বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

নতুন পরিচয়ে আসছেন তাসনিয়া

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ পিএম | 38 বার পড়া হয়েছে
নতুন পরিচয়ে আসছেন তাসনিয়া

টেলিভিশন, ওটিটি ও প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ে নিজের জায়গা তৈরি করার পর এবার নিজের ভাবনা পর্দায় তুলে ধরতে প্রস্তুত এই অভিনেত্রী।

সংগৃহীত ছবি

 

গত শনিবার ফেসবুকে একটি ছবি সমেত পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটার নাম কি দেওয়া উচিত? এরপর মন্তব্যঘরে ভক্তরা বিভিন্ন নামের প্রস্তাব দেন।

সেখানে উত্তরও দেন ফারিণ। লেখেন, অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন‍্যবাদ।

সংগৃহীত ছবি

এরপরই এ প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হন ফারিণ। সেখানে নিজের মতো করে কিছু করার ইচ্ছে প্রকাশ করেন। বলেন, ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব।

অভিনেত্রী আরও জানান, বছরের শেষ দিকে তার গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠানটি। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল, যিনি আগেও ফারিণের সঙ্গে কাজ করেছেন।

সংগৃহীত ছবি

তবে আপাতত মিউজিক ভিডিও দিয়েই নিজের প্রযোজনা শুরু করতে চাইছেন ফারিণ, নিয়মিত কাজ করারও ইচ্ছে তার।

সাম্প্রতিক সময়ে অভিনয়ে তেমন ব্যস্ত নন তাসনিয়া ফারিণ। গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি।

কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সিনিয়র স্টাফ রিপোর্টার শ্রী রাম বাবু বর্মন  প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৯:১২ পিএম
কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে কালাই উপজেলায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। এবারের প্রতিপাদ্য ছিল “সকলের তরে হাত ধোয়া, সুস্থ জীবন রাখো গোছা”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। তিনি বলেন, “নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়া ডায়রিয়া, টাইফয়েডসহ নানা সংক্রামক রোগ প্রতিরোধে সহায়ক।”

উপ-সহকারী প্রকৌশলী আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাজনিন আক্তার ডেইজি এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান। তারা হাত ধোয়ার উপকারিতা ও অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি ও জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। হাত ধোয়ার সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করা হয়।

পাবনায় স্পিডের আদলে তৈরি নকল ও ক্ষতিকর স্পাইডার পানীয় কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

মোঃ ওমরফারুক সানি পাবনাঃ প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৯:০৯ পিএম
পাবনায় স্পিডের আদলে তৈরি নকল ও ক্ষতিকর স্পাইডার পানীয় কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

দেশের জনপ্রিয় পানীয় স্পিডের আদলে পাবনায় তৈরি হতো নকল ও ক্ষতিকর পানীয় স্পাইডার। এমন একটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও পণ্য ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরের লাভলী ফুড ইন্ড্রাসটিজের কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান, বিএসটিআই অনুমোদনহীন পণ্য তৈরি ও বাজারজাত করণের অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে স্পিডের আদলে তৈরি নকল ও ক্ষতিকর স্পাইডার পানীয় জব্দ করে ধ্বংস করা হয়। তারা অত্যন্ত গোপনে এই পণ্যগুলো উৎপাদন করতো। এসময় ৫০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে। এই ধরনের পণ্য আর উৎপাদন করবে না এমন মুচলেকা দিয়েছে মালিক। করলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে পাবনা জেলা ব্যাটেলিয়িনে একটি দল,ক্যাব, নিরাপদ ফুড ও এনএসআই সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি: সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে অগ্রাধিকার চায় নাগরিক সমাজ

রুবিনা শেখ প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৯:০৬ পিএম
খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি: সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে অগ্রাধিকার চায় নাগরিক সমাজ

বর্তমান অর্থনৈতিক সংকট ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে দেশের জনগণের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। নিম্ন আয়ের জনগোষ্ঠী দিনে দিনে খাদ্য তালিকা সংকুচিত করতে বাধ্য হচ্ছে। এমন বাস্তবতায় “খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্ক” সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে খাদ্য অধিকারকে ভবিষ্যৎ নীতি প্রণয়নের কেন্দ্রে আনতে জোর দাবি জানিয়েছে।

বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উপলক্ষে আজ ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত “বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি এবং খাদ্য ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক আলোচনা সভায় এই দাবি উঠে আসে। সভার সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী।

সভায় বক্তারা জানান, সম্প্রতি এক জরিপে দেখা গেছে, প্রতি ১০টি পরিবারের মধ্যে ৬টি পরিবার পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না। চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৭০% মানুষ সঞ্চয় ভেঙে খরচ করছে অথবা সম্পদ বিক্রি করতে বাধ্য হচ্ছে। এতে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক খাতে ব্যয় কমে যাচ্ছে।

অধ্যাপক ড. এম এম আকাশ বলেন, “খাদ্য নিরাপত্তার মূল সমস্যা সুষম বণ্টনের অভাব। খাদ্য অধিকার নিশ্চিত করতে হলে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন জরুরি, যেখানে রাষ্ট্রের দায়িত্ব নির্দিষ্ট করে দিতে হবে।”

অন্যদিকে, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শিলা রানী দাস জানান, বর্তমানে ১ কোটি ২৭ লাখ মানুষ সামাজিক সুরক্ষার আওতায় থাকলেও, শহরাঞ্চলে সুবিধা পর্যাপ্ত নয়।

বিআইডিএস-এর গবেষণা পরিচালক ড. এস এম জুলফিকার আলী বলেন, “আয় বৈষম্য ও উচ্চ মূল্যস্ফীতির কারণে দারিদ্র্য পরিস্থিতি অবনতির দিকে। আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব।”

ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন দুর্যোগ সহনশীল খাদ্য উৎপাদন ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিকে নিশ্চিত করার আহ্বান জানান।

ড. আসিফ মোহাম্মদ শাহান বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কোন উল্লেখযোগ্য অগ্রগতি নেই।” তিনি আরও বলেন, “নীতিনির্ধারণে খাদ্য অধিকারকে অগ্রাধিকার না দিলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়।

সভা থেকে খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্ক যেসব গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরে, তার মধ্যে রয়েছে:

অবিলম্বে খাদ্য অধিকার আইন প্রণয়ন ও বাস্তবায়ন

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং প্রান্তিক মানুষের আয় বৃদ্ধির সুযোগ তৈরি

বাজার মনিটরিং জোরদার এবং স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত

সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি ও কার্যকারিতা বৃদ্ধি

প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে বহুমুখী কর্মসূচি

কৃষক, নারী, যুব, ছাত্র ও নাগরিক সমাজের অংশগ্রহণে খাদ্য ব্যবস্থায় বহুপাক্ষিক অংশীদারিত্ব গড়ে তোলা।

বক্তারা বলেন, খাদ্য অধিকার কোনো দয়া নয়, এটি একটি মৌলিক মানবাধিকার।” এ অধিকার নিশ্চিত করতে হলে রাজনৈতিক সদিচ্ছা, সুনির্দিষ্ট আইন ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের কোনো বিকল্প নেই।