রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

বান্দরবান প্রতিনিধ শাহাদাত হোসেন বাপ্পি

অভিনন্দন আলীকদম উপজেলা!

বান্দরবান প্রতিনিধ শাহাদাত হোসেন বাপ্পি প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২১ এএম | 60 বার পড়া হয়েছে
অভিনন্দন আলীকদম উপজেলা!

দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলীকদম উপজেলা ফাইনাল ম্যাচে নাইক্ষ্যংছড়ি উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয়।
খেলায় প্রথম থেকেই দুই দল হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠ কাঁপিয়ে তোলে।
আলীকদমের খেলোয়াড়রা একাগ্রতা ও দলীয় চেতনার মাধ্যমে জয় নিশ্চিত করে।
দর্শকদের উচ্ছ্বাস ও উৎসাহে পুরো মাঠ প্রকম্পিত হয়ে ওঠে। এই গৌরবময় অর্জনে আলীকদম উপজেলার সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, সংগঠক ও সমর্থকদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই জয় শুধু একটি খেলার ফল নয় — এটি আলীকদমের সাহস, ঐক্য, ও প্রতিভার প্রতিচ্ছবি।

খ: আউয়াল টাঙ্গাইল জেলা প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৯ পিএম

নিঃস্ব সর্বহারা আমি

==============

         🖊️হায়দার খালীদ

নিঃস্ব সর্বহারা আমি,

অস্তিত্ব শুধু ক্ষুধার আর্তনাদে গড়া,

বুকের ভেতর জমে ওঠা বেদনার সুর

তবুও থামে না জীবনের খোঁজে হাঁটা।

জীবন যেন এক অন্তহীন প্রান্তর,

যেখানে বীজ বুনেও ফসল ওঠে না,

শ্রমের ঘামে ভিজে মাটি উর্বর হয়

কিন্তু শস্য যায় মালিকের গোলায় ভরা।

আমি হেঁটে যাই শহরের পথে,

উঁচু দালান আকাশ ছোঁয়া সোনালী সাজে,

কিন্তু আমার কুটির ভাঙা, ছেঁড়া ত্রিপলের ছাদ

ঝড় এলে টিকে থাকে কেবল প্রার্থনার মাঝে।

আমার সন্তান ক্ষুধার্ত—

তার চোখে কেবল ভাতের একমুঠো স্বপ্ন,

আর অন্য প্রান্তে শিশুদের হাতে চকোলেট,

সোনার চামচে ভরে যায় ভোজের যজ্ঞ।

এই বৈষম্যের পৃথিবীতে

আমি শুধু পরিত্যক্ত এক নাম,

যে নাম শুনে শাসক হাসে,

ধনীরা তোলে অহংকারের ধ্বজাধ্বজা গর্বিত গ্রাম।

তবুও আমি থেমে যাই না,

কারণ শ্রম আমার শক্তি,

ভালোবাসা আমার সাহস,

মানবতা আমার মুক্তি।

আমি স্বপ্ন দেখি—

একদিন শস্যের মাঠে সবার সমান অধিকার,

ক্ষুধা মুছে যাবে পৃথিবী থেকে,

শিশুর মুখে ফুটবে হাসি অবারিত, উদার।

আমি সর্বহারা—

কিন্তু আমার কণ্ঠ রুদ্ধ নয়,

এই কণ্ঠে জাগবে বিপ্লবের সুর,

মিথ্যে শৃঙ্খল ছিঁড়ে বলবে—

“মানুষ বাঁচুক, মানুষ জাগুক,

মানুষ হোক মানুষের পুর।”

যে শাসন করে নিপীড়ন,

যে সমাজ দেয় বৈষম্যের দংশন,

তাদের পতন হবেই একদিন,

যেমন রাত শেষে সূর্য ওঠে

দিগন্তে রক্তিম রঙে।

আমি নিঃস্ব সর্বহারা,

কিন্তু আমি হাল ছাড়ি না কোনোদিন—

কারণ ইতিহাসের প্রতিটি রক্তফোঁটা

আমার মতো সর্বহারারই সংগ্রামে লেখা বিন্দু বিন্দু দিন।

শপথ গ্রহন অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব নির্বাচিত হলেন সাংবাদিক জিল্লুর রহমান সরকার

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৮ পিএম
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব নির্বাচিত হলেন সাংবাদিক জিল্লুর রহমান সরকার
দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীনতম সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা*র কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদ এর সভায় সর্বসম্মতিক্রমে ১০১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে সহকারী মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জের কৃতি সন্তান, জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার দীর্ঘদিনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক জিল্লুর রহমান সরকার।
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা
মরহুম আলতাব হোসেন স্যারের সহধর্মিনী মোছাঃ আছিয়া আকতার সভাপতি ও মোহাম্মদ আলমগীর গণি স্যার মহাসচিব সহ ১০১ বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি সদস্যবৃন্দ ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে শপথ গ্রহণ করেন।
শপথ বাক্য পাঠ করান জুলাই গনঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তারেক জামান এর মা সামসি আরা জামান।

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি হলো সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১১ পিএম
বান্দরবানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি হলো সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা

বান্দরবানে সমাপ্তি হলো সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে বান্দরবান সেনা রিজিয়ন এর আয়োজনে এবং জেলা প্রশাসন, বান্দরবান সেনা জোন ও সম্মিলিত ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশ নেয় নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল ও আলীকদম উপজেলা ফুটবল দল।
টান টান উত্তেজনাপূর্ণ সমাপনী খেলায় আলীকদম উপজেলা ফুটবল দল, নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দলকে ২ গোলে হারিয়ে প্রতিযোগীতায় জয় লাভ করে।

খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা। এসময় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, সদর জোন এর কমান্ডার লে: কর্নেল এস এম মাহমুদুল হাসান,নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হুমায়ন রশিদ,পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও রোয়াংছড়ি সাব জোন এর কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, সেক্রেটারী থুইসিং প্রু লুবুসহ সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: বান্দরবানের ৭ উপজেলা থেকে নতুন নতুন ফুটবল খোলোয়াড় খুঁজে বের করে প্রতিভা বিকাশের জন্য এমন আয়োজন, আর এবারের সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় বান্দরবান জেলার ৭টি উপজেলা ও ১টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে।