শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

রামগড় স্থলবন্দর পরিদর্শনে অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৩ পিএম | 139 বার পড়া হয়েছে
রামগড় স্থলবন্দর পরিদর্শনে অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম

খাগড়াছড়ির রামগড় সীমান্ত বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু ১ সংলগ্ন “রামগড় স্থলবন্দর” ও প্যাসেন্জার টার্মিনাল পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়াধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের গঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম ও কমিটির সদস্য বৃন্দ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আহবায়ক কমিটি সদস্যগন রামগড় স্থলবন্দর পরিদর্শনে আসেন। বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন এবং বন্দরের অবকাঠামো নির্মাণে সরেজমিন পরিদর্শন করেন। পরে বন্দরের অধিগ্রহণকৃত জমি ও মৈত্রী সেতু ১ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিকাল ৩টার দিকে রামগড় আন্তর্জাতিক প্যাসিঞ্জার টার্মিনাল সম্মেলন কক্ষে রামগড় স্থলবন্দরের অংশীজনদের এবং স্থলবন্দর সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সভা শেষে রামগড় স্থলবন্দর বিষয়ে কমিটির আহবায়ক জনাব মুহিদুল ইসলাম উপস্থিত স্থানীয় সাংবাদিক ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক, সি এন্ড এফ সকল অংশীজনদের মতামতকে সর্বোচ্চ গুরুত্বারোপ করে রামগড় স্থলবন্দর বিষয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হবে যা দেশ ও জনগণের জন্য কল্যাণ সাধিত হবে বলে জানান।

পরে মতবিনিময় সভা শেষে বিকাল ৫টায় ফেনীর উদ্দেশ্যে রামগড় ত্যাগ করেন। জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি সকালে বিলোনিয়া স্থলবন্দর পরিদর্শনসহ অংশীদারদের সাথে মতবিনিময় করবেন গঠিত আহবায়ক কমিটি।

এতে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, বাস্থবকের সদস্য ট্রাফিক (যুগ্ম সচিব) মো: শামীম আলম, ফেনী ব্যা: ৪ (বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মো: মোশারফ হোসেন জি+, ২৪ পদাতিক ডিবিশন, সদর দপ্তর, পদাতিক জিএসও-১(অপস) এএফডব্লিওসি লে: কর্ণেল জে. এ. এম. বখতিয়ার উদ্দিন, কাস্টমসের এক্সাইস ও ভ্যাট কমিশনারেট, যুগ্ম কমিশনার মো: পায়েল পাশা, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো: গোলাম কবির, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব শরিফ রায়হান কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (দক্ষিণ এশিয়া-১) পরিচালক মোহাম্মদ মনোয়র মোকাররম, রামগড় ৪৩ বিজিবি’র জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ ইমাম হোসেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, ইউএনও মাটিরাঙা ও অতিরিক্ত দায়িত্বে রামগড় ইউএনও মঞ্জুর আলম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব টিনা পাল, রামগড় স্থলবন্দরের পোর্ট ইনচার্জ মোহাম্মদ আমান উল্লাহ, অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় রামগড় স্থলবন্দরের ডেপুটি ইনচার্জ এস এম মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন রামগড় স্থলবন্দরের ইনচার্জ মোহাম্মদ আমান উল্লাহ।

খ: আওয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম

ঘর,প্রেম ও মানবতার গান

===================

    🖊️হায়দার খালীদ

মাটির ঘরে সকাল আসে, ধোঁয়া ওঠে চুলোর ধারে,

মায়ের গলায় ঘুমপাড়ানি গান, শিশুরা ঘুম ভাঙে কারে?

খেজুর পাতার খড়ের ছাওয়া, পুকুরঘাটে ভেজা জল,

গৃহস্থালীর মায়া-গন্ধে বেঁচে ওঠে প্রাণের দল।

চাষার ঘামে সোনার দানা, মাঠে জন্মে ফসলের গান,

স্ত্রীর চোখে নীল দিগন্তে স্বপ্ন রাখে সারা প্রাণ।

কিশোর কিশোরী প্রেমে ভেসে নদীর তীরে বাঁধে আশা,

চিঠির পাতায় অক্ষর হয়ে ফুটে ওঠে ভালবাসা।

কিন্তু সমাজ! হায় সমাজ! আঁধার মাখা দেয়াল ঘেরা,

সত্যকে করে তুচ্ছ তারা, মিথ্যা পায় সোনার সেরা।

অসঙ্গতির বিষাক্ত শ্বাসে নষ্ট হয় কত হৃদয়,

অন্যায়ের রুদ্র ঝড়ে কেঁদে ওঠে দিগন্তময়।

তবুও প্রেম থামে না কিছুতেই—

হাতে হাত রেখে দু’জন মানুষ

বলে যায় ধ্বনি—আহবান,

“মানুষের আগে ধর্ম নয়,

মানবতার আগুনে জ্বলে সব আলোর নিশান।”

পাহাড় ডাক দেয় শক্তির মতো,

তাদের বুকে দাঁড়িয়ে থাকে শত সহস্র বছর,

নদী গেয়ে যায় চিরন্তন স্রোতের সুরে—

কখনো শান্ত, কখনো প্রলয় ভরা মহাস্বর।

যখন বন্যা নেমে আসে—

চোখের জলে ভেসে যায় ঘর,

শিশুরা হারায় নৌকার খোঁজে,

ধানের খেতে জমে শুধু শোকের ঘোর।

আবার কখনো খরা এসে,

পুড়িয়ে দেয় ধানের স্বপ্ন,

ফেটে যায় মাটির বুক,

শুকিয়ে যায় নদীর কণ্ঠ।

তবু এই অন্ধকার ভেদ করে

মানুষ দাঁড়ায় মানুষের পাশে,

ভাঙা ঘরে, ক্ষুধার রাতে

এক মুঠো ভাতও ভাগ হয় ভালোবাসায়।

প্রেম তখন শুধু দেহের নয়,

প্রেম তখন মানুষ বাঁচানোর হাত,

মানবতার গান হয়ে ওঠে

দুর্ভিক্ষের বুক ভেদ করা শক্তির বাতাস।

যতই আঁধার নামুক সমাজে,

যতই অন্যায় ছড়াক বিষ,

ঘরের আলো, প্রেমের গান,

পাহাড়-নদীর ডাক, আর মানবতা—

সবাই মিলে হয়ে ওঠে এক মহাকাব্য,

জীবনকে শেখায়—

“মানুষের জন্য মানুষই আশ্রয়,

মানবতার আগুনেই বাঁচে আগামী।”

কুড়িগ্রামে রাজারহাটে পাওনা টাকা চাওয়ায় স্বামী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর উপর ব্যাপক মারধর

মোঃ নাহিদ হাসান রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম
কুড়িগ্রামে রাজারহাটে পাওনা টাকা চাওয়ায় স্বামী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর উপর ব্যাপক মারধর

কুড়িগ্রামে রাজারহাটের, রাজারহাট ইউনিয়নের,দেবী চরণ গ্রামে আজ সকাল ১০ঃ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আনিসুর রহমান জানান, আমরা পাওনা টাকা চাইতে গেলে আমি ও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আফরোজা বেগমকে নির্মমভাবে মারধর করে লুৎফর রহমান ও তাঁর দুই ছেলে। আনিসুর রহমান বলেন, আমি ও আমার স্ত্রী কে রামদা দিয়ে হাত এবং মাথায় কুপিয়ে মারার চেষ্টা করে অভিযোগ এনে আনিসুর রহমান আরো বলেন, আমার মাথায় চোট লাগে এবং আমার স্ত্রী আমাকে বাঁচাতে গেলে তার আমার স্ত্রীর হাতে ব্যাপক মারধর করে, যদিও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তসত্ত্বা থাকায় পেটের মধ্যে পা দিয়ে লাথি মারার কারণে এখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আনিসুর রহমানের কাছে থেকে ৫৫ হাজার টাকা কেড়ে নেয়। এবং পাওনা টাকা চাইতে গেলে, এই ঘটনাটির শিকার হয় আনিসুর রহমান ও তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। এ ঘটনায় এলাকাবাসীর লুৎফা রহমান ও তার দুই ছেলে উপর অনেক ক্ষোভ প্রকাশ করে তাদের বিচারের দাবি করে ও আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি জানায় এলাকাবাসী।

কাহালু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রবি সভাপতি, সাঈদ সম্পাদক, দেলোয়ার সাংগঠনিক সম্পাদক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২১ পিএম
কাহালু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রবি সভাপতি, সাঈদ সম্পাদক, দেলোয়ার সাংগঠনিক সম্পাদক

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার কাহালু রেল স্টেশনের সংলগ্ন কাহালু উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ৭১ ভিশনের স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদুল ইসলাম রবি। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ মোরশেদুল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক দেশ সেবার কাহালু উপজেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন।

এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন—

সহ-সভাপতি: মোঃ নজরুল ইসলাম (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার সোনার দেশ)

দপ্তর সম্পাদক: মোঃ রাসেল হোসেন (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ)

কার্যকরী সদস্য: মোঃ আব্দুল মান্নান, মোঃ আলামিন হোসেন, সেলিম চৌধুরী।

সভা শেষে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।