সরাইলে ১০ টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচা সড়ক মেরামত করে সিএনজি থেকে দশ টাকা উঠানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৬জনকে আটক করেছে।
বুধবার (০২ অক্টোবর) সকালে ঘন্টাব্যাপী উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এরআগে মঙ্গলবার রাতে এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি তেরকান্দা গ্রামের একটি কাচা সড়ক ভেঙ্গে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করে মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা।
গতকাল মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিল। এ সময় নয়ন জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে ১০টাকা চায়। এতে জুয়েল টাকা দিতে অনিহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্ক বির্তক ও হাতাহাতির ঘটনা ঘটে।
বিষয়টি মিমাংসা করতে সন্ধ্যায় শালিশে বসে দুই পক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এরই জের ধরে আজ বুুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষ জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৭ ঘটিকার সময় আমার কাছে সংবাদ আসে তেরকান্দা গ্রামে জুয়েল এবং নয়নের পক্ষ মধ্যে পুনরায় গন্ডগোল শুরু হয়েছে। খবর পেয়ে আমি আমার সঙ্গীফোস নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় এবং ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করি ও কিছু টেট্টা বলম উদ্ধার করতে পেরেছি।
তিনি আরও বলেন, ফের সংঘর্ষ এরাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনার সাথে যারা অপরাধী তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।