শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ময়মনসিংহ বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫১.৫৪ শতাংশ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৫৪ শতাংশ। এতে মোট পাশ করেছে ৩৯ হাজার ৯৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১৬ হাজার ৬৭৬ জন এবং মেয়ে ২২ হাজার ৪২০ জন। ফলে এবারও পাশের হারে এগিয়ে মেয়েরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর২০২৫) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ বোর্ড মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, এবারের পরীক্ষায় বোর্ডের অধীনে মোট ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী—ছেলে ১ হাজার ১১৭ জন এবং মেয়ে ১ হাজার ৫৬৭ জন।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান শাখায় পাশের হার সর্বোচ্চ ৭৬ দশমিক ৯০ শতাংশ। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ফলাফল তুলনামূলকভাবে দুর্বল। মানবিকে পাশের হার ৪৫ দশমিক ৬৪ এবং ব্যবসায় শিক্ষায় ৪১ দশমিক ১২ শতাংশ।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বোর্ডের অধীনে এবার মাত্র ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ঈশ্বরগঞ্জের চরজিথর হাই স্কুল অ্যান্ড কলেজ এবং নেত্রকোণার খালিয়াজুরির আব্দুল জব্বার রাবেয়া খাতুন হাই স্কুল অ্যান্ড কলেজ।

অন্যদিকে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি। এর মধ্যে ময়মনসিংহ জেলার ৭টি, জামালপুরের ২টি, নেত্রকোণার ৪টি এবং শেরপুর জেলার ২টি প্রতিষ্ঠান রয়েছে।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল্লাহ বলেন, “ফলাফল আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার মানোন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

এ সময় বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন