বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ফেনীতে শিয়ালের মাংস বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানা

মশি উদ দৌলা রুবেল ফেনী: প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫, ১১:২১ পিএম | 42 বার পড়া হয়েছে
ফেনীতে শিয়ালের মাংস বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানা

ফেনীর আজকে রাজাঝিরদীঘির পাড়ে শিয়ালের মাংস বিক্রি করায় ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার

এর নেতৃত্ব মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয় এক ব্যাক্তিকে।ফেনী শহরের রাজাঝিরদিঘীর পাড়ে শিয়ালের মাংস বিক্রয় করায় কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।ফেনী শহরের রাজাঝিরদিঘীর পশ্চিম পাড়ে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রয় করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযুক্ত ব্যক্তির পরিচয় ওসমান গনি,পিতা-জয়নাল আবেদীন,দক্ষিণ জয়লস্কর,দাগনভুঞা,ফেনী।৩ মে শনিবার রাত্রে অভিযান পরিচালনা করেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।এই সময় তিনি আরও বলেন জনস্বার্থে ফেনী জেলা প্রশাসন এর অভিযানে অব্যাহত থাকবে।

মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২

নীলফামারীতে জলঢাকা উপজেলা ছাত্রদল ও জলঢাকা পৌর ছাত্রদল এবং কলেজ শাখার স্মারকলিপি প্রদান

জসিনুর রহমান জেলা প্রতিনিধি (নীলফামারী) প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৯:৪৫ এএম
নীলফামারীতে জলঢাকা উপজেলা ছাত্রদল ও জলঢাকা পৌর ছাত্রদল এবং কলেজ শাখার স্মারকলিপি প্রদান

জলঢাকা উপজেলা ও পৌর শাখা এবং কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে
তুহিন ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবিতে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেন ছাত্রনেতা,মজতাজুল হক মিঠু,আহ্বায়ক, জলঢাকা উপজেলা ছাত্রদল,মেনহাজুল হক রানা,সদস্য সচিব জলঢাকা পৌর ছাত্রদল,হারুন আর রশিদ, যুগ্ন,আহ্বায়ক, জলঢাকা উপজেলা ছাত্রদল,আব্দুল্লাহ আল কাফি (রিশাদ), সাবেক সদস্য ঢাকা জেলা ছাত্রদল ও সংগ্রামী ছাত্রনেতা, জলঢাকা উপজেলা শাখা ছাত্রদল,আশিক ইসলাম,ছাত্রনেতা,জলঢাকা পৌর ছাত্রদল সহ জলঢাকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফজলে রাব্বি রুপক, সোহাগ,শুভ,মুকুল,মন্জুরুল,মাসুম সহ-জলঢাকার সর্বস্তরের ছাত্রদলের নেতাকর্মীরা।
তাদের দাবি একটাই,অবিলম্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে,ইন্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর নামে সকল অবৈধ মামলা অতিদ্রুত প্রত্যাহার করে, নিঃশর্ত মুক্তির দাবি জানান ছাত্রনেতারা!

নবাগত তত্বাবধায়ক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা নেতৃবৃন্দরা

মোঃ কাওছার মিয়া দিপু (জেলা প্রতিনিধি বগুড়াঃ প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১১:৫৭ পিএম
নবাগত তত্বাবধায়ক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা নেতৃবৃন্দরা

২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়ায় নবাগত তত্বাবধায়ক/ উপপরিচালক ডাঃ মোঃ মজিদুল ইসলাম স্যারের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটি এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দরা।।

সেই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী হাসপাতালে আর.এম.ও ডাঃ মোঃ রাশেদুল ইসলাম রনি স্যারের।

মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটি এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এম-ট্যাব ও বিএমটিএ জেলা কমিটির সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম, এম-ট্যাব ও ডেন্টাল পরিষদের বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন বিশ্বাস তন্ময়, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার, দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ আল মাহমুদ রাজু, সদস্য ও মেডিকেল টেকনোলজিস্ট রক্ত পরিসঞ্চালন বিভাগ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মোঃ ফিরোজ আহমেদ, মোঃ মেহেদী হাসান, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বগুড়া (আই.এইচ.টি) প্যাথলজি ডিপার্টমেন্টের ইনচার্জ মোঃ শাহজাহান আলী, মোহাম্মদ আলী হাসপাতালে প্যাথলজি বিভাগের ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, রক্ত পরিসঞ্চালন বিভাগের ইনচার্জ মোঃ এটিএম আমিনুল হক, রেডিওলজি ডিপার্টমেন্টের ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কাশেম প্রমুখ।।

শিবচরে নদীতে নিখোঁজ তরুণীর দুই দিন পর মরদেহ উদ্ধার

মোঃ আলী শেখ, মাদারীপুর প্রতিনিধি : প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১১:৫৪ পিএম
শিবচরে নদীতে নিখোঁজ তরুণীর দুই দিন পর মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ জান্নাতুল আক্তারের (১৬) মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে তার স্বজনেরা। সোমবার (৫ মে) ভোরে উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গত শনিবার (৩ মে) দুপুরে ফুপাত বোনকে নিয়ে গোসল করতে এসে জান্নাতুল আক্তার স্রোতে তলিয়ে যায়।

চরকামারকান্দি এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে নৌপুলিশ এবং নিহতের স্বজনেরা, ঘটনাস্থলে আসে। মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকজন শনাক্ত করে।

নিহত জান্নাতুল উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। গত শুক্রবার নদীর পাড় সংলগ্ন চরশ্যামাইল এলাকায় ফুপু বাড়িতে বেড়াতে আসে জান্নাতুল। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্রী ছিল।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, শনিবার নদীতে নিখোঁজ, তরুণীর মরদেহ
সোমবার ভোরে নৌপুলিশ নদী থেকে উদ্ধার করেছে।

error: Content is protected !!