রুবিনা শেখ
ওরে মন, কেন তুই অসান্ত
ওরে মন, কেন তুই অসান্ত,
আজ ঝড় বয়ে যায় হৃদয়-আঙিনায় অন্তহীন প্রান্ত,
অজানা এক টানে কাঁপে মন,
কীসের আশঙ্কা, কীসের আহ্বান, জানি না কোন কারণ ,কি জানি হারাবার ভয় আহ্ হৃদয় পুড়ে ছাই, রক্তের বাঁধন , নাকি কোন প্রিয়জন, কার সুরে শুনছি এই মোর নাম খানি, বারে বারে শুনি কে যেন ডাকে মোর নাম দরি,
কানে বাজে তার সুর, তবু নয়নে দেখি না তাহারি,
মেঘে ঢাকা আকাশ যেমন লুকায় চাঁদের আলো, তেমনি তুইও লুকিয়ে থাকিস, ওহে প্রিয়, কোথাও ভালো?
হৃদয়ে জাগে এক অচেনা সুর,
তবু চেনা লাগে, যেন পূর্বজন্মের পুর, বুঝিতে না পারি কে সে, তবু মনে হয় আপনা,
যেন সে-ই আমার অনন্ত প্রিয়, হারানো ঠিকানা।
ওরে মন, কেন তুই অসান্ত আজ,
ভালোবাসার বায়ু বয়ে আনে বিরহের সাজ,
যদি সে ডাকে, তবে চলি তার পথে, পৃথিবীর সব দ্বিধা ভুলে, স্নেহ মমতার
হৃৎস্রোতে।











