মোঃ সাইফুল
একজন গনি মোল্লার জীবন কাহিনী


গনি মোল্লা, তিনি ছিলেন সি, কে, বি আলিম মাদ্রাসার নৈশ প্রহরী এবং বৃদ্ধ মরিচ শাহী মসজিদের মুয়াজ্জিন। আমাদের শাহী মসজিদের ঐতিহ্য সবারই জানা। আমার খুব কাছ থেকে তাকে চেনার সৌভাগ্য হয়েছে। আমি আনুমানিক ৩০ বছর তার পিছনে নামাজ পড়েছি। আমাদের শাহী মসজিদের প্রত্যেকটা ইটে তার স্পর্শ রয়েছে। আমাদের গ্রামবাসী এমন কি আশেপাশের গ্রামে প্রত্যেকটা বাড়িতে তার বিচরণ ছিল। একটা নবজাতক ভূমিষ্ঠ হবার পর এমনকি একটা মানুষ মৃত্যুবরণ করার পর প্রথম ওই বাড়িতে ডাকা হতো গনি মোল্লাকে। তিনি কোনদিন একটু সমস্যাও দেখেননি যে আমি আসতে পারবো না। তিনি আসতেন ওই নবজাতক শিশুকে দেখতেন এবং ওই মৃত্যুবরণ করা বাড়িতে যেতেন ওই ব্যক্তির দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি তার সাথে থাকতেন। তিনি ছিলেন বিনয়ের প্রতীক ধৈর্যের প্রতীক সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সুন্দর মনোভাবের মানুষ। অল্প কিছুদিন পূর্বে তার স্ত্রী মারা যাওয়াতে একটু বিচলিত হয়েছিলেন।
তিনি আমাদের শাহী মসজিদে চাকরি করা কালীন কোন মানুষকে কখনো কোনদিন মনে কষ্ট দিয়ে কথা বলেননি। তিনি ছিলেন আমাদের শাহী মসজিদের সবার প্রিয় ময়াজ্জিন গনি ভাই। সিকেবি আলিম মাদ্রাসার আমার প্রিয় শিক্ষকদের মতে তিনি তার জীবনে কোনদিন তার কাজে তিনি ফাঁকি দেননি।
তাদেরও কথা তিনি ছিলেন মিষ্টভাষী এবং ধৈর্যশীল এবং বিনয়ের একজন মানুষ। আমি শাহী মসজিদে গেলে আমার প্রথম একটা কথা ছিল দাদা ভাই কেমন আছেন তার উত্তর ছিল আল্লাহর রহমতে ভালো আছি ভাই তুমি কেমন আছো? একজন গনি ভাই এর মতো ভালো মানুষ পাওয়া বর্তমান সমাজে বিরল। আজ কিছু নর পশু যারা যাদের বিবেককে বিসর্জন দিয়ে আমাদের প্রাণপ্রিয় গনি ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিল তারা কি শুধুই আমাদের গনি ভাইকে কেরে নিল, না আমাদের সমাজের মেরুদন্ড ভেঙ্গে দিল আমাদের এলাকার সম্পদ কে নষ্ট করল। আমাদের এলাকার একজন সুনামধন্য সম্মানি ভালো মানুষকে তার হত্যা করল। আমাদের সমাজের প্রতিটা মানুষের বিবেককে জাগ্রত হতে হবে আমাদের সমাজে জেনো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার জন্য সবাইকে সোচ্চার হতে হবে। সমাজে কীট পতঙ্গের মত নেশাখোরের আবির্ভাব করছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এরকম ঘটনা থেকে মুক্তি পেতে হলে আমাদের অবশ্যই মাদককে না বলতে হবে। মাদক নেশা মুক্ত সমাজ গড়তে হবে। প্রত্যেকটা পরিবারের অভিভাবক কে সচেতন হতে হবে। কেননা একটা পরিবারে একটা মাদক বা নেশাখোর সৃষ্টি হলে পরিবার তথা সমাজকে নষ্ট করে দেবে।পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা গনি ভাইকে তুমি জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করো। শহীদ গনি ভাই তুমি ভালো থেকো। আল্লাহতালার কাছে যেন তুমি শহীদের মর্যাদা পাও।
আমিন