বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:১৬ এএম | 47 বার পড়া হয়েছে
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়সলমে যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাজ্যের জয়সলম থেকে জোধপুরগামী বাসে অগ্নিকাণ্ডে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
পুলিশ বলেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সলম থেকে যাত্রা শুরু করে। পরে জয়সলম-জোধপুর মহাসড়কে পৌঁছালে বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
চালক সঙ্গে বাসটি থামিয়ে রাস্তার পাশে নেন। কিন্তু মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে আসার সুযোগ না পাওয়ায় পুড়ে মারা গেছেন।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত যাত্রীদের উদ্ধারের পর জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক তদন্তে বাসে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জয়সলমের জেলা প্রশাসন বলছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে।
জেলা কালেক্টর প্রতাপ সিংহ আহতদের দ্রুত চিকিৎসা এবং সহায়তার জন্য হেল্পলাইন নম্বর চালুর নির্দেশ দিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় রাজ্যপাল হরিভাউ বাগাড়ে, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত, বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেছেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, জয়সলমে বাসে আগুন লাগার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করছি। আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর জেলা ইউনিট গঠন ভাইস চেয়ারম্যান খোকন, সেক্রেটারি টুকুন

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৫০ পিএম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর জেলা ইউনিট গঠন ভাইস চেয়ারম্যান খোকন, সেক্রেটারি টুকুন

মালিকুজ্জামান কাকাঃ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর জেলা ইউনিটের তিন বছর মেয়াদী (২০২৫-২০২৮) নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ১৪ অক্টবর জেলা ইউনিটের কার্যালয়ে ত্রিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কমিটির সাত সদস্য নির্বাচন করা হয়। গভীর রাতে কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির নেতারা হলেন-ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন ও সেক্রেটারি জাহিদ হাসান টুকুন।
এছাড়া নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. ইসহক, চিন্ময় সাহা, গোলাম রেজা দুলু, মুনির আহম্মদ সিদ্দিকী ও রাশেদ খান।
‘আর ওরা যশোর গড়তে ঐক্যবদ্ধ
মানুষের জন্য সমাজ উদ্যোক্তা শুদ্ধ।’
ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটির মানব সেবা মূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব যশোর ইউনিটের সেবামূলক কাজকে আরও গতিশীল করবে। তিনি দুর্যোগ মোকাবিলা, রক্তদান কর্মসূচি ও প্রাথমিক চিকিৎসাসহ সকল মানবিক কাজে জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
ত্রিবার্ষিক সাধারণ সভায় নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আনিসুজ্জামান পিন্টু, দীপক কুমার রায় আর শাহরিয়ার বিশ্বাস সোহাগ।

“গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ কারখানা ধ্বংস, মালিককে ১০ হাজার টাকা জরিমানা”

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৪৫ পিএম
“গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ কারখানা ধ্বংস, মালিককে ১০ হাজার টাকা জরিমানা”

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ উৎপাদনকারী একটি কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে গৌরীপুর পৌর শহরের মাস্টারপাড়া মহল্লায় ফার্মাকেয়ার নামে ওই কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানে চার লাখ টাকার বিপুল পরিমাণ নকল ঔষধ, উৎপাদন সরঞ্জাম, লেবেল ও প্লাস্টিক বোতল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। তিনি কারখানার মালিক মোজাব্বির হোসেন খানকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত সকল মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, ফার্মাকেয়ার নামের এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ভেটেরিনারি জাতীয় নকল ঔষধ তৈরি ও বাজারজাত করে খামারিদের সঙ্গে প্রতারণা করছিল। এতে গরু ও ছাগল অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সিহাব উদ্দিন জানান, একটি ষাঁড়ের মৃত্যুর পর তদন্তে সন্দেহ হয়। পরে অনুসন্ধানে জানা যায়, সলিড ফার্মাকেয়ার নামে যে কোম্পানির নাম লেবেলে লেখা, সেটি আসলে গৌরীপুরেই অবৈধভাবে উৎপাদন হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন গৌরীপুর সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার খাদ্য পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম ও গৌরীপুর থানা পুলিশের একটি দল।

সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা বলেন, “সলিড ফার্মাকেয়ার ভেটেরিনারি ঔষধ উৎপাদনের কোনো অনুমতি না থাকা সত্ত্বেও নকল ঔষধ তৈরি ও বাজারজাত করছিল। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও মালামাল ধ্বংস করা হয়েছে।”

রাজাপুর সেলিম রেজার পক্ষে ৩১ দফা দিনব্যাপী লিফলেট বিতরণ!!

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৪১ পিএম
রাজাপুর সেলিম রেজার পক্ষে ৩১ দফা দিনব্যাপী লিফলেট বিতরণ!!
  • ফাতিমা আক্তার মিম
  • ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা হাবিবুর রহমান সেলিম রেজা সভাপতি নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি যুক্তরাষ্ট্রে, পক্ষে লিফলেট বিতরণ করেন।
    রাজাপুর উপজেলা ছাত্রদল নেতা মোঃ মুসা হাওলাদার নিপু,শুক্তাগড় ইউনিয়ন বি এন পি নেতা রফিকুল ইসলাম রফিক,শুক্তাগড় ইউনিয়ন যুবদল নেতা জামাল ফকির,মোঃ সিদ্দিক,শ্রমিক দল নেতা মোঃ মোকাম্বেল হাওলাদার,সজিব হোসেন। বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় দলীয় নেতাকর্মীরা ৩১ দফা লিফলেট বিতরণ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরেন।
    এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    সেলিম রেজা মুঠোফোনে
    বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি। বিএনপির ৩১ দফা হলো জনগণের মুক্তির রূপরেখা।
    স্থানীয় নেতারা জানান, তাঁর নেতৃত্বে ৩১ দফা কার্যক্রমে তৃণমূল পর্যায়ে দলের প্রতি জনগণের আগ্রহ আরও বেড়েছে।