শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

রাজধানীতে ফরচুন শপিং মলে বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ চুরি

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১২:২৮ পিএম | 52 বার পড়া হয়েছে
রাজধানীতে ফরচুন শপিং মলে বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ চুরি

রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হওয়ার অভিযোগ পুলিশের কাছে করেছে মালিকপক্ষ।

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক বলেন, আমাদের কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। সম্ভবত গতকাল রাতে একদল চোর শম্পা জুয়েলার্স নামে দোকানটির সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। ওরা সেখানে থাকা বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে। মালিকপক্ষ আমাদেরকে জানিয়েছে, দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে।

তিনি বলেন, আমরা আসলে এখনো এই দাবির সত্যতা যাচাই করতে পারিনি। তবে দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। আমরা মার্কেটের এবং দোকানের আশপাশের ও দোকানের ভেতরে সিসিটিভি ফুটে সংগ্রহ করার চেষ্টা করছি। ঘটনাস্থলে সিআইডির টিম কাজ করছে। আশা করছি দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারব। এই মুহূর্তে প্রাথমিকভাবে এর বেশি বলা যাচ্ছে না। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছি।

এদিকে পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের দোকানটিতে চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে স্বর্ণ চুরির এই ঘটনা ঘটায়।

এ বিষয়ে শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস বলেন, আমার দোকানে মোট প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ছিল। এর মধ্যে দোকানের স্বর্ণ ৪০০ ভরি ও ১০০ ভরি ছিল বন্ধকি স্বর্ণ। এছাড়া দোকান থেকে ৪০ হাজার টাকাও চুরি হয়েছে।

তিনি আরও বলেন, অন্যান্য সময়ের মতো গত রাতেও দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকালে মার্কেটের দারোয়ানের ফোনের মাধ্যমে খবর পাই দোকানে চুরি হয়েছে। এরপর দোকানে ছুটে এসে দেখি সব নিয়ে গেছে চোর।

ছাতকে যাওয়ার পথে মৌলা ব্রীজে মটর’স সাইকেল নিয়ে নিচে পড়ে মর্মান্তিক এক্সিডেন্ট হয়ে (০১) নিহত আহত (০১)

সুমন আহমদ, সিলেট প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:১৩ পিএম
ছাতকে যাওয়ার পথে মৌলা ব্রীজে মটর’স সাইকেল নিয়ে নিচে পড়ে মর্মান্তিক এক্সিডেন্ট হয়ে (০১) নিহত আহত (০১)

 

সুনামগঞ্জের ছাতকের নোয়ারাই ইউনিয়নের মৌলা ব্রীজে মোঃ জয়নাল (আবেদীন) নামে এক জন নিহত হয়েছে। এবং আরেক জন আহত’ ১৭-১০-২৫ ইং/ রোজ শুক্রবার রাত ৮ সময়, মৌলা ব্রীজ থেকে কাট শরে গিয়ে মটরস সাইকেল’টি নিচে পড়ে যায়, ব্রীজের নিচে নি/হ/ত হয়েছেন। দীর্ঘদিন যাবত ভাঙ্গা ব্রীজ থাকার কারণে প্রতিনিয়ত মর্মান্তিক এক্সিডেন্ট ঘটনা ঘটে।

জানা গেছে, তিনি নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁ গ্রামের মোঃ রইছ আলী পুত্র মোঃ জয়নাল মিয়া (৪০) নিহত হয়েছেন। এবং সাথে থাকা ছোট ভাই গুরুতর আহত অবস্থা মেডিক্যাল পাঠানো হয়েছে।

স্থানীয়দের জোর দাবি, দীর্ঘদিনের অবহেলায় গুরুত্বপূর্ণ এই সেতুটি এখন ধ্বংস। এখন পযর্ন্ত প্রায় তিনটি দুর্ঘটনা হয়েছে, অবিলম্বে নতুন সেতু নির্মাণ কাজ শুরু না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে পতেঙ্গা থানা তাঁতীদলের কর্মশালায় ইসরাফিল খসরু

বাবুল হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:০৯ পিএম
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে পতেঙ্গা থানা তাঁতীদলের কর্মশালায় ইসরাফিল খসরু

 

নগরীর উত্তর পতেঙ্গায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে
পতেঙ্গা থানা তাঁতীদলের কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার আলোকে বর্তমান সময়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। বিএনপি গণমানুষের দল এবং বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল।
আগামীতে বিএনপি’র নেতৃত্বে আসবে ত্যাগী – প্রশিক্ষিত ও দলীয় আর্দশের প্রতি আস্থা বাজন কর্মীরা।তাই এখন থেকে তাঁতী- শ্রমিক,মুঠে মজুরে শ্রম জীবীদের নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় আহ্বান জানিয়েছেন।

পতেঙ্গা থানা তাঁতীদলের সভাপতি মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও শাহাদাত হোসেন রায়হানের সঞ্চালনায়ে কর্মশালায় আরো সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়া ভোলা,নগর বিএনপির সদস্য ও সাবেক থানা বিএনপির সভাপতি ডাঃ মোঃ নূরুল আবছার,নগর তাঁতীদলের আহ্বায়ক এইচ এম রাশেদ খান, সাবেক সাধারণ সম্পাদক ও ‌সিবিএ নেতা মোঃ শাহাবুদ্দিন,নগর তাঁতীদলের নেতা মোঃ সেলিম হাফেজ, বিএনপি নেতা আবু জাফর , মোঃ ইউসুফ, মোঃ জসিম উদ্দিন, মোঃ আমিন,।
১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে পতেঙ্গায় একটি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী তাঁতীদল আয়োজিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোঃ শহিদুল ইসলাম রানা ,লায়ন মোঃ মনিরুজ্জামান মুরাদ, মোঃ সেলিম,নেছার আহমদ, ইপিজেড থানা তাঁতীদলের জাহেদ আনসারী,রফিকুল ইসলাম টিটু,৪০ নং ওয়ার্ড তাঁতীদলের মোঃ গোলাম মোস্তফা সোহাগ, কাজী মোঃ ইসমাইল , জসিম উদ্দিন মিল্কি,এম এ হামিদ,মমতাজ মিয়া ও মোঃ পারভেজ বক্তব্য রাখেন।

পরিশেষে পতেঙ্গা থানা তাঁতীদলের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকজন নেতাকর্মী কে ক্রেষ্ট দিয়ে সম্মান জানানো হয়েছে।

দুধ চা ও রং চা পুষ্টিবিদদের মতে দুধ চায়ের অপকারিতাই বেশি। কিছু ক্ষেত্রে এটি শক্তি সরবরাহ করে এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করে

রুবিনা শেখ প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:০১ পিএম
দুধ চা ও রং চা  পুষ্টিবিদদের মতে দুধ চায়ের অপকারিতাই বেশি। কিছু ক্ষেত্রে এটি শক্তি সরবরাহ করে এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করে

 

খালি পেটে দুধ চা পান করলে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, এতে থাকা ক্যালরি ওজন বৃদ্ধি করে এবং গ্যাস-অম্বলের সমস্যা তৈরি করে। চা-এ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু দুধ মেশালে এর পরিমাণ কমে যেতে পারে।
অপকারিতা:
দুধ ও চিনিতে প্রচুর ক্যালরি থাকে, যা ওজন বাড়াতে পারে। খালি পেটে দুধ চা খেলে গ্যাস ও অম্বলের সমস্যা দেখা দিতে পারে। দুধ চা সরাসরি পাকস্থলিতে প্রভাব ফেলে হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। দুধ চা খাওয়ার ফলে শরীরে ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ শোষণ ব্যাহত হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চায়ের মূল উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট দুধ মেসালে কমে যায়। খালি পেটে দুধ চা না খেয়ে খাবারের পর পান করলে ক্ষতির পরিমাণ কম হবে। অতিরিক্ত পান করলে ক্যাফেইনের কারণে অনিদ্রা, মাথাব্যথা ও ত্বকের সমস্যা হতে পারে। দুধের প্রোটিন চায়ের অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা কমিয়ে দেয় এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।
রং চা
রং চা পান করলে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি মস্তিষ্ককে সক্রিয় করে ক্লান্তি দূর করে, মুখের দুর্গন্ধ কমায় এবং ঠান্ডা-কাশির মতো রোগের উপশমেও সাহায্য করে। তবে চিনি ছাড়া চা পান করা উচিত, কারণ অতিরিক্ত চিনি এর ঔষধি গুণ নষ্ট করে দেয় এবং ক্যাফেইনের কারণে অনিয়ন্ত্রিত রক্তচাপ ও উদ্বেগের কারণ হতে পারে।
রং চা পানের উপকারিতা:
১। রং চা হার্টের রক্ত সরবরাহ বাড়াতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে সহায়ক। এর মধ্যে থাকা থিয়েফ্লাভিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
২। রং চায়ে থাকা পলিফেনল এবং থিয়েফ্লাভিন অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
৩। চিনি ছাড়া রং চা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, যা ওজন কমানোর জন্য উপকারী।
৪। রং চায়ে থাকা ক্যাফেইন দ্রুত শরীরে প্রবেশ করে মস্তিষ্ককে সক্রিয় করে এবং ক্লান্তি দূর করে দিনের শুরুতে শক্তি যোগায়।
৫। রং চায়ের সঙ্গে আদা, লবঙ্গ, লেবু মিশিয়ে পান করলে ঠান্ডা, কাশি ও গলা ব্যথার মতো সমস্যায় উপশম পাওয়া যায়।
৬। রং চায়ে থাকা প্রাকৃতিক উপাদান মুখের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, যা মুখের দুর্গন্ধ দূর করে।
৭। প্রতিদিন চা পান করলে তা ইউভি রেডিয়েশন-এর ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের কোষগুলোকে রক্ষা করতে পারে।