বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সালমান-আনিসুলসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:৪০ এএম | 41 বার পড়া হয়েছে
সালমান-আনিসুলসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রিজন ভ্যানে করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি। এছাড়াও সাবেক ১০ জন মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-এলাহী চৌধুরী ছাড়াও সচিব ও সাবেক সংসদ সদস্যসহ মোট ৪৫ জন।

জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ এ এই সাত মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এসব মামলায় তাদের বিরুদ্ধে বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও সময় আবেদন করতে পারে প্রসিকিউশন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনভর এ মামলার শুনানিতে দালিলিক প্রমাণ, ‘প্লেস অব অকরেন্স’, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরা হয়। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ উপস্থাপন করছে। এছাড়াও বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

উখিয়া-টেকনাফ শিক্ষার্থীদের স্বপ্নময় যাত্রার জন্য নতুন বাসের দাবী

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৫৪ পিএম
উখিয়া-টেকনাফ শিক্ষার্থীদের স্বপ্নময় যাত্রার জন্য নতুন বাসের দাবী

 

কামাল উদ্দিন জয়
প্রতিনিধি, কক্সবাজার জেলা

উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকার শিক্ষার্থীরা কক্সবাজার সিটি কলেজে ক্লাসে অংশগ্রহণে বড় সমস্যার মুখোমুখি। কলেজে আগে উখিয়া-টেকনাফ রোডের জন্য বরাদ্দকৃত বাসটি বর্তমানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী পর্যন্ত চলাচল করছে, ফলে সীমান্ত এলাকার শিক্ষার্থীরা নিরাপদ ও সুবিধাজনকভাবে কলেজে পৌঁছাতে পারছে না।

শিক্ষার্থীরা জানিয়েছেন, উখিয়া-টেকনাফের শিক্ষার্থীদের কলেজে আসতে অন্যান্য শিক্ষার্থীর তুলনায় অনেক বেশি ঝামেলা ও বাধা রয়েছে। একদিকে তাদের মৌলিক শিক্ষার অধিকার সীমিত হচ্ছে, অন্যদিকে কলেজে ১০০% উপস্থিতি নিশ্চিত করতে বাধ্য করা হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য চাপ সৃষ্টি করছে।

সমস্যার সমাধান হিসেবে শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের কাছে নতুন বাস বরাদ্দের জন্য স্মারকলিপি দিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, দ্রুত ব্যবস্থা নিলে সীমান্ত এলাকার শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে যোগ দিতে পারবে এবং শিক্ষাজীবন স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবে।

স্থানীয় অভিভাবক ও সমাজকর্মীরা এই দাবিকে সমর্থন করে বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করা শিক্ষার মৌলিক অধিকার রক্ষার অংশ। কলেজ প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয়।”

উখিয়া-টেকনাফের শিক্ষার্থীদের জন্য বাস সুবিধা চালু হলে শত শত শিক্ষার্থী সুবিধাজনক ও নিরাপদভাবে কলেজে পৌঁছাতে পারবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর জেলা ইউনিট গঠন ভাইস চেয়ারম্যান খোকন, সেক্রেটারি টুকুন

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৫০ পিএম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর জেলা ইউনিট গঠন ভাইস চেয়ারম্যান খোকন, সেক্রেটারি টুকুন

মালিকুজ্জামান কাকাঃ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর জেলা ইউনিটের তিন বছর মেয়াদী (২০২৫-২০২৮) নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ১৪ অক্টবর জেলা ইউনিটের কার্যালয়ে ত্রিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কমিটির সাত সদস্য নির্বাচন করা হয়। গভীর রাতে কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির নেতারা হলেন-ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন ও সেক্রেটারি জাহিদ হাসান টুকুন।
এছাড়া নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. ইসহক, চিন্ময় সাহা, গোলাম রেজা দুলু, মুনির আহম্মদ সিদ্দিকী ও রাশেদ খান।
‘আর ওরা যশোর গড়তে ঐক্যবদ্ধ
মানুষের জন্য সমাজ উদ্যোক্তা শুদ্ধ।’
ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটির মানব সেবা মূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব যশোর ইউনিটের সেবামূলক কাজকে আরও গতিশীল করবে। তিনি দুর্যোগ মোকাবিলা, রক্তদান কর্মসূচি ও প্রাথমিক চিকিৎসাসহ সকল মানবিক কাজে জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
ত্রিবার্ষিক সাধারণ সভায় নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আনিসুজ্জামান পিন্টু, দীপক কুমার রায় আর শাহরিয়ার বিশ্বাস সোহাগ।

“গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ কারখানা ধ্বংস, মালিককে ১০ হাজার টাকা জরিমানা”

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৪৫ পিএম
“গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ কারখানা ধ্বংস, মালিককে ১০ হাজার টাকা জরিমানা”

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ উৎপাদনকারী একটি কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে গৌরীপুর পৌর শহরের মাস্টারপাড়া মহল্লায় ফার্মাকেয়ার নামে ওই কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানে চার লাখ টাকার বিপুল পরিমাণ নকল ঔষধ, উৎপাদন সরঞ্জাম, লেবেল ও প্লাস্টিক বোতল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। তিনি কারখানার মালিক মোজাব্বির হোসেন খানকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত সকল মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, ফার্মাকেয়ার নামের এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ভেটেরিনারি জাতীয় নকল ঔষধ তৈরি ও বাজারজাত করে খামারিদের সঙ্গে প্রতারণা করছিল। এতে গরু ও ছাগল অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সিহাব উদ্দিন জানান, একটি ষাঁড়ের মৃত্যুর পর তদন্তে সন্দেহ হয়। পরে অনুসন্ধানে জানা যায়, সলিড ফার্মাকেয়ার নামে যে কোম্পানির নাম লেবেলে লেখা, সেটি আসলে গৌরীপুরেই অবৈধভাবে উৎপাদন হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন গৌরীপুর সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার খাদ্য পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম ও গৌরীপুর থানা পুলিশের একটি দল।

সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা বলেন, “সলিড ফার্মাকেয়ার ভেটেরিনারি ঔষধ উৎপাদনের কোনো অনুমতি না থাকা সত্ত্বেও নকল ঔষধ তৈরি ও বাজারজাত করছিল। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও মালামাল ধ্বংস করা হয়েছে।”