কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
তারেক জিয়ার ৩১ দফার প্রচারে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা বলেছেন, সময় এসেছে কাজিপুরে বিএনপির ৫৪ বছরের ইতিহাস পাল্টানোর। কোন সময়েই কাজিপুরে বিএনপি এমপি ইলেকশনে জয়লাভ করতে পারে নাই। আমি দীর্ঘ ১৭ বছর উপজেলা বিএনপির সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। এখনও মাঠে রয়েছি। তাই আশা করি তারেক জিযার ঘোষণা অনুযায়ী দল এবার আমাকেই এমপির মনোনয়ন দেবেন। আর সেটি হলে অবশ্যই ইতিহাস পাল্টানোর জন্যে কাজিপুরবাসী একজোট হয়েছে। আশা করবো দল এবার ভুল সিদ্ধান্ত নেবে না।
তিনি আরও বলেন, গতকাল মিডিয়ার কল্যাণে কাজিপুরবাসীসহ সারা দেশবাসী দেখেছে আমার স্বল্প সময়ের ডাকে মানুষ কিভাবে ভালোবেসে সাড়া দিয়েছে।
প্রচারণাকালে সেলিম রেজার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজওয়ানুর লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রতন, উপজেলা যুবদলের সদস্য সচিব মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব শামীম আহমেদ রুবেল, ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন, স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।











