীয়, প্রভাবশালী বা ধনীর প্রতি কোনো পক্ষপাত দেখাতেন না।
তিনি বলেছেন —

“তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে এজন্য যে, তারা উচ্চপদস্থদের অপরাধে ছাড় দিত এবং দুর্বলদের শাস্তি দিত।”
— সহিহ বুখারী

📖 এই হাদীস প্রমাণ করে যে, প্রকৃত ন্যায়বিচার কখনো পক্ষপাত গ্রহণ করে না।

যেখানে ন্যায় আছে, সেখানে শান্তি থাকে।
যেখানে অন্যায়, সেখানে অরাজকতা।
তাই কোরআনের আইনের বাস্তবায়নই পারে অন্যায়-অবিচার, দুর্নীতি ও অবিশ্বাসের অন্ধকার দূর করতে।

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা শুধুমাত্র বিচারকের দায়িত্ব নয়, বরং প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।
আমরা যদি সমাজ, রাষ্ট্র ও ব্যক্তিজীবনে কোরআনের আদেশকে বাস্তবায়ন করি,
তাহলেই প্রতিষ্ঠিত হবে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ, যেমনটি আল্লাহ তাআলা আমাদের জন্য চেয়েছেন।

ভালবাসার গভীরতা

রুবিনা শেখ, সম্পাদক, উজ্জ্বল বাংলাদেশ আইপি টিভি প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:১৪ পিএম
ভালবাসার গভীরতা

পাওয়ার ভালোবাসা
না পাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা,
যা পেলে মিশে যায় অভ্যেসে,
আর যা হারায়, তা রয়ে যায় স্মৃতির মন্দিরে
অমলিন কোনো উপাসনায়।
যাকে পাইনি, তাকেই চাই আরও একবার,
কারণ হারিয়ে যাওয়াই তো চিরস্থায়ী হয়,
যা ছুঁই তা মুছে যায় সময়ের ধুলায়, আর যা পাইনি, তা বেঁচে থাকে হৃদয়ের ছায়ায়।
না-পাওয়া ভালোবাসা সবচেয়ে নির্মল,তার কোনো হিসাব নেই, নেই দাবিও, শুধু আছে এক অনন্ত কামনা যদি আর একবার…” এই নিঃশব্দ আকুলতা।
যা হারিয়েছি, তাইতো সবচেয়ে প্রিয়, যা পাইনি, তাইতো সবচেয়ে আপন, ভালোবাসা আসলে প্রাপ্তির নয়, ভালোবাসা তো এক অনন্ত অপ্রাপ্তির আর্তনাদ।

 

তাড়াশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৫৭ পিএম
তাড়াশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কালীবাড়ি, ঝুরঝুরি ও কৃষ্ণনাদিঘী বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সলংগা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সোহন সহ তাড়াশ উপজেলা ও মাধাইনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

 

তাড়াশ উপজেলার ভিবিন্ন ইউনিয়ন ও বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৪৭ পিএম
তাড়াশ উপজেলার ভিবিন্ন ইউনিয়ন ও বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

 

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সলংগা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সোহন সহ তাড়াশ উপজেলা ও মাধাইনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।