রবিবার, ৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
রবিবার, ৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আত্রাইয়ে তৌহিদী ছাত্র জনতার উদ্যোগে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আল আমিন মিলন আত্রাই, নওগাঁ প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১:৪২ পিএম | 47 বার পড়া হয়েছে
আত্রাইয়ে তৌহিদী ছাত্র জনতার উদ্যোগে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:-নওগাঁর আত্রাইয়ে তৌহিদী ছাত্র জনতার আয়োজনে শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মাজলুম ফিলিস্তিনের মুক্তির দাবিতে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আত্রাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মিছিলটি বের হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী,নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম।তিনি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মসজিদুল আকসা পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো ভূমিকা রাখার দাবি করেন।
এ সময় তিনি বলেন,”ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলের অব্যাহত নিপীড়ন ও আগ্রাসন মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্ববাসীকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা এবং ফিলিস্তিনের মানুষের অধিকার। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানাই।
মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা ফিলিস্তিনের মুক্তি ও মসজিদুল আকসা পুনরুদ্ধারের দাবিতে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে সংগঠিত হওয়ার এবং ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শাহিন আহমেদ,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,আত্রাই উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ মতিউর রহমান শাহিন,মোল্লা আজাদের কলেজের ছাত্র মাহফুজ রহমান,মোহাম্মদ বিপ্লব হোসাইন,শানভীর রহমান ,মোঃ রোহান ,তানভীর হোসাইন প্রমুখ।

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে জ্বালানী উপদেষ্টা

বার্তা সংস্থা পিপ (পাবনা) প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ১২:১৪ এএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে জ্বালানী উপদেষ্টা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনকালে অন্তর্বতী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রকল্প এবং প্রকল্প সংশ্লিষ্ঠদের সকল পর্যায়ের কাজ জরুরী ভিত্তিতে শেষ করে গ্রীডলাইনে বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন। এসময় তিনি বলেন,‘আমরা শুধু চাই চাই করি। কিন্তু দেশকে কি দিলাম, কর্মরত প্রতিষ্ঠানের জন্য কতটুকু কাজ করলাম কি এর কোন হিসাব করি না।’ এসময় তিনি দুর্নীতিমুক্ত এবং দোষ-ক্রুটিমুক্ত দেশ গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।

শনিবার (৩ মে) মুহাম্মদ ফাওজুল কবির খান নির্মাণাধীন ঈশ্বরদীর রুপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা এবং টাওয়ারসহ গ্রীড লাইনের সকল কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

পরে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সড়ক বিভাগ, রেলওয়ে, পিজিসিবি, বিটিসিএল, রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান এতমষ্ট্রয় এক্সপোর্ট এবং গ্রীডলাইনের ঠিকাদারী প্রতিষ্ঠানসহ প্রকল্পের বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেন। সভায় পিছিয়ে পড়া গ্রীডলাইনের কাজ দ্রুত শেষ করা নির্দেশনা দেওয়া হয়। জ্বালানী উপদেষ্টা এসময় তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ক্রয়ের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিউকিয়ার পাওয়ার প্লাান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর সাথে পিপিএ স্বাক্ষরের বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্তের কথা পূর্ণব্যক্ত করেন। বৈঠকে গ্রীডলাইনের ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ হতে আগামী ৩০ মে এর মধ্যে গ্রীড লাইনের সকল কাজ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্বে) ড. মো. কামরুল হুদা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম, পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশীদ খান, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর ম্যানেজিং ডিরেক্টর ও রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট প্রকলের পিডি ড. মো. জাহেদুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫, ১১:২৮ পিএম
বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন গণমাধ্যম কমিশন বাস্তবায়নের জন্য বাংলাদেশ প্রেস ক্লাব এর আহ্বান।

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য “মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি”।

স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা করে তা বাস্তবায়নের জন্য, সাংবাদিকতায় মৌলিক নীতিমালা অনুসরণ করার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। তাহারই ধারাবাহিকতা বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব গণমাধ্যম দিবসে সাংবাদিকতার স্বাধীনতা,গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্বরত অবস্থায় ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠানে।
বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ ৩ মে শনিবার ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে বেলা ৩টায় নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। কিন্তু আজ সেই বিবেককে বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে। তারা বলেন, দেশে বারবার সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, হয়রানি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনের অপব্যবহার করে কণ্ঠরোধের চেষ্টা চলছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে জনগণের তথ্য জানার অধিকার বিপন্ন হয়। অবিলম্বে সাংবাদিক নির্যাতনের বিচার এবং এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা। বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি শামীম তালুকদারের সভাপতিত্বে ও মহানগর শাখার সভাপতি আমিনুল ইসলাম রাব্বির সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মীর মো: খালেদ হাসান, সাংগঠনিক সম্পাদক সজিব রাজভর বিপিন, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সাহা বিষু, দফতর সম্পাদক মো. রাফিউল ইসলাম হায়দার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম, নেত্রকোনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল, সাংবাদিক মকবুল হোসেন সাংবাদিক আব্দুল মান্নান খান প্রমুখ।

ফেনীর ছাগলনাইয়ার মনুরহাটের পশ্চিম দেবপুর গ্রামে বজ্রপাতে দিনমজুর বেলালের মৃত্যু

মশি উদ দৌলা রুবেল ফেনী: প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫, ১১:২৬ পিএম
ফেনীর ছাগলনাইয়ার মনুরহাটের পশ্চিম দেবপুর গ্রামে বজ্রপাতে দিনমজুর বেলালের মৃত্যু

ফেনীর ছাগলনাইয়ার মনুরহাটের পশ্চিম দেবপুর গ্রামে

বজ্রপাতে দিনমজুর বেলালের মৃত্যু হয়েছে।ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুরে কৃষিকাজ করার সনয় হঠাৎ বজ্রপাতে বেলাল হোসেন (৫০)নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে।শনিবার দুপুরের দিকে পশ্চিম দেবপুরে কৃষি জমিতে ধান কাটার সময় বজ্রপাতে বেলালের মৃত্যু হয়।জানা যায়,পশ্চিম দেবপুরের আবদুল করিম মজুমদারের কৃষি জমিতে বেলালসহ ৬ দিনমজুর ধান কাটার কাজ করছিল। আকস্মিক বজ্রপাতে দিনমজুর বেলালের মুত্যু হয়।নিহত বেলাল লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের মৃত মো:উল্যাহর পুত্র।তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ শনিবার বিকালে বেলালের মৃত দেহ থানায় নিয়ে আসে

error: Content is protected !!