বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

চাকসু ভোটে হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:২৮ এএম | 32 বার পড়া হয়েছে
চাকসু ভোটে হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এক প্রতিক্রিয়ায় তিনি ঢাকা পোস্টকে এ মন্তব্য করেন। এ ইস্যুতে তারা নির্বাচন কমিশনে অভিযোগ দিচ্ছেন বলে জানান তিনি।

আবদুল্লাহ আল নোমান বলেন, কথা ছিল শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কালি মুছে যাচ্ছে। এই ইস্যুতে আমরা একটু পর অভিযোগ দিচ্ছি।

ইমরান রায়হান নামে এক শিক্ষার্থী জানান, কেউ ঘুণাক্ষরেও বলতে পারবেন আমি ভোট দিয়েছি? অথচ আমি মাত্রই ভোট দিয়ে এলাম। একটু ঘষা দিয়েই কালি তুলে ফেলা যাচ্ছে।

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর জেলা ইউনিট গঠন ভাইস চেয়ারম্যান খোকন, সেক্রেটারি টুকুন

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৫০ পিএম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর জেলা ইউনিট গঠন ভাইস চেয়ারম্যান খোকন, সেক্রেটারি টুকুন

মালিকুজ্জামান কাকাঃ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর জেলা ইউনিটের তিন বছর মেয়াদী (২০২৫-২০২৮) নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ১৪ অক্টবর জেলা ইউনিটের কার্যালয়ে ত্রিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কমিটির সাত সদস্য নির্বাচন করা হয়। গভীর রাতে কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির নেতারা হলেন-ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন ও সেক্রেটারি জাহিদ হাসান টুকুন।
এছাড়া নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. ইসহক, চিন্ময় সাহা, গোলাম রেজা দুলু, মুনির আহম্মদ সিদ্দিকী ও রাশেদ খান।
‘আর ওরা যশোর গড়তে ঐক্যবদ্ধ
মানুষের জন্য সমাজ উদ্যোক্তা শুদ্ধ।’
ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটির মানব সেবা মূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব যশোর ইউনিটের সেবামূলক কাজকে আরও গতিশীল করবে। তিনি দুর্যোগ মোকাবিলা, রক্তদান কর্মসূচি ও প্রাথমিক চিকিৎসাসহ সকল মানবিক কাজে জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
ত্রিবার্ষিক সাধারণ সভায় নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আনিসুজ্জামান পিন্টু, দীপক কুমার রায় আর শাহরিয়ার বিশ্বাস সোহাগ।

“গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ কারখানা ধ্বংস, মালিককে ১০ হাজার টাকা জরিমানা”

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৪৫ পিএম
“গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ কারখানা ধ্বংস, মালিককে ১০ হাজার টাকা জরিমানা”

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ উৎপাদনকারী একটি কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে গৌরীপুর পৌর শহরের মাস্টারপাড়া মহল্লায় ফার্মাকেয়ার নামে ওই কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানে চার লাখ টাকার বিপুল পরিমাণ নকল ঔষধ, উৎপাদন সরঞ্জাম, লেবেল ও প্লাস্টিক বোতল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। তিনি কারখানার মালিক মোজাব্বির হোসেন খানকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত সকল মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, ফার্মাকেয়ার নামের এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ভেটেরিনারি জাতীয় নকল ঔষধ তৈরি ও বাজারজাত করে খামারিদের সঙ্গে প্রতারণা করছিল। এতে গরু ও ছাগল অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সিহাব উদ্দিন জানান, একটি ষাঁড়ের মৃত্যুর পর তদন্তে সন্দেহ হয়। পরে অনুসন্ধানে জানা যায়, সলিড ফার্মাকেয়ার নামে যে কোম্পানির নাম লেবেলে লেখা, সেটি আসলে গৌরীপুরেই অবৈধভাবে উৎপাদন হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন গৌরীপুর সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার খাদ্য পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম ও গৌরীপুর থানা পুলিশের একটি দল।

সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা বলেন, “সলিড ফার্মাকেয়ার ভেটেরিনারি ঔষধ উৎপাদনের কোনো অনুমতি না থাকা সত্ত্বেও নকল ঔষধ তৈরি ও বাজারজাত করছিল। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও মালামাল ধ্বংস করা হয়েছে।”

রাজাপুর সেলিম রেজার পক্ষে ৩১ দফা দিনব্যাপী লিফলেট বিতরণ!!

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৪১ পিএম
রাজাপুর সেলিম রেজার পক্ষে ৩১ দফা দিনব্যাপী লিফলেট বিতরণ!!
  • ফাতিমা আক্তার মিম
  • ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা হাবিবুর রহমান সেলিম রেজা সভাপতি নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি যুক্তরাষ্ট্রে, পক্ষে লিফলেট বিতরণ করেন।
    রাজাপুর উপজেলা ছাত্রদল নেতা মোঃ মুসা হাওলাদার নিপু,শুক্তাগড় ইউনিয়ন বি এন পি নেতা রফিকুল ইসলাম রফিক,শুক্তাগড় ইউনিয়ন যুবদল নেতা জামাল ফকির,মোঃ সিদ্দিক,শ্রমিক দল নেতা মোঃ মোকাম্বেল হাওলাদার,সজিব হোসেন। বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় দলীয় নেতাকর্মীরা ৩১ দফা লিফলেট বিতরণ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরেন।
    এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    সেলিম রেজা মুঠোফোনে
    বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি। বিএনপির ৩১ দফা হলো জনগণের মুক্তির রূপরেখা।
    স্থানীয় নেতারা জানান, তাঁর নেতৃত্বে ৩১ দফা কার্যক্রমে তৃণমূল পর্যায়ে দলের প্রতি জনগণের আগ্রহ আরও বেড়েছে।