রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ত্রিশালে নিহত মায়ের সন্তানের পরিবারের পাশে তারেক রহমান

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৭ পিএম | 49 বার পড়া হয়েছে
ত্রিশালে নিহত মায়ের সন্তানের পরিবারের পাশে তারেক রহমান

২০২২ সালের ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় প্রাণ হারান এক গর্ভবতী মা। দুর্ঘটনার পর অলৌকিকভাবে জন্ম নেয় তার গর্ভের সন্তানটি। সেই থেকে শিশুটি ও তার পরিবারকে নিয়মিতভাবে সহযোগিতা করে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই ধারাবাহিকতায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পাঠান তিনি। তার পক্ষ থেকে এসব সামগ্রী শিশুটির পরিবারের হাতে তুলে দেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন।

শিশুটির পরিবার জানায়, দুর্ঘটনার পর থেকে তারা নিয়মিতভাবে প্রয়োজনীয় সহায়তা পেয়ে আসছেন। সহায়তার হাত অব্যাহত রাখায় তারা তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, এক হৃদয়বিদারক দুর্ঘটনার পর যে শিশু অলৌকিকভাবে বেঁচে গেছে, তার পাশে থেকে তারেক রহমানের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়

ফাতিমা আক্তার মিম

শারদীয় দূর্গাপূজায় গণমানুষের নেতা সেলিম রেজা ঝালকাঠি -১ বিএনপি মনোনয়ন প্রত্যাশী রাজাপুর কাঠালিয়া বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

ফাতিমা আক্তার মিম প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৮ পিএম
শারদীয় দূর্গাপূজায় গণমানুষের নেতা সেলিম রেজা ঝালকাঠি -১ বিএনপি মনোনয়ন প্রত্যাশী রাজাপুর কাঠালিয়া বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিণত হয়েছে সর্বজনীন আনন্দউৎসবে। প্যান্ডেলের সাজসজ্জা, ঢাকের বাদ্য, নতুন পোশাক আর বন্ধু-বান্ধবদের মিলনমেলায় ভরে ওঠে চারপাশ।

রোজ রবিবার (২৮ সেপ্টেম্বর) গণমানুষের নেতা হাবিবুর রহমান সেলিম রেজা সভাপতি নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনার উৎসব হিসেবে এটি এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমান আনন্দ ভাগাভাগি করতে পারে এটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজস্ব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। দুর্গোৎসবকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনসহ স্থানীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

চয়ন কুমার রায় লালমনিরহাট

শারদীয় দূর্গাপূজায় লালমনিরহাট জেলা বাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল এর সদস্য সচিব মো: হাসান আলী

চয়ন কুমার রায় লালমনিরহাট প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৫ পিএম
শারদীয় দূর্গাপূজায় লালমনিরহাট জেলা বাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল এর সদস্য সচিব মো: হাসান আলী

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিণত হয়েছে সর্বজনীন আনন্দোৎসবে। প্যান্ডেলের সাজসজ্জা, ঢাকের বাদ্য, নতুন পোশাক আর বন্ধু-বান্ধবদের মিলনমেলায় ভরে ওঠে চারপাশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনার উৎসব হিসেবে এটি এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমান আনন্দ ভাগাভাগি করতে পারে এটাই প্রত্যাশা।”

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজস্ব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। দুর্গোৎসবকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনসহ স্থানীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শেষে যুবদল এর সদস্য সচিব মো: হাসান আলী সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

খ: আউয়াল টাঙ্গাইল জেলা প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৯ পিএম

নিঃস্ব সর্বহারা আমি

==============

         🖊️হায়দার খালীদ

নিঃস্ব সর্বহারা আমি,

অস্তিত্ব শুধু ক্ষুধার আর্তনাদে গড়া,

বুকের ভেতর জমে ওঠা বেদনার সুর

তবুও থামে না জীবনের খোঁজে হাঁটা।

জীবন যেন এক অন্তহীন প্রান্তর,

যেখানে বীজ বুনেও ফসল ওঠে না,

শ্রমের ঘামে ভিজে মাটি উর্বর হয়

কিন্তু শস্য যায় মালিকের গোলায় ভরা।

আমি হেঁটে যাই শহরের পথে,

উঁচু দালান আকাশ ছোঁয়া সোনালী সাজে,

কিন্তু আমার কুটির ভাঙা, ছেঁড়া ত্রিপলের ছাদ

ঝড় এলে টিকে থাকে কেবল প্রার্থনার মাঝে।

আমার সন্তান ক্ষুধার্ত—

তার চোখে কেবল ভাতের একমুঠো স্বপ্ন,

আর অন্য প্রান্তে শিশুদের হাতে চকোলেট,

সোনার চামচে ভরে যায় ভোজের যজ্ঞ।

এই বৈষম্যের পৃথিবীতে

আমি শুধু পরিত্যক্ত এক নাম,

যে নাম শুনে শাসক হাসে,

ধনীরা তোলে অহংকারের ধ্বজাধ্বজা গর্বিত গ্রাম।

তবুও আমি থেমে যাই না,

কারণ শ্রম আমার শক্তি,

ভালোবাসা আমার সাহস,

মানবতা আমার মুক্তি।

আমি স্বপ্ন দেখি—

একদিন শস্যের মাঠে সবার সমান অধিকার,

ক্ষুধা মুছে যাবে পৃথিবী থেকে,

শিশুর মুখে ফুটবে হাসি অবারিত, উদার।

আমি সর্বহারা—

কিন্তু আমার কণ্ঠ রুদ্ধ নয়,

এই কণ্ঠে জাগবে বিপ্লবের সুর,

মিথ্যে শৃঙ্খল ছিঁড়ে বলবে—

“মানুষ বাঁচুক, মানুষ জাগুক,

মানুষ হোক মানুষের পুর।”

যে শাসন করে নিপীড়ন,

যে সমাজ দেয় বৈষম্যের দংশন,

তাদের পতন হবেই একদিন,

যেমন রাত শেষে সূর্য ওঠে

দিগন্তে রক্তিম রঙে।

আমি নিঃস্ব সর্বহারা,

কিন্তু আমি হাল ছাড়ি না কোনোদিন—

কারণ ইতিহাসের প্রতিটি রক্তফোঁটা

আমার মতো সর্বহারারই সংগ্রামে লেখা বিন্দু বিন্দু দিন।