
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে কালাই উপজেলায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। এবারের প্রতিপাদ্য ছিল “সকলের তরে হাত ধোয়া, সুস্থ জীবন রাখো গোছা”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। তিনি বলেন, “নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়া ডায়রিয়া, টাইফয়েডসহ নানা সংক্রামক রোগ প্রতিরোধে সহায়ক।”
উপ-সহকারী প্রকৌশলী আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাজনিন আক্তার ডেইজি এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান। তারা হাত ধোয়ার উপকারিতা ও অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি ও জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। হাত ধোয়ার সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করা হয়।