খামেনি ট্রাম্পকে বলেন: ‘স্বপ্ন দেখা চালিয়ে যান’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক ইস্যুতে নতুন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পের দাবি অস্বীকার করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছে।
সোমবার ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটন পারমাণবিক বিষয় নিয়ে পাঁচ ধাপে পরোক্ষ আলোচনা চালিয়েছিল, যা শেষ হয় জুন মাসের ১২ তারিখে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে। ওই হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা রেখেছিল।
খামেনি বলেছেন, “ট্রাম্প বলেন, তিনি একজন চুক্তিকারী। কিন্তু যদি কোনো চুক্তিতে জোর করে চাপানো হয় এবং ফলাফল আগেই নির্ধারিত থাকে, তবে সেটি চুক্তি নয়, বরং জবরদস্তি ও নিপীড়ন।”
গত সপ্তাহে ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে বলেন, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর ওয়াশিংটনের জন্য তেহরানের সঙ্গে শান্তি চুক্তি করা ‘দারুণ’ হবে।
এ বিষয়ে খামেনি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “মার্কিন প্রেসিডেন্ট গর্ব করে বলছেন, তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছে। খুব ভালো, স্বপ্ন দেখা চালিয়ে যান!” তিনি আরও যোগ করেন, ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে আমেরিকার মাথাব্যথা অনুচিত এবং এগুলো জবরদস্তিমূলক হস্তক্ষেপের উদাহরণ।
পশ্চিমা শক্তিগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের আহ্বান জানিয়ে আসছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

















