আটঘরিয়ার কৃতি সন্তান আর্মি অফিসার লেফটেন্যান্ট জান্নাতুল মাওয়া
পাবনা জেলার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন এর বংশীপাড়া গ্রামের মো: মোখলেছুর রহমান, (সাবেক সেনা সদস্য) ও মোছা: মাবিয়া খাতুন (গৃহিনী) এর কন্যা এবং আলাউদ্দিন খন্দকার এর নাতনী জান্নাতুল মাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর এডুকেশর কোর এর লেফটেন্যান্ট পদের জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছেন।
লে: জান্নাতুল খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর এডুকেশন কোর এ লেফটেন্যান্ট হিসেবে মনোনীত হয়েছেন।
জান্নাতুল এর এমন অর্জনে তার পরিবার, এলাকাবাসী সবাই আনন্দিত। জান্নাতুল এর স্কুল জীবনের এক শিক্ষক বলেন, জান্নাতুল ছোট থেকে অনেক মেধাবী, তার মেধার মাধ্যমে সে নিজেকে প্রমান করেছেন, জান্নাতুল এর এমন কৃতিত্ব অর্জনে আমি তার শিক্ষক হিসেবে অনেক বেশি আনন্দিত। তিনি আরো বলেন জান্নাতুল এর এমন সাফল্যে শুধু আটঘরিয়া বাসীর মুখ উজ্জল করে নাই পুরো পাবনা বাসীর মুখ উজ্জ্বল করেছে।








