শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ

ষড়যন্ত্রের শিকার সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা ওসমান গনি

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৮:৩৫ পিএম | 127 বার পড়া হয়েছে
ষড়যন্ত্রের শিকার সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা ওসমান গনি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওসমান গনি (৬৫) নামের এক বিএনপি নেতা এলাকায় তুচ্ছ ঘটনা ও জমি সংক্রান্ত বেশ কয়েকটি ঘটনায় ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন তার পরিবার। বর্তমানে ওই বিএনপি নেতা গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সোনারগাঁ থানায় দায়ের করা হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন বলে জানান তার পরিবারের সদস্যরা। গত ৫ ফেব্রুয়ারি দুপুরে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এদিকে পুলিশের হাতে গ্রেফতার হওয়া বিএনপি নেতা মো. ওসমান গনি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) সিদ্ধিরগঞ্জ থানা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন বলে জানা গেছে। বিএনপি নেতা মো. ওসমান গনি সিদ্ধিরগঞ্জের পূর্ব সানারপাড় এলাকার মৃত: আব্দুল আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বিএনপি নেতা মো. ওসমান গনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকায় এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো তার। দীর্ঘদিন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় বিএনপি নেতা ওসমান গনি ঠিক মতো বাসায় থাকতে না পারায় তার জমি জোরপূর্বক দখলে নেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ত্যাগ করার পর ওসমান গনি এলাকায় ফিরে তার দখল হওয়া জমি উদ্ধার করতে গেলে তার সাথে পলাতক আওয়ামী লীগের কর্মীদের সাথে বিরোধ সৃষ্টি হয়। সেই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের ইন্দোনে গত জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা হত্যা ও হত্যা চেষ্টা মামলায় বিএনপি নেতা মো. ওসমান গনিকে আসামি করা হয়। বিএনপি নেতা ওসমান গনি সমাজ ও রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপের সাথে জড়িত নয় বলে জানান তার পরিবারের সদস্যরা।

জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে বিএনপি নেতা ওসমান গনি প্রতিপক্ষের লোকজনদের সাথে স্থানীয় আওয়ামী লীগের একটি অফিসে মিমাংসার জন্য বসেন। মিমাংসা চলাকালীন সময়ে প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করে তার একটি ছবি তুলে তা সংগ্রহ করে রাখেন। পরবর্তীতে তার ওই সময়ের তোলা ছবি ব্যবহার করে প্রতিপক্ষের লোকজন তাকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় ফাঁসিয়ে দেন। বিএনপি নেতা ওসমান গনি আওয়ামী লীগের কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না এবং কোনো পদপদবীতেও ছিলেন না বলে দাবী তার পরিবারের।

তারা আরও জানান, ষড়যন্ত্রের শিকার হয়ে বিএনপি নেতা ওসমান গনি বর্তমানে কারাগারে রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয় বলেও জানান তার পরিবারের সদস্যরা। সুষ্ঠ তদন্তের মাধ্যমে অতি শিঘ্রই যেনো কারাগারে থাকা বিএনপি নেতা ওসমান গনিকে জামিনের ব্যবস্থা করার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

খ: আওয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম

ঘর,প্রেম ও মানবতার গান

===================

    🖊️হায়দার খালীদ

মাটির ঘরে সকাল আসে, ধোঁয়া ওঠে চুলোর ধারে,

মায়ের গলায় ঘুমপাড়ানি গান, শিশুরা ঘুম ভাঙে কারে?

খেজুর পাতার খড়ের ছাওয়া, পুকুরঘাটে ভেজা জল,

গৃহস্থালীর মায়া-গন্ধে বেঁচে ওঠে প্রাণের দল।

চাষার ঘামে সোনার দানা, মাঠে জন্মে ফসলের গান,

স্ত্রীর চোখে নীল দিগন্তে স্বপ্ন রাখে সারা প্রাণ।

কিশোর কিশোরী প্রেমে ভেসে নদীর তীরে বাঁধে আশা,

চিঠির পাতায় অক্ষর হয়ে ফুটে ওঠে ভালবাসা।

কিন্তু সমাজ! হায় সমাজ! আঁধার মাখা দেয়াল ঘেরা,

সত্যকে করে তুচ্ছ তারা, মিথ্যা পায় সোনার সেরা।

অসঙ্গতির বিষাক্ত শ্বাসে নষ্ট হয় কত হৃদয়,

অন্যায়ের রুদ্র ঝড়ে কেঁদে ওঠে দিগন্তময়।

তবুও প্রেম থামে না কিছুতেই—

হাতে হাত রেখে দু’জন মানুষ

বলে যায় ধ্বনি—আহবান,

“মানুষের আগে ধর্ম নয়,

মানবতার আগুনে জ্বলে সব আলোর নিশান।”

পাহাড় ডাক দেয় শক্তির মতো,

তাদের বুকে দাঁড়িয়ে থাকে শত সহস্র বছর,

নদী গেয়ে যায় চিরন্তন স্রোতের সুরে—

কখনো শান্ত, কখনো প্রলয় ভরা মহাস্বর।

যখন বন্যা নেমে আসে—

চোখের জলে ভেসে যায় ঘর,

শিশুরা হারায় নৌকার খোঁজে,

ধানের খেতে জমে শুধু শোকের ঘোর।

আবার কখনো খরা এসে,

পুড়িয়ে দেয় ধানের স্বপ্ন,

ফেটে যায় মাটির বুক,

শুকিয়ে যায় নদীর কণ্ঠ।

তবু এই অন্ধকার ভেদ করে

মানুষ দাঁড়ায় মানুষের পাশে,

ভাঙা ঘরে, ক্ষুধার রাতে

এক মুঠো ভাতও ভাগ হয় ভালোবাসায়।

প্রেম তখন শুধু দেহের নয়,

প্রেম তখন মানুষ বাঁচানোর হাত,

মানবতার গান হয়ে ওঠে

দুর্ভিক্ষের বুক ভেদ করা শক্তির বাতাস।

যতই আঁধার নামুক সমাজে,

যতই অন্যায় ছড়াক বিষ,

ঘরের আলো, প্রেমের গান,

পাহাড়-নদীর ডাক, আর মানবতা—

সবাই মিলে হয়ে ওঠে এক মহাকাব্য,

জীবনকে শেখায়—

“মানুষের জন্য মানুষই আশ্রয়,

মানবতার আগুনেই বাঁচে আগামী।”

কুড়িগ্রামে রাজারহাটে পাওনা টাকা চাওয়ায় স্বামী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর উপর ব্যাপক মারধর

মোঃ নাহিদ হাসান রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম
কুড়িগ্রামে রাজারহাটে পাওনা টাকা চাওয়ায় স্বামী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর উপর ব্যাপক মারধর

কুড়িগ্রামে রাজারহাটের, রাজারহাট ইউনিয়নের,দেবী চরণ গ্রামে আজ সকাল ১০ঃ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আনিসুর রহমান জানান, আমরা পাওনা টাকা চাইতে গেলে আমি ও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আফরোজা বেগমকে নির্মমভাবে মারধর করে লুৎফর রহমান ও তাঁর দুই ছেলে। আনিসুর রহমান বলেন, আমি ও আমার স্ত্রী কে রামদা দিয়ে হাত এবং মাথায় কুপিয়ে মারার চেষ্টা করে অভিযোগ এনে আনিসুর রহমান আরো বলেন, আমার মাথায় চোট লাগে এবং আমার স্ত্রী আমাকে বাঁচাতে গেলে তার আমার স্ত্রীর হাতে ব্যাপক মারধর করে, যদিও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তসত্ত্বা থাকায় পেটের মধ্যে পা দিয়ে লাথি মারার কারণে এখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আনিসুর রহমানের কাছে থেকে ৫৫ হাজার টাকা কেড়ে নেয়। এবং পাওনা টাকা চাইতে গেলে, এই ঘটনাটির শিকার হয় আনিসুর রহমান ও তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। এ ঘটনায় এলাকাবাসীর লুৎফা রহমান ও তার দুই ছেলে উপর অনেক ক্ষোভ প্রকাশ করে তাদের বিচারের দাবি করে ও আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি জানায় এলাকাবাসী।

কাহালু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রবি সভাপতি, সাঈদ সম্পাদক, দেলোয়ার সাংগঠনিক সম্পাদক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২১ পিএম
কাহালু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রবি সভাপতি, সাঈদ সম্পাদক, দেলোয়ার সাংগঠনিক সম্পাদক

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার কাহালু রেল স্টেশনের সংলগ্ন কাহালু উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ৭১ ভিশনের স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদুল ইসলাম রবি। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ মোরশেদুল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক দেশ সেবার কাহালু উপজেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন।

এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন—

সহ-সভাপতি: মোঃ নজরুল ইসলাম (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার সোনার দেশ)

দপ্তর সম্পাদক: মোঃ রাসেল হোসেন (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ)

কার্যকরী সদস্য: মোঃ আব্দুল মান্নান, মোঃ আলামিন হোসেন, সেলিম চৌধুরী।

সভা শেষে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।