শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

ছাগলনাইয়ায় আমরা মটুয়াবাসীর ইফতার মাহফিল

মশি উদ দৌলা রুবেল ফেনী প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ২:০৪ পিএম | 115 বার পড়া হয়েছে
ছাগলনাইয়ায় আমরা মটুয়াবাসীর ইফতার মাহফিল

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার একটি সামাজিক সংগঠন”আমরা মটুয়াবাসীর উদ্যোগে ইফতার মাহফিল গ্রামবাসীর মিলনমেলায় পরিণত হয়েছে।শুক্রবার বিকেলে ছাগলনাইয়া পৌরসভার পুরাতন আদালত মাঠে আয়োজিত ইফতারে সর্বস্তরের মানুষের ঢল নামে।ছাগলনাইয়া পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর প্যানেল মেয়র আলহাজ্ব ইউসুফ মজুমদারের সভাপতিত্বে ও ডাঃ সাখাওয়াত হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার(ছাগলনাইয়া সার্কেল)ওয়ালী উল্লাহ,উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহাম্মদ মজুমদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ চৌধুরী,উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোঃআলমগীর বিএ,ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃনজরুল ইসলাম উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন,কলেজ রোড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স তারেক মোটর্সের স্বত্বাধিকারী বদরুদ্দোজা ভূঁইয়া তারেক,বিশিষ্ট ব্যবসায়ী কাজী জাহাঙ্গীর আলম,মনির ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী মোঃ জয়নাল আবেদীন,ছাগলনাইয়া পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন জয়,মটুয়ার সন্তান আবদুল হালিম হারুন,হাফেজ কামরুল আহসান ভূঁইয়া,মাওলানা মিনহাজুর রহমান,শহিদ উল্লাহ মজুমদার বলি,ওয়ার্ড জামায়াতের আমির আবদুল মতিন মেহেদী,শাহেদুল হক,ফারুক আহমেদ,এডভোকেট প্রিন্স মাহমুদ চৌধুরী,প্রমুখ।বক্তারা বলেন,মুসলিম হয়ে আর এক মুসলিমের প্রতি আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।গ্রামের সকল মানুষ এই দোয়া ও ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন।মটুয়া গ্রামবাসী এক সাথে ইফতার করতে পারায় আনন্দের পাশাপাশি সবার সহযোগিতায় এই আয়োজন সুন্দর ও সফল হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।ইফতার মাহফিল আয়োজক কমিটির পক্ষ থেকে মোঃজয়নাল আবেদীন ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করায় এলাকা বাসীর প্রতি মোবারকবাদ জানান।তিনি বলেন,এলাকার কৃতি সন্তান,বিশিষ্ট শিল্পপতি নুরুল আমিন ফারুক,সৌদি প্রবাসী ব্যবসায়ী আবু তৈয়ব সুমন,ব্যবসায়ী বদরুদ্দোজা ভূঁইয়া তারেক,আবদুল মন্নান মিয়াজী ও ওয়াজি উল্লাহ ভূঁইয়া সহ ইফতার পার্টিতে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।ভবিষ্যতে তাদের সহযোগিতা অব্যাহত থাকলে আরও সুন্দর ও সুশৃঙ্খল ইফতার মাহফিল আয়োজন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নাসির আহাম্মদ ইফতারের পূর্বে দেশ ও জনগণের অব্যাহত শান্তি,অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

 

খ: আওয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম

ঘর,প্রেম ও মানবতার গান

===================

    🖊️হায়দার খালীদ

মাটির ঘরে সকাল আসে, ধোঁয়া ওঠে চুলোর ধারে,

মায়ের গলায় ঘুমপাড়ানি গান, শিশুরা ঘুম ভাঙে কারে?

খেজুর পাতার খড়ের ছাওয়া, পুকুরঘাটে ভেজা জল,

গৃহস্থালীর মায়া-গন্ধে বেঁচে ওঠে প্রাণের দল।

চাষার ঘামে সোনার দানা, মাঠে জন্মে ফসলের গান,

স্ত্রীর চোখে নীল দিগন্তে স্বপ্ন রাখে সারা প্রাণ।

কিশোর কিশোরী প্রেমে ভেসে নদীর তীরে বাঁধে আশা,

চিঠির পাতায় অক্ষর হয়ে ফুটে ওঠে ভালবাসা।

কিন্তু সমাজ! হায় সমাজ! আঁধার মাখা দেয়াল ঘেরা,

সত্যকে করে তুচ্ছ তারা, মিথ্যা পায় সোনার সেরা।

অসঙ্গতির বিষাক্ত শ্বাসে নষ্ট হয় কত হৃদয়,

অন্যায়ের রুদ্র ঝড়ে কেঁদে ওঠে দিগন্তময়।

তবুও প্রেম থামে না কিছুতেই—

হাতে হাত রেখে দু’জন মানুষ

বলে যায় ধ্বনি—আহবান,

“মানুষের আগে ধর্ম নয়,

মানবতার আগুনে জ্বলে সব আলোর নিশান।”

পাহাড় ডাক দেয় শক্তির মতো,

তাদের বুকে দাঁড়িয়ে থাকে শত সহস্র বছর,

নদী গেয়ে যায় চিরন্তন স্রোতের সুরে—

কখনো শান্ত, কখনো প্রলয় ভরা মহাস্বর।

যখন বন্যা নেমে আসে—

চোখের জলে ভেসে যায় ঘর,

শিশুরা হারায় নৌকার খোঁজে,

ধানের খেতে জমে শুধু শোকের ঘোর।

আবার কখনো খরা এসে,

পুড়িয়ে দেয় ধানের স্বপ্ন,

ফেটে যায় মাটির বুক,

শুকিয়ে যায় নদীর কণ্ঠ।

তবু এই অন্ধকার ভেদ করে

মানুষ দাঁড়ায় মানুষের পাশে,

ভাঙা ঘরে, ক্ষুধার রাতে

এক মুঠো ভাতও ভাগ হয় ভালোবাসায়।

প্রেম তখন শুধু দেহের নয়,

প্রেম তখন মানুষ বাঁচানোর হাত,

মানবতার গান হয়ে ওঠে

দুর্ভিক্ষের বুক ভেদ করা শক্তির বাতাস।

যতই আঁধার নামুক সমাজে,

যতই অন্যায় ছড়াক বিষ,

ঘরের আলো, প্রেমের গান,

পাহাড়-নদীর ডাক, আর মানবতা—

সবাই মিলে হয়ে ওঠে এক মহাকাব্য,

জীবনকে শেখায়—

“মানুষের জন্য মানুষই আশ্রয়,

মানবতার আগুনেই বাঁচে আগামী।”

কুড়িগ্রামে রাজারহাটে পাওনা টাকা চাওয়ায় স্বামী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর উপর ব্যাপক মারধর

মোঃ নাহিদ হাসান রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম
কুড়িগ্রামে রাজারহাটে পাওনা টাকা চাওয়ায় স্বামী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর উপর ব্যাপক মারধর

কুড়িগ্রামে রাজারহাটের, রাজারহাট ইউনিয়নের,দেবী চরণ গ্রামে আজ সকাল ১০ঃ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আনিসুর রহমান জানান, আমরা পাওনা টাকা চাইতে গেলে আমি ও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আফরোজা বেগমকে নির্মমভাবে মারধর করে লুৎফর রহমান ও তাঁর দুই ছেলে। আনিসুর রহমান বলেন, আমি ও আমার স্ত্রী কে রামদা দিয়ে হাত এবং মাথায় কুপিয়ে মারার চেষ্টা করে অভিযোগ এনে আনিসুর রহমান আরো বলেন, আমার মাথায় চোট লাগে এবং আমার স্ত্রী আমাকে বাঁচাতে গেলে তার আমার স্ত্রীর হাতে ব্যাপক মারধর করে, যদিও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তসত্ত্বা থাকায় পেটের মধ্যে পা দিয়ে লাথি মারার কারণে এখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আনিসুর রহমানের কাছে থেকে ৫৫ হাজার টাকা কেড়ে নেয়। এবং পাওনা টাকা চাইতে গেলে, এই ঘটনাটির শিকার হয় আনিসুর রহমান ও তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। এ ঘটনায় এলাকাবাসীর লুৎফা রহমান ও তার দুই ছেলে উপর অনেক ক্ষোভ প্রকাশ করে তাদের বিচারের দাবি করে ও আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি জানায় এলাকাবাসী।

কাহালু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রবি সভাপতি, সাঈদ সম্পাদক, দেলোয়ার সাংগঠনিক সম্পাদক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২১ পিএম
কাহালু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রবি সভাপতি, সাঈদ সম্পাদক, দেলোয়ার সাংগঠনিক সম্পাদক

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার কাহালু রেল স্টেশনের সংলগ্ন কাহালু উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ৭১ ভিশনের স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদুল ইসলাম রবি। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ মোরশেদুল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক দেশ সেবার কাহালু উপজেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন।

এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন—

সহ-সভাপতি: মোঃ নজরুল ইসলাম (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার সোনার দেশ)

দপ্তর সম্পাদক: মোঃ রাসেল হোসেন (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ)

কার্যকরী সদস্য: মোঃ আব্দুল মান্নান, মোঃ আলামিন হোসেন, সেলিম চৌধুরী।

সভা শেষে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।