বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

Khandokar Auwal Bhasani

টাঙ্গাইলে সাত্তার সুপার শপকে ১ লাখ টাকা জরিমানা

Khandokar Auwal Bhasani প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১২:৫৬ পিএম | 61 বার পড়া হয়েছে
টাঙ্গাইলে সাত্তার সুপার শপকে ১ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল শহরের সাত্তার সুপার শপকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার পর ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শপটি ভেজাল কসমেটিক পণ্য বিক্রি এবং কম দামের জিনিসের মূল্য বেড়ে বেশি দামে বিক্রি করার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, “ভোক্তাদের নিরাপত্তা ও সঠিক মূল্য নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। সুতরাং ভেজাল পণ্য বিক্রি ও অযথাযথ মূল্য বৃদ্ধির অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
স্থানীয়রা বলেন, “এ ধরনের অভিযান ভোক্তাদের জন্য আশ্বাস দেয় যে তারা সঠিক দামে পণ্য কিনতে পারবেন এবং ভেজাল পণ্য থেকে রক্ষা পাবেন।”
অধিদপ্তর আরও জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের অভিযোগের বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হবে, যাতে ভোক্তাদের অধিকার রক্ষা করা যায়।

জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

সিনারি স্টাফ রিপোর্টার : শ্রী রামবাবু বর্মন প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৫৮ পিএম
জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তরুণদের মেধা ও ক্রীড়া চর্চার বিকাশে জয়পুরহাটের কালাই উপজেলায় শুরু হয়েছে ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা শামীমা আক্তার জাহান।

বেলুন উড়িয়ে শুরু হওয়া এ আয়োজনে উপস্থিত ছিলেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদ হোসেন, উপজেলা প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত প্রথম খেলায় মুখোমুখি হয় কালাই পৌরসভা দল ও পুনট ইউনিয়ন দল। দারুণ উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে পুনট ইউনিয়ন দলকে পরাজিত করে বিজয়ী হয় কালাই পৌরসভা দল। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন মোঃ তানভীর, যিনি তার অসাধারণ নৈপুণ্যের জন্য নির্বাচিত হন “ম্যান অব দ্য ম্যাচ”।

উদ্বোধনী ম্যাচ ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের উপচে পড়া ভিড়। শত শত ফুটবলপ্রেমী দর্শক খেলা উপভোগ করেন, যা পুরো মাঠে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

আয়োজক সূত্রে জানা যায়, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এবং সামাজিক বন্ধন ও সম্প্রীতি আরও দৃঢ় করা

মুন্সিগঞ্জ সদর থানার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নিরস্ত্র হিসেবে পুরস্কৃত হলেন সাদ্দাম মোল্লা

মোঃ সুজন বেপারী প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৫৬ পিএম
মুন্সিগঞ্জ সদর থানার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নিরস্ত্র হিসেবে পুরস্কৃত হলেন সাদ্দাম মোল্লা

মুন্সিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠানে সদর থানার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হলেন পুলিশের সাব ইন্সপেক্টর নিরস্ত্র জনাব সাদ্দাম মোল্লা।

আজ বুধবার (১৫ অক্টোবর ২০২৫) জেলা পুলিশ লাইন্সে মাসিক ও অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার (পিপিএম বার) মহোদয় এর সভাপতিত্বে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন সাব ইন্সপেক্টর নিরস্ত্র এসআই সাদ্দাম মোল্লা কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য উদ্ধার ও বিভিন্ন মামলার ওয়ারেন্ট আসামি গ্রেফতারের বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেন।

এছাড়াও জেলা পুলিশ লাইন্সে শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে সম্মানিত জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় সেপ্টেম্বর-২০২৫ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।এরপর বেলা ১২.৩০ ঘটিকায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় সেপ্টেম্বর-২০২৫ মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন মামলাসমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) জনাব মো. আনিসুর রহমান মহোদয়সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।

মুন্সিগঞ্জ তৃণমূল শহরে ৩১ দফা লিফলেট প্রচারে বিএনপি নেতা: সুলতান

মো: সুজন বেপারী প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:২৬ পিএম
মুন্সিগঞ্জ তৃণমূল শহরে ৩১ দফা লিফলেট প্রচারে বিএনপি নেতা: সুলতান

৩ আসন্ন তৃণমূলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন জেলা আহবায়ক বিএনপি সদস্য ও পৌর বিএনপি শহর যুগ্ম আহবায়ক যুবদলের সাবেক সভাপতি নেতা: সুলতান আহমেদ।

৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে ধানের শীষের প্রচারণায় দাপিয়ে বেড়াচ্ছেন মনোনয়ন কে পাবেন তা এখনো চুড়ান্ত হয়নি। দল থেকেও কাউকে দেয়া হয়নি সবুজ সংকেত। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়ে নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে সর্বত্র চলছে একই আলোচনা।

আসন্ন গত ১৪ই সোমবার অক্টোবর মুন্সিগঞ্জ তিন আসনের পৌর শহর তৃণমূলে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ-কল্যাণ বিযয়ক সম্পাদক কামরুজ্জামান রতন সাহেবে দিকনির্দেশনায় জেলা বিএনপি আহবায়ক সদস্য ও পৌর বিএনপি শহর যুগ্ম আহবায়ক যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ বিভিন্ন বাজার, গ্রাম, চা-স্টল ও দোকানপাটে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি সাধারণ ভোটারদের হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বিএনপি নেতা সুলতান আহমেদ বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচি হলো একটি জনগণকেন্দ্রিক রূপরেখা— যেখানে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। আমাদের একটাই লক্ষ্য— জনগণের সরকার প্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন, “আজ জনগণ মুক্ত গণতন্ত্র চায়, ন্যায়বিচার চায়, নিরাপত্তা চায়। বিএনপি সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটাতে কাজ করছে। এ-সময় গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। তারা রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে কথা বলেন, ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং ৩১ দফা কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করেন।