শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

বাঘাতে শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

আবু সাঈদ বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘাতে দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সারে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে “বাঘা উপজেলা শিক্ষা পরিবার”-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ব্যানার হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা বেতন-ভাতা বৈষম্যের শিকার হয়ে আসছেন। সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা নিয়মিতভাবে সুযোগ-সুবিধা পেলেও, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এখনও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছেন শিক্ষকরা, অথচ তারাই সবচেয়ে অবহেলিত শ্রেণি। শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নত না হলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। বক্তারা ২০% বাড়িভাতা, মাসিক ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া তারা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের প্রতি প্রশাসনিক হয়রানি ও ভীতিপ্রদর্শনের নিন্দা জানান। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলনে নেমেছেন কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের জন্য। এ আন্দোলনকে দমন না করে বরং সরকারের উচিত তাদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়া।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন