“দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে সরকারী ভাবে কোন সমস্যা বাধানেই।
বেসরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত,সরকারি ভাবে শিক্ষক,প্রভাষক,
গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই।
দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা (ইউনিক)ঢাকা, বাংলাদেশ। বর্তমান চেয়ারম্যান ড.মাহফুজুর রাহমান বোর্ড অফ ট্রাস্টিজ দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা,এন্ড চেয়ারম্যান এটিএন বাংলা এন্ড এটিএন নিউজ লিমিটেড।
তিনি বলেন এই বিশ্ববিদ্যালয়ের সনদ দিয়ে নিয়োগ প্রাপ্ত সকলের জন্য সুখবর,এই বিশ্ববিদ্যালয়ের সনদ দিয়ে সরকারী বেসরকারী ইত্যাদি চাকুরী নিতে এবং বেতন ভাতা ইন্ডেক্স হতেও কোনো বাধা নেই। সরকার অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছেন,বিভিন্ন সময় অনেক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে আবার পুনরায় চালু হয়েছে,এমন ঘটনা অনেক ঘটেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর ওয়েব সাইটে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের নাম বৈধ তালিকায় আপলোড রয়েছে। অনুমোদিত বৈধ ক্যাম্পাস থেকে ছাত্র ছাত্রী বিভিন্ন বিষয়ের উপর ডিগ্রী ও মাষ্টার ডিগ্রী অর্জন করেন। গ্ৰন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে মাষ্টার ডিগ্রী অর্জন বৈধ সনদ,নিয়োগ পেতে সমস্যা নেই। কিছু কর্মকর্তার কারনে নিয়োগ প্রাপ্তগন এমন সমস্যায় সম্মুখীন হয়।সর্ব শেষ ২০১৫ সালের শেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে কমিটির মাধ্যমে অনেকেই নিয়োগ যোগদান বর্তমানে তাদের এখনো বেতন ভাতা হয়নি, ২০২৫সালে অডিড রিপোর্ট তাদের পক্ষে দিয়ে,বিভিন্ন স্কুল কলেজের তালিকা আঞ্চলিক পরিচালক মহোদয়গনকে, আগে এবং পরে অর্জিত সনদ কারো থাকলে মূল্যয়ন করে আপডেট তথ্য হালনাগাদ করে বিষয়টি মানবিক উন্নয়ন সৃষ্টি করতে অনুরোধ করা হলো।
দি ইউনিভার্সিটি অব কুমিল্লা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এটি ঢাকায় অবস্থিত, ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়,সেই প্রেক্ষিতে ড.মাহফুজুর রাহমান চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা এন্ড চেয়ারম্যান এটিএন বাংলা এন্ড এটিএন নিউজ লিমিটেড, বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান বলেন আমাদের সনদ অনলাইন ও অফিস ভেরিফাইড যাচাইকৃত সঠিক, বেতন ভাতা এমপিও পেতে কোন বাধা নেই। সরকারি নিয়মে প্রতিষ্ঠান স্থাপন পরিচালনা ইত্যাদি অনুমতি রয়েছে। গত ২৮/০১/২০১৮ ইং তারিখের স্বারক নং ইউজিসি/প্রশা:/লিগ্যাল/৭০(১)২০১৪/৭৬৩
সূত্র -শিক্ষা/শা:১৭/১০এম-১৪/৮-৯(২)অংশ -১)/৮০০,
তারিখ ২৯/১১/২০১৭ পুনরায় শিক্ষা কার্যক্রম চালুকরনের অনুমতি আদেশ দেন। দি ইউনিভার্সিটি অব কুমিল্লা ৯বি পলওয়েল কর্নেশন, সেকশন -৮, উওরা, ঢাকা ১২৩০, একমাত্র প্রধান ক্যাম্পাস। এই ইউনিভার্সিটি স্থাপিত হয় ১৯৯৫ সালে। বোর্ড অফ ট্রাস্টি এর চেয়ারম্যান জনাব, প্রফেসর ড.মোঃ জিয়াউল করিম উজ্জ্বল, ভাইস চেয়ারম্যান প্রফেসর জনাব মোঃ কালাম হোসেন তাদের বক্তব্য দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা এর সকল ছাত্র ছাত্রীদের সনদ পত্র বৈধ। তাদেরকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে যোগদান করে চাকুরী করার ন্যায্য অধিকার রয়েছে। এতদিন পরে এসে দয়া করে তাদের কোন সমস্যা করবেননা। তাদের মন্তব্য খুব চমৎকার করে দিতে আপনার দৃষ্টি কামনা করছি। সরকারি বিধি মোতাবেক এই বিশ্ববিদ্যালয়ের সনদ দিয়ে সরকারী, বেসরকারী, স্বায়ত্তশাসিত, সকল ক্ষেত্রে চাকুরী করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে ইন্ডেক্স ও বেতন দিতে কোনো বাধা নেই। সকল নিয়োগ প্রাপ্তদের ছাড় করনে আঞ্চলিক শিক্ষা অফিস পরিচালক মহোদয়গনকে, প্রশাসন নির্দেশ প্রদান করেছেন।
অনুলিপি: (১)মহাপরিচালক-২ মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা,প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁও ঢাকা
(২)জনাব হাসান আরিফ সাবেক এটর্নি জেনারেল, এডভোকেট সুপ্রিম কোর্ট, চেম্বার: সি-২/১২,আল বারাকা টাওয়ার ২৪২ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫ ।
(৩) উপ-পরিচালক, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ, ইউজিসি ঢাকা ।
(৪) একান্ত সচিব (উপ-সচিব) চেয়ারম্যান মহোদয়ের দপ্তর ইউজিসি ঢাকা।
(৫) সিনিয়র সহকারী সচিব, সদস্য প্রফেসর ড.মো: আখতার হোসেন মহোদয়ের দপ্তর, ইউজিসি ঢাকা।
৬/ব্যক্তিগত কর্মকর্তা, সচিব মহোদয়ের দপ্তর,ইউজিসি ঢাকা। ৭-৮/নথি/ মহানতি।
উল্লেখ্য মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চে ১৬৭১/২০১৪ নং রীট পিটিশন চূড়ান্ত ভাবে আদেশ প্রদান করেন যে,দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা পুনরায় শিক্ষা কার্যক্রম চালুকরনের অনুমতি প্রাপ্ত হয়েছেন, দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা এর সনদ বৈধ, চাকুরী পেতে কোন সমস্যা নেই। ঠিকানা: শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত একাডেমিক ভবন: ৯/বি পল ওয়েল কর্নেশন, সেকশন -৮, উওরা, ঢাকা ১২৩০,
ট্রাস্ট অফিস: ২২৮/ক, কুড়িল প্রগতি স্বরনী, লেভেল -৩ (দক্ষিণ পাশে) ভাটারা, ঢাকা
১২২৯, email: unicedu.ac
যোগাযোগ
০১৯৭২১১১৭২১
ছাত্র ছাত্রী ভর্তি করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমতি পেয়েছেন। বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন,সুপ্রিম কোর্ট অনুমতি ও আদেশ প্রদান করেছেন কোন সমস্যা নেই।
দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার উর্ধ্বতন কর্তৃপক্ষগন পুনরায় শিক্ষা কার্যক্রম চালুকরনের অনুমতি আদেশ পাওয়ায় আন্তরিক ভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।








