রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ৪৬

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১৮ এএম | 117 বার পড়া হয়েছে
শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ৪৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে সংঘর্ষের জেরে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। কুররম জেলা প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

খাইবার পাখতুনখোয়ার কুররম জেলাটি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এবং বিভিন্ন উপজাতি অধ্যুষিত। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রায় সারাবছরই সেখানে পর্যটকদের যাতায়াত থাকে। পর্যটকদের জন্য জেলার বিভিন্ন এলাকায় হোটেল তৈরি হচ্ছে সেখানে। এতে জমি সংক্রান্ত বিরোধও বাড়ছে। সাম্প্রতিক এই সংঘর্ষেরও মূল কারণ জমি বিরোধ।

কুররম জেলার স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা রজব আলী আনাদোলু এজেন্সিকে বলেন, আট দিন আগে শুরু হয়েছে সংঘর্ষ। এতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৬ জন এবং আহত হয়েছে ৮০ জনেরও বেশি। হতাহতদের মধ্যে শিয়া-সুন্নি উভয় সম্প্রদায়ের লোকজন রয়েছেন। সংঘাত শুরুর পর থেকে রাস্তা-ঘাট, বাজার, স্কুল-কলেজ বন্ধ রয়েছে কুররমে। বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাগুলি হচ্ছে বলে জানা গেছে।

কুররমের স্থানীয় উপজাতি নেতা মির আফজাল খান তুরি সাংবাদিকদের বলেন, “দাঙ্গা থামানোর মতো অবস্থা আর এখন আর শিয়া কিংবা সুন্নি— কোনো সম্প্রদায়ের নেতাদের হাতে নেই। দু’পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে। আমরা এই দাঙ্গা পরিস্থিতি থামানোর জন্য সরকারের সরাসরি হস্তক্ষেপ চাইছি।”

কুররম জেলা প্রশাসনের ডেপুটি কমিশনার জাভিদুল্লাহ মাসুদ আনাদোলু এজেন্সিকে বলেন, “স্থানীয় প্রশাসন জিরগার (উপজাতিদের স্থানীয় পরিষদ) নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। আমরা আশা করছি শিগগিরই পরিস্থিতির উন্নতি ঘটবে।”

বান্দরবান প্রতিনিধ শাহাদাত হোসেন বাপ্পি

অভিনন্দন আলীকদম উপজেলা!

বান্দরবান প্রতিনিধ শাহাদাত হোসেন বাপ্পি প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২১ এএম
অভিনন্দন আলীকদম উপজেলা!

দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলীকদম উপজেলা ফাইনাল ম্যাচে নাইক্ষ্যংছড়ি উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয়।
খেলায় প্রথম থেকেই দুই দল হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠ কাঁপিয়ে তোলে।
আলীকদমের খেলোয়াড়রা একাগ্রতা ও দলীয় চেতনার মাধ্যমে জয় নিশ্চিত করে।
দর্শকদের উচ্ছ্বাস ও উৎসাহে পুরো মাঠ প্রকম্পিত হয়ে ওঠে। এই গৌরবময় অর্জনে আলীকদম উপজেলার সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, সংগঠক ও সমর্থকদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই জয় শুধু একটি খেলার ফল নয় — এটি আলীকদমের সাহস, ঐক্য, ও প্রতিভার প্রতিচ্ছবি।

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ

কাহালু পাইকড় ইউনিয়ন আখরাইল গ্রামে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ডোর টু ডোর ধানের শীষের পক্ষে গণসংযোগ

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৫ এএম
কাহালু পাইকড় ইউনিয়ন আখরাইল গ্রামে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ডোর টু ডোর ধানের শীষের পক্ষে গণসংযোগ

কাহালুতে সাবেক এমপি মোশারফ ভাইয়ের নির্দেশে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানের আহ্বানে, আখরাইল গ্রামে ডোর টু ডোর ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা বিএনপির সদস্য, আলহাজ্ব মোঃ মাহবুর রহমান রুবেল,
পাইকড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালেব শাকি, কৃষক নেতা আব্দুর রহিচ, ছাত্রনেতা মোঃ মুরাদ আলী

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

বড়লেখায় এমরান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১১ এএম
বড়লেখায় এমরান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখায় এমরান আহমেদ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত এমরান দক্ষিণ সুজানগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে।
জানা গেছে, শনিবার আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এমরানের লাশ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি এমরানের স্বজন ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
ঘটনার আগে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন এমরান। সেখানে তিনি কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান এবং মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও প্রিয়জন ও পরিবারের অবহেলার কথা উল্লেখ করেন। ফেসবুক স্ট্যাটাস দেখে স্থানীয় লোকজন ধারণা করছেন, পারিবারিক কোনো কারণে মানসিক চাপে ছিলেন এমরান। যে কারণে হয়ত তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নিহতের বাবা খলিল উদ্দিন জানান, তার ছেলে ইমরান আহমদ রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে একটি গামছা ও একটি টর্চলাইট হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোবাইল ফোনও বাড়িতে রেখে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। তার দাবি ইমরান আহমদ আত্মহত্যা করেছে এবং যাওয়ার আগে তার ফেসবুক আইডিতে এর ইঙ্গিত দিয়ে স্ট্যাটাস দিয়েছে।
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সন্দেহজনক ছিল। পরে সিসি ফুটেজ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এরপরও আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।