বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

মোঃ ওমরফারুক (সানি), পাবনাঃ

কাশিনাথপুরে মার্কেটে আগুনে পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি

মোঃ ওমরফারুক (সানি), পাবনাঃ প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১০:৩৯ এএম | 32 বার পড়া হয়েছে
কাশিনাথপুরে মার্কেটে আগুনে পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ফুলবাগান মোড়ে ক্রিসেন্ট হাসপাতালের সামনে অবস্থিত খান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় ফুড প্যালেস বিরিয়ানি হাউস ও খান ব্যাটারির দোকানে প্রায় ২৫ লাখ টাকার এবং পাশের মান্নান স্টোরে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ লাইনের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই ক্ষয়ক্ষতি হয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের বিলম্বিত সাড়া এবং অদক্ষতা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতার অন্যতম কারণ।

স্থানীয় শিক্ষক আলউল হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, মাত্র ২ মিনিটের দূরত্ব থাকা সত্ত্বেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ৩০ মিনিট সময় নেয় এবং তাদের পানি মাত্র ৫ মিনিটেই ফুরিয়ে যায়। পরে স্থানীয় তরুণদের প্রচেষ্টায় আত্রাই নদী থেকে পানি এনে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

মার্কেট মালিক শফিকুল আলম খান টিটুল জানান, পল্লী বিদ্যুৎ বিভাগের ড্রপ তার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আমার দুটি দোকান ও উপরতলার একটি রেস্টুরেন্ট সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।

তবে, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক (জিএম) আহমেদ শাহ আল জাবের অভিযোগ অস্বীকার করে বলেন, অগ্নিকাণ্ডের সময় আমাদের বিদ্যুৎ গ্রিড থেকেই সংযোগ বিচ্ছিন্ন ছিল। আমাদের লাইনম্যানরা লাইন মেরামত করতে যায়নি। গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে। আমরা খবর পেয়ে দ্রুত লাইন সেভ করেছি এবং পরবর্তীতে সংযোগ পুনরায় চালু করেছি।

এদিকে, কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সংযোগের ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

যশোর মুদ্রন শিল্প মালিক সমিতির নির্বাচন আজ ১৭ অক্টোবর

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৫৭ পিএম
যশোর মুদ্রন শিল্প মালিক সমিতির নির্বাচন আজ ১৭ অক্টোবর

মালিকুজ্জামান কাকাঃ

যশোর জেলা মুদ্রন শিল্প মালিক সমিতির দ্বি বার্ষিক নির্বাচন ১৭ অক্টবর। প্রেসক্লাব যশোরে সকালে ভোট শুরু হবে। ১০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ইসাহক। বাকি দুই জন নির্বাচন কমিশনার হলেন এস এম তৌহিদুর রহমান ও অধ্যাপক ইবাদত খান।
নির্বাচন কমিশনার অধ্যাপক ইবাদত খান বলেন, মোট ১৫টি পদে ভোট হবে। ২৮টি মনোনয়ন পত্র জমা পড়ে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাব্বির মালিক বাবু, ইসমাইল হোসেন ও ফজলে রাব্বি মোপাসা। সহ সভাপতি পদে সফিয়ার রহমান, শরিফুল ইসলাম ও সুলতান আহম্মদ তিন প্রতিদ্বন্দ্বী। সাধারণ সম্পাদক পদে প্রার্থী প্রার্থী তিন এরা হলেন, নূর ইসলাম, সেলিম হোসেন ও শাহীন শা রানা।
এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ, আবু ইসাহক বাবু, আহমেদ মঞ্জুরুল করিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী তিন এরা হলেন ফিরোজ আক্তার লাল্টু, ওয়ারেস আলী খাজা ও মোয়াজ্জেম হোসেন মিন্টু।
প্রচার সম্পাদক পদে দুই প্রার্থী হলেন বিপ্লব মাহাবুব ও রিয়াজ মাহাবুব লালন।
দপ্তর সম্পাদক পদে ইস্রাফিল হোসেন ও এনামুল হক প্রতিদ্বন্দ্বিতায়। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাহিমা খাতুন ও হাফিজ পাশা, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে কাসেম আলী লস্কর ও আবু বককার সিদ্দিকী দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
কোষাধক্ষ পদে প্রার্থী হলেন মাহমুদুল ইসলাম নাসিম ও ফিরোজ উদ্দীন তোতা। ১৫পদে প্রার্থী ২৮জন রয়েছেন। নির্বাহী সদস্য নির্বাচিত হবেন তিন জন। প্রার্থী হলেন রানা হোসেন, জাহিদুল ইসলাম ভুইয়া, কামাল হোসেন ও শরিফুল ইসলাম ল্যাবলু।
গত কয়েক দিন ধরে প্রেসক্লাব কেন্দ্রিক বড় বাজার মসজিদ লেন এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

উখিয়া-টেকনাফ শিক্ষার্থীদের স্বপ্নময় যাত্রার জন্য নতুন বাসের দাবী

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৫৪ পিএম
উখিয়া-টেকনাফ শিক্ষার্থীদের স্বপ্নময় যাত্রার জন্য নতুন বাসের দাবী

 

কামাল উদ্দিন জয়
প্রতিনিধি, কক্সবাজার জেলা

উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকার শিক্ষার্থীরা কক্সবাজার সিটি কলেজে ক্লাসে অংশগ্রহণে বড় সমস্যার মুখোমুখি। কলেজে আগে উখিয়া-টেকনাফ রোডের জন্য বরাদ্দকৃত বাসটি বর্তমানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী পর্যন্ত চলাচল করছে, ফলে সীমান্ত এলাকার শিক্ষার্থীরা নিরাপদ ও সুবিধাজনকভাবে কলেজে পৌঁছাতে পারছে না।

শিক্ষার্থীরা জানিয়েছেন, উখিয়া-টেকনাফের শিক্ষার্থীদের কলেজে আসতে অন্যান্য শিক্ষার্থীর তুলনায় অনেক বেশি ঝামেলা ও বাধা রয়েছে। একদিকে তাদের মৌলিক শিক্ষার অধিকার সীমিত হচ্ছে, অন্যদিকে কলেজে ১০০% উপস্থিতি নিশ্চিত করতে বাধ্য করা হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য চাপ সৃষ্টি করছে।

সমস্যার সমাধান হিসেবে শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের কাছে নতুন বাস বরাদ্দের জন্য স্মারকলিপি দিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, দ্রুত ব্যবস্থা নিলে সীমান্ত এলাকার শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে যোগ দিতে পারবে এবং শিক্ষাজীবন স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবে।

স্থানীয় অভিভাবক ও সমাজকর্মীরা এই দাবিকে সমর্থন করে বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করা শিক্ষার মৌলিক অধিকার রক্ষার অংশ। কলেজ প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয়।”

উখিয়া-টেকনাফের শিক্ষার্থীদের জন্য বাস সুবিধা চালু হলে শত শত শিক্ষার্থী সুবিধাজনক ও নিরাপদভাবে কলেজে পৌঁছাতে পারবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর জেলা ইউনিট গঠন ভাইস চেয়ারম্যান খোকন, সেক্রেটারি টুকুন

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৫০ পিএম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর জেলা ইউনিট গঠন ভাইস চেয়ারম্যান খোকন, সেক্রেটারি টুকুন

মালিকুজ্জামান কাকাঃ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর জেলা ইউনিটের তিন বছর মেয়াদী (২০২৫-২০২৮) নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ১৪ অক্টবর জেলা ইউনিটের কার্যালয়ে ত্রিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কমিটির সাত সদস্য নির্বাচন করা হয়। গভীর রাতে কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির নেতারা হলেন-ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন ও সেক্রেটারি জাহিদ হাসান টুকুন।
এছাড়া নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. ইসহক, চিন্ময় সাহা, গোলাম রেজা দুলু, মুনির আহম্মদ সিদ্দিকী ও রাশেদ খান।
‘আর ওরা যশোর গড়তে ঐক্যবদ্ধ
মানুষের জন্য সমাজ উদ্যোক্তা শুদ্ধ।’
ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটির মানব সেবা মূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব যশোর ইউনিটের সেবামূলক কাজকে আরও গতিশীল করবে। তিনি দুর্যোগ মোকাবিলা, রক্তদান কর্মসূচি ও প্রাথমিক চিকিৎসাসহ সকল মানবিক কাজে জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
ত্রিবার্ষিক সাধারণ সভায় নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আনিসুজ্জামান পিন্টু, দীপক কুমার রায় আর শাহরিয়ার বিশ্বাস সোহাগ।